শস্যবৈচিত্র্যের দিকে মনোনিবেশ করেছি
Published: 28th, March 2025 GMT
দেশে ক্রমান্বয়ে জনসংখ্যা বাড়ছে, কৃষিজমি কমছে, প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ফসলহানির বিষয়টি প্রায় নিয়মিত। উপরন্তু কৃষিপণ্যের বিরাট অংশ পচে যায় ও নষ্ট হয়। এছাড়া, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব তো রয়েছেই। এতে অনেক ফসল আমদানিনির্ভর হয়ে গেছে। এমন পরিস্থিতিতে স্বল্প ও মধ্য মেয়াদে কৃষি খাতে কিছু পদক্ষেপ নিয়ে আমদানিনির্ভরতা কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সম্প্রতি সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড.
চাল উৎপাদন বাড়াতে কৃষিতে যান্ত্রিকভাবে চারা রোপণ ও ফসল সংগ্রহ নিশ্চিত করা এবং উচ্চ ফলনশীল জাতগুলো ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান কৃষি সচিব। তাঁর মতে, গম আমদানি রাতারাতি কমিয়ে ফেলা সম্ভব নয়। দেশে উৎপাদন বাড়াতে আবহাওয়ার বিষয় রয়েছে। উচ্চফলনশীল জাত ছড়িয়ে দেওয়া ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে গমের উৎপাদন এখনকার চেয়ে অনেক বাড়ানো সম্ভব হবে।
দেশে পেঁয়াজ উৎপাদনে সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন বছরে ৩৪ লাখ টনের মতো পেঁয়াজ উৎপাদিত হয়। অবশ্য ৩০ শতাংশ আমরা সংরক্ষণ করতে পারি না। গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বাড়ানো ও সংরক্ষণ করা গেলে ৩১ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব। আমরা পেঁয়াজ সংরক্ষণে আরও কোল্ড স্টোরেজ নির্মাণ করব।’
তিনি বলেন, তাজা টমেটো ও প্রক্রিয়াজাত টমেটো আমদানিতে বাংলাদেশকে বছরে ব্যয় করতে হয় প্রায় আড়াই কোটি ডলার। অথচ মৌসুমের সময় বাংলাদেশে টমেটো পচে যায়। হিমাগার প্রতিষ্ঠা করে টমেটো সংরক্ষণ করে আমদানি কমিয়ে আনা সম্ভব। সবজির ক্ষেত্রেও একই অবস্থা। ইতোমধ্যে সবজির হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান জানান, ভোজ্যতেলের সংকট সমাধানে দেশে শস্য বিন্যাস পদ্ধতিতে সরিষার আবাদ প্রাথমিকভাবে দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমে আসবে। এতে করে বিভিন্ন সময় হওয়া সংকটেরও সমাধান মিলবে। আমন ও বোরোর আবাদের মধ্যে যে ব্যবধান থাকে, তা বাড়িয়ে সরিষার আবাদ দ্বিগুণ করা হবে।
কৃষি সচিব বলেন, খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় শস্যবৈচিত্র্যকরণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু প্রকল্প নিয়ে কাজ করছে। এর মধ্যে অন্যতম একটি প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে দেশের কৃষি খাতের একটি শক্ত ভিত্তি তৈরি করা যাবে বলে আশা করা হচ্ছে। আমদানিনির্ভরতা কমিয়ে দানা জাতীয় এবং শাকসবজি, ফলমূল জাতীয় ফসলের পাশাপাশি মসলা জাতীয় ফসলের উৎপাদন বাড়ানোর কাজ চলছে। মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের অধীনে বস্তায় আদা চাষ ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। একইভাবে জিরাসহ নানা রকম মসলার চাষ সম্প্রসারণ হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা আরেকটি পদক্ষেপ নিয়েছি। অনেক সময় দেখা যায়, কোনো একটি ফসল চাষে বেশি লাভ হলে সবাই সেই ফসলের চাষ শুরু করেন। ফলে উৎপাদন বেড়ে যাওয়ায় বাজারমূল্য কমে যায়। তখন সবাই ক্ষতিগ্রস্ত হয়ে ওই ফসল চাষ থেকে বিরত থাকেন। সুষম ফসল চাষের একটি পরিকল্পনা করছি। আমরা আমদানিনির্ভরতা কমিয়ে রপ্তানি সম্ভাবনা অন্বেষণের পাশাপাশি শস্যবৈচিত্র্যের দিকে মনোনিবেশ করেছি।’
বাংলাদেশে সামগ্রিক অর্থনীতির মতো কৃষিতেও রূপান্তর ঘটছে উল্লেখ করে তিনি বলেন, ‘অল্প জায়গা নিয়ে উৎপাদন বাড়াতে চাই। আমদানিনির্ভরতা কমাতে আমরা যে পরিকল্পনা নিয়েছি তা বাস্তবায়ন হলে অনেক ফসলে মাথাপিছু ভোগের হিসাবেও রেকর্ড গড়া যাবে। সে চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, বর্তমান সরকার দানাদার খাদ্যশস্য ছাড়াও অন্যান্য শস্যের উৎপাদন বাড়িয়ে শস্যের বহুমুখীকরণ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। বোরো ও আমন মৌসুমে আরও উচ্চ ফলনশীল জাতের ব্যবহার বাড়িয়ে সময়টা কমিয়ে আনা হচ্ছে। এতে কয়েক লাখ হেক্টর জমি বেরিয়ে আসবে। তখন এসব জমিতে তেল ও ডালজাতীয় শস্য আবাদ করা সম্ভব হবে। শস্য উৎপাদন বাড়াতে গবেষণায় জোর দেওয়া, কৃষকের উৎপাদন খরচ কমিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া এবং কৃষিপণ্যের বিপণন ব্যবস্থায় দুর্বলতা কাটানোর উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে অনেক উদ্যোগ বাস্তবায়ন হয়েছে। কিছু উদ্যোগ বাস্তবায়নের পথে আছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: প রকল প
এছাড়াও পড়ুন:
ঈদে ভালো কাজ করি
মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। ধর্মীয় এই উৎসবে বিশেষত ঈদুল ফিতর, যা রোজার ঈদ নামে সমধিক পরিচিত এই ঈদে যাদের পক্ষে সম্ভব পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে ছুটে যান। এর খানিকটা ইতিহাস এখানে তুলে ধরা যায়। ব্রিটিশ শাসনামলে বাঙালির শিক্ষা ও চাকরির প্রধান কেন্দ্র ছিল বর্তমান পশ্চিমবঙ্গের কলকাতা শহর। আইন পেশায় যারা নিয়োজিত ছিলেন, তারা প্র্যাকটিস করতেন কলকাতা হাইকোর্টে। শারদীয় দুর্গোৎসবের সময় চাকরিজীবী, পেশাজীবী এবং শিক্ষার্থীদের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীরা দলে দলে ফিরতেন নিজ নিজ গ্রামে। এক্ষেত্রে মুসলিমরা ফিরে আসতেন ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময়ে। এখন বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রায় দুই কোটি মানুষের বসবাস। দুই ঈদের সময় ঢাকা প্রায় ফাঁকা হয়ে যায়। ঢাকায় বসবাসকারী লোকজনের মধ্যে অনেকের সঙ্গে বাবা-মা থাকেন না। বাবা-মা এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে তারা ছুটে যান গ্রামে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে, ঈদ উপলক্ষে ১ কোটি ১৫ লাখ নারী-পুরুষ-শিশু ঢাকা ছেড়ে যাবে। গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, এর বাইরেও এক জেলা থেকে অপর জেলায় বা এক স্থান থেকে অপর স্থানে বিভিন্ন গন্তব্যে যাবে আরও ৩ কোটি ৮৫ লাখ লোক। সংখ্যায় হেরফেরও হতে পারে। পাঁচ কোটি লোক এক স্থান থেকে অন্য স্থানে যায়, নাকি চার কোটি যায়- এ নিয়ে আলোচনা অনর্থক। বরং এটা বলা যায় যে, ঈদ যাত্রা অনেকের জন্য সহজ হয় না। রাজনৈতিক ভয়-শঙ্কা, রাস্তার ঝক্কি-ঝামেলা ইত্যাদি নানা প্রতিকূলতা অতিক্রম করে তারা নাড়ির টানে গ্রামে ছুটে যান এবং আবার ফিরে আসেন। এই যাওয়া-আসার মধ্যে অনেক ভালো দিক রয়েছে। এতে শুধু পারিবারিক বন্ধন যে সুদৃঢ় হয়, তা নয়। এর তাৎপর্য বহুমাত্রিক।
বক্ষমাণ নিবন্ধে অল্প সময়ের জন্য ঢাকা ত্যাগী এবং অন্যান্য লোকজনের উদ্দেশ্যে কিছু নিবেদন রাখতে চাই। আসুন আমরা এই ঈদে কয়েকটি ভালো কাজ করার মনস্থির করি। পেশাগত জীবনে আমি গণমাধ্যম ও তথ্য নিয়ে কাজ করি, তাই তথ্য-অপতথ্যের বয়ান দিয়ে শুরু করা যাক। অবাধ তথ্য প্রবাহের এই কালে ‘তথ্য’ অনেক বড় শক্তি। একটি সঠিক তথ্য যেমন একটি জাতিকে যে কোনো পরিস্থিতিতে একতাবদ্ধ রাখতে পারে। তেমনিভাবে একটি ভুল তথ্য কোনো একটি জাতি-গোষ্ঠীকে ভেঙে দিতে পারে। মোবাইল ফোন এবং ইন্টারনেটের সহজলভ্যতা আমাদেরকে সারাক্ষণ তথ্যের ভেতর ধরে রাখছে। বর্তমানে দেশের মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৬ কোটিরও বেশি। এই সংখ্যাটি পুরনো, ২০২৩ সালের। বর্তমানে এই সংখ্যা নিশ্চয় বেড়েছে। এই মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে ৭০ বা তারও বেশি পরিবার অন্তত একটি স্মার্ট ফোন ব্যবহার করছে। এ ধরনের ফোন দিয়ে ভিডিও কল, সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত থাকা, ইউটিউব, বিনোদন কনটেন্ট, কোনো বিষয়ে আলোচনা শোনা, পড়াশোনা করা ইত্যাদি সহজতর হয়েছে। এই সহজতর হওয়ার সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম প্লাটফর্ম ফেইসবুকে সঠিক-বেঠিক নানা তথ্যের ছড়াছড়ি নাগরিকদের প্রায়শই চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে। মুহূর্তের মধ্যেই যে কোনো বিষয় বা যে কেউ ভাইরাল হয়ে যাচ্ছে। সেটা কী মন্দ বা ভালো যে কোনো কাজ দিয়ে।
বিগত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান উত্তর ‘গুজব’ সারা দেশ ছেয়ে গেছে। একের পর এক নানা গুজবে ঝড় বয়ে যাচ্ছে। ফারসি শব্দ ‘গুজ’ থেকে আগত এই গুজবের অপ্রমাণিত এবং ভিত্তিহীন তথ্যে নিজেকে যুক্ত করা যাবে না। মনে রাখতে হবে, গুজবের উদ্দেশ্য হচ্ছে বিভ্রান্তি ছড়ানো এবং উত্তেজনা সৃষ্টি করা। গুজবের তথ্যে বিশ্বাস স্থাপন না করে তা যাচাই করতে হবে। এক্ষেত্রে তাৎক্ষণিকভাবে শীর্ষ পর্যায়ের প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলোতে (সংবাদপত্রের অনলাইন ভার্সন কিংবা টেলিভিশনের সংবাদ) শোনা বা প্রাপ্ত তথ্য অনুসন্ধান করতে হবে। এটি একটি তথ্য যাচাই প্রক্রিয়া। এই যাচাই প্রক্রিয়াটি যারা অল্প সময়ের জন্য গ্রামে গিয়েছেন, তাঁরা গ্রামে বসবাসকারী লোকজনের সঙ্গে আলাপ করতে পারেন এবং তাদেরকেও এ ব্যাপারে উৎসাহী করতে পারেন। গুজব বা অপতথ্যে বিশ্বাস না করার পেছনে এটি হবে ঈদে একটি ভালো কাজ। ঈদের আগে ২৫ মার্চ ২০২৫ তারিখে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গুজবের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘গুজব হলো জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন। গুজবকে অবহেলা করবেন না। গুজবের মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দেব না।’
তিনি আরও বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় গুজবের যেন এক মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। গুজব প্রচারকারীদের অভিনব কৌশল আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন। আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে।’
অধ্যাপক ড. ইউনূসের ভাষণের এক দিন আগে সেনাপ্রধান তার অফিসার্স অ্যাড্রেসে অনুরূপ কথা বলেছেন। গুজবে বিশ্বাস এবং শেয়ার করার বিষয়ে সর্তক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেয়ালে একটি চমৎকার গ্রাফিতি চোখে পড়ে। এতে বলা হয়েছে ‘করার আগে শেয়ার, ভাবুন দশবার-গুজবে সব ছারখার’। এই গ্রাফিতির শিল্পীর চিন্তার মান প্রশংসার দাবি রাখে।
সংস্কৃতি প্রবাহমান। মানুষ এক স্থান হতে অন্য স্থানে আসা-যাওয়ার মধ্য দিয়ে সংস্কৃতির প্রবাহমানতা ঘটে। ঈদে আমরা কিছু শহুরে সংস্কৃতি গ্রামে ছড়িয়ে দিতে পারি আবার সেখান থেকে কিছু ধারণও করতে পারি। কালের পরিক্রমায় এক সংস্কৃতি আরেক সংস্কৃতির সঙ্গে মিশে কিছুটা গ্রহণ করে, আবার কিছুটা বর্জন করে। একাধিক সংস্কৃতির এই মেলামেশা, গ্রহণ-বর্জনের মধ্য দিয়েই সংস্কৃতির মিথস্ক্রিয়া ঘটে। এতে সংস্কৃতির বিবর্তনও সাধিত হয়। শহরে বসবাসকারী শিক্ষার্থীরা অনেক টিউশন ফি দিয়ে ভালো স্কুল-কলেজে পড়াশোনা করে। অনেকে বাসায় ভালো মানের হাউজ টিউটর রাখে। নিত্য-নতুন জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে শহরের শিক্ষার্থীদের সংযোগ ও পরিচয় বেশি ঘটে। বাবা-মায়ের সঙ্গে গ্রামে যাওয়া এই শিক্ষার্থীরা গ্রামের স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে পরামর্শ ও দিক নিদের্শনা দিতে পারেন। ঈদে এটি হতে পারে শিক্ষার্থীদের জন্য ভালো কাজ। প্রত্যুষে বা খুব সকালে ঘুম থেকে উঠা এবং রাত নয়টা বা দশটার মধ্যে ঘুমাতে যাওয়া গ্রামের লোকজনের অভ্যাস। তাঁরা সন্ধ্যার পর পরই রাতের খাবারও খেয়ে ফেলেন। ঢাকায় বসবাসকারী লোকজন এই অভ্যাস আয়ত্ত করতে পারেন। খুব সকালে যিনি ঘুম থেকে ওঠেন, কাজের জন্য তাঁর কাছে দিনটি অনেক বড় মনে হবে। এই অভ্যাস গড়ে তোলা ঈদে ভালো কাজ হিসেবে গণ্য হতে পারে। বলার অপেক্ষা রাখে না যে, সন্ধ্যার পর পরই রাতে খাবার খাওয়া এবং খাওয়া কিছুটা হজম করে ঘুমাতে যাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ভালো।
বর্তমানে অবশ্য গ্রাম বলতে আমাদের চোখের সামনে যে অবয়ব ভেসে উঠে, গ্রাম সেই অবস্থায় নেই। সুযোগ-সুবিধাসহ গ্রামের পরিবেশ শহরের রূপ ধারণ করছে। প্রতি ঘড়ে বিদ্যুৎ, রাস্তা-ঘাটের উন্নয়ন, ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স সামগ্রিক ব্যবহার, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা উপভোগের জ্ঞান অর্জন ইত্যাদি কারণে গ্রামীণ জীবন-যাপনে আমুল পরিবর্তন এসেছে। এরপরও উল্লেখযোগ্য সংখ্যক বয়স্ক লোকেরা এখনও সেকেলের জীবন-যাপন করে। এই বয়স্ক লোকজনকে সম্মান করা এবং তাদের জীবনাচার জানার মধ্য দিয়ে মানুষ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে। এতে বয়স্ক লোকজনও সম্মানিত বোধ করবেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে উত্তর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বেশ নাজুক হয়ে পড়েছিল। এই অবস্থায় পালাক্রমে দলবদ্ধ হয়ে পাহারা দেওয়ার একটা আপতকালীন সংস্কৃতি গড়ে উঠেছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি উল্লেখযোগ্য উত্তরণ হয়নি। এর কারণ অবশ্য সকলের জানা। পুলিশের মনোবল ফিরে পেতে এবং জনসাধারণের আস্থা অর্জনে সকলেরই একযোগে কাজ করতে হবে। এক্ষেত্রে সাধারণ মানুষকে পুলিশের কর্মকাণ্ড গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে যে, দিন শেষে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকাই অগ্রগণ্য। শহরে ও গ্রামে ডাকাতি ও ছিনতাই এখনও হচ্ছে। গ্রামে অবস্থানকালে নিজেরা সাবধান ও সর্তক থাকার পাশাপাশি গ্রামের লোকজনকে এ ব্যাপারে সচেতন করতে হবে।
নিবন্ধটি শেষ করি ঈদ যাত্রায় রাজনৈতিক ডামাডোলের স্মৃতিচারণ করে। কেউ কেউ বাঙালিকে বিস্মৃতি পরায়ণ বললেও আমি স্মরণ করতে চাই যে, ২০০৯ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার গঠিত হলে বিরোধী দল বিএনপির নানা ধরনের আন্দোলনের মধ্য দিয়ে সময় অতিবাহিত হয়েছে। সেই সময় বিএনপি আহূত হরতাল, রোড মার্চ, ঢাকা ঘেরাও ইত্যাদির মধ্যদিয়ে রাজনীতি ঘুরপাক খেয়েছে। আন্দোলন ঈদের আগে, না ঈদের পরে-এই নিয়ে বাহাস, বিরোধী দলের কর্মসূচি মোকাবিলায় সরকারের পাল্টা ব্যবস্থাতে লোকজনের আসা-যাওয়ার চিন্তায় কপালে ভাঁজ পড়েছিল। দীর্ঘ ১৬ বছর পর এই অবস্থার এক ধরনের উত্তরণ ঘটেছে। আওয়ামী লীগের প্রধান দেশ ছেড়ে চলে গেছেন এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা চুপসে গেছে। ঈদের আগের-পরের আন্দোলন নিয়ে ভয়, শঙ্কা উবে গেছে। রাজনৈতিক বিভাজনের মধ্যে পড়ে অনেকেই রাজনীতি থেকে দূরে সরে গেছেন। আসলে রাজনৈতিক বিভাজন থাকা স্বাভাবিক। তবে এই বিভাজন কেন্দ্রিক প্রতিপক্ষকে বিনাস করার অপসংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। অন্যথায়, পূর্বসূরিদের পথে হাঁটছেন বলে গণ্য হবে। দেশটা আমাদের নতুন করে গড়তে হবে। নতুন বাংলাদেশে আমরা যদি একযোগে চলতে পারি, চিহ্নিত অপরাধী ব্যতীত পরস্পরের প্রতি সহনশীল হই, তবে দ্রুতই আমরা প্রত্যাশিত লক্ষ্য মাত্রা ছুঁতে পারি।
ড. আহমেদ সুমন, গবেষক ও লেখক।