যৌথ অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ২৮০, জানাল আইএসপিআর
Published: 28th, March 2025 GMT
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ২৮০ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত ২০-২৬ মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এসব অভিযান চালায়। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় যৌথ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, একাধিক মামলার আসামি, ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী, অপহরণকারী, ভেজাল খাবার প্রস্তুতকারী, কিশোর গ্যাং সদস্য, জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত এবং মাদক কারবারিসহ ২৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪৩টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল, মাদকদ্রব্য, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশি-বিদেশি অস্ত্র, পাসপোর্ট, চোরাই মোবাইল ফোন, ট্যাব, সিমকার্ড, স্বর্ণালংকার, ট্রলার, মোটরসাইকেল, ট্রাক, ড্রেজার, ভেকু, এক্সক্যাভেটর, ডাম্পার ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে নির্বিঘ্নে সড়কে যান চলাচল নিশ্চিত এবং টিকিট কালোবাজারি রোধে সেনাবাহিনী বিশেষ টহলের ব্যবস্থা করেছে। কোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগ ভবিষ্যতে যেন মিছিল করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। যদি পুলিশ এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, সাধারণ পুলিশ সদস্যদের নিজ বাড়ির বিভাগে পোস্টিংয়ের চিন্তা করছে সরকার। এ ধরনের পরিকল্পনা আছে আমাদের। আমরা চাই, পুলিশ বাহিনী জনগণের জান-মালে নিরাপত্তার স্বার্থে তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বিমানবন্দর থানার বিভিন্ন কক্ষ ঘুরে দেখেছেন। পুলিশ সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
ঢাকা/এমআর/রফিক