গতকাল সন্ধ্যায় এসেছে ঈদের সিনেমা ‘দাগি’র ট্রেলার। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমার ট্রেলার দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন অনেকে। এই তালিকায় আছেন ভারতীয় ইউটিউবাররাও। অরিত্র, সাগরনীল ও রূপম—এই তিন ভারতীয় ইউটিউবার সিনেমাটির ট্রেলারের প্রশংসা করেছেন।

২ মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলারে ‘দাগি’ সিনেমার ঝলক তুলে ধরা হয়েছে। ট্রেলারটি নিয়ে অরিত্র তাঁর ইউটিউব চ্যানেল ‘অরিত্রজ জ্ঞান’-এ পোস্ট করা ভিডিওতে বলেছেন, ‘ট্রেলারটি আমার দারুণ লেগেছে। ছবিটি ঈদের সময় মুক্তি পাচ্ছে, মানুষের অনেক প্রত্যাশা রয়েছে; তবে মনে হচ্ছে এটি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার সিনেমা নয়, ড্রামা ঘরানার।’

ট্রেলারে গল্প সম্পর্কে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেটা বিশ্লেষণ করে ছবির প্রধান অভিনেতা আফরান নিশোর প্রশংসা করেন অরিত্র। তিনি বলেন, ‘আমার ট্রেলার দেখে ভালো লেগেছে, সবার পারফরম্যান্স দারুণ। তমা মির্জা ও নিশোর মধ্যে যে রসায়ন, সেটা দারুণভাবে তুলে ধরা হয়েছে। ড্রামাটা মনে হচ্ছে দারুণ হয়েছে।’

‘আর্টিস্টিক সেভেনথ সেন্স’-এ সাগরনীল বলেছেন, ‘এ ধরনের চরিত্রে আফরান নিশো দারুণ অভিনয় করেন, বিশেষ করে রাগের অভিনয়; ট্রেলার দেখে মনে হচ্ছে এ ছবিতেও তিনি ফাটিয়ে দিয়েছেন।

‘দাগি’ সিনেমার দৃশ্যে আফরান নিশো ও তমা মির্জা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে এসএসসি পরীক্ষার্থী নিঁখোজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরীক্ষা শেষে ফেরার পথে ট্রলার থেকে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে জয় আহমেদ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিঁখোজ হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন এলাকায় ঘাটে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল প্রায় ৬ ঘন্টা চেষ্টা করেও ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি ।

নিখোজ, জয় আহমেদ চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডের বাস চালক মারুফ মিয়ার ছেলে। সে এবছর পিআরডি হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের পিআরডি হাইস্কুলের ৩৮ জন এসএসসি পরীক্ষার্থী সরকারী মুড়াপাড়া পাইলট স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষকদের সাথে একটি ট্রলার যোগে বাড়ী ফিরছিল।

ট্রলারটি চনপাড়াপূর্নবাসন কেন্দ্র এলাকার কাছাকাছি আসলে শিক্ষকদের নিষেধ করা সত্ত্বেও এসএসসি পরীক্ষার্থী জয় আহমেদ, ইফাজ, আসিফ, পরশ, ইসমাইল, তানভীর, আব্দুর রহমান ও রাকিব গোসল করতে নদীতে ঝাপ দেয়। এদের মধ্যে জয় আহমেদ ছাড়া বাকি সবাই তীরে উঠতে সক্ষম হয়।

এর পর থেকে নিখোজ জয় আহমেদ। বহু খোজাখুজির পর জয়কে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবন দেন পুলিশ। ঢাকা সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ডুবুরি দল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেনি নিখোজ জয়ের মরদেহ। সন্ধ্যার দিকে উদ্ধার অভিযান স্থগিত করেন ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার সকাল থেকে ফের উদ্ধারে নামে বলে জানায় ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের অধিনায়ক হুমায়ুন কবির।

সম্পর্কিত নিবন্ধ