ঈদের আগেই টিএনজেড শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান
Published: 28th, March 2025 GMT
ঈদের আগেই গাজীপুরের টিএনজেড এপারেলসের তিনটি কারখানার ছয় হাজার শ্রমিকের বকেয়া বেতন-ভাতা ও বোনাস পরিশোধের জন্য মালিক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। শুক্রবার পৃথক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের বিবৃতিতে বলা হয়, টিএনজেড গ্রুপের শ্রমিকরা তাদের বকেয়া বেতন-বোনাসের জন্য আন্দোলন করলে মালিক-শ্রমিক-সরকার ত্রিপক্ষীয় চুক্তি করা হয়েছিল। কিন্তু সেই চুক্তি মালিকপক্ষ ভঙ্গ করায় শ্রমিকরা পাঁচ দিন ধরে শ্রমভবনে অবস্থান করছেন। বিবৃতিতে বলা হয়, আমাদের ভাইবোনকে রাস্তায় আন্দোলন করতে হচ্ছে ন্যায্য মজুরির জন্য। অবিলম্বে বকেয়া মজুরি প্রদানের আহ্বান জানাই।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পৃথক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেও পুরোনো জমানার মতো শ্রমিকরা সবচেয়ে নিষ্ঠুর হামলা ও আক্রমণের শিকার। গণঅভ্যুত্থান শ্রমিকদের জীবন-জীবিকা নিশ্চিত করেনি। শ্রম মন্ত্রণালয়সহ সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে এ সংকটের সুরাহার অনুরোধ জানান তিনি।
শুক্রবার সাইফুল হক শ্রমভবনের সামনে অবস্থানরত শ্রমিকদের দেখতে যান। এ সময় তাদের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন। তাঁর সঙ্গে ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বাবর চৌধুরী প্রমুখ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
ঈদের আগেই টিএনজেড শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান
ঈদের আগেই গাজীপুরের টিএনজেড এপারেলসের তিনটি কারখানার ছয় হাজার শ্রমিকের বকেয়া বেতন-ভাতা ও বোনাস পরিশোধের জন্য মালিক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। শুক্রবার পৃথক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের বিবৃতিতে বলা হয়, টিএনজেড গ্রুপের শ্রমিকরা তাদের বকেয়া বেতন-বোনাসের জন্য আন্দোলন করলে মালিক-শ্রমিক-সরকার ত্রিপক্ষীয় চুক্তি করা হয়েছিল। কিন্তু সেই চুক্তি মালিকপক্ষ ভঙ্গ করায় শ্রমিকরা পাঁচ দিন ধরে শ্রমভবনে অবস্থান করছেন। বিবৃতিতে বলা হয়, আমাদের ভাইবোনকে রাস্তায় আন্দোলন করতে হচ্ছে ন্যায্য মজুরির জন্য। অবিলম্বে বকেয়া মজুরি প্রদানের আহ্বান জানাই।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পৃথক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেও পুরোনো জমানার মতো শ্রমিকরা সবচেয়ে নিষ্ঠুর হামলা ও আক্রমণের শিকার। গণঅভ্যুত্থান শ্রমিকদের জীবন-জীবিকা নিশ্চিত করেনি। শ্রম মন্ত্রণালয়সহ সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে এ সংকটের সুরাহার অনুরোধ জানান তিনি।
শুক্রবার সাইফুল হক শ্রমভবনের সামনে অবস্থানরত শ্রমিকদের দেখতে যান। এ সময় তাদের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন। তাঁর সঙ্গে ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বাবর চৌধুরী প্রমুখ।