ধোনিদের অসহায় আত্মসমর্পণে ফ্লপ ‘শুক্রবার রাতের ব্লকবাস্টার’
Published: 28th, March 2025 GMT
‘শুক্রবার রাতের ব্লকবাস্টার’-ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের সরাসরি ধারাবিবরণীর শিরোনাম দিয়েছিল এটাই। কিন্তু চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সেই ব্লকবাস্টার ‘বক্স অফিস’ কাঁপাতে পারেনি। ব্যাট-বলে বেঙ্গালুরুর কাছে চেন্নাইয়ের অসহায় আত্মসমর্পণে পুরোপুরি ফ্লপ গেছে শুক্রবার রাতের ব্লকবাস্টার!
টসে হেরে ব্যাটিংয়ে নেমে বেঙ্গালুরু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েও শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১৯৬ রান। এই রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া চেন্নাই শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে তুলতে পেরেছে ১৪৬ রান। রুতুরাজ গায়কোয়াড়-মহেন্দ্র সিং ধোনির দল হেরেছে ৫০ রানের ব্যবধানে। বেঙ্গালুরুর এটা টানা দুই ম্যাচে দ্বিতীয় জয়।
দশে মিলে করি রান-চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ইনিংসটা এগিয়েছে এই রীতি মেনে! সব মিলিয়ে ৯ জন ব্যাটসম্যান ব্যাটিং করেছেন। এর মধ্যে দুজন কোনো রান করেননি। ক্রুনাল পান্ডিয়া ৩ বল খেলে আউট হয়েছেন শূন্য রানে। আর ভুবনেশ্বর কুমার ২ বল খেলে কোনো রান না করে ছিলেন অপরাজিত।
ফিফটির পর বেঙ্গালুরুর রজত পাতিদার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব লকব স ট র উইক ট
এছাড়াও পড়ুন:
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নজরে রাখার নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নজরে রাখতে হবে।
মঙ্গলবার বিকেলে যশোর কালেক্টরেট মিলনায়তনে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। মব জাস্টিস আর অ্যালাউ করা হবে না। কারও কোনো কিছু বলার থাকলে আইনের আশ্রয় নিতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশকে মাঠে কাজে নামতে হবে। তবে পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করতে পারবে না। পুলিশে তেলবাজি ব্যবস্থা ফেরার চেষ্টা হচ্ছে। এটা বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে কমিউনিটি পুলিশিং বাড়াতে হব।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে হবে। মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না। আমরা নিরাময় কেন্দ্র খুলতে চাই না, মাদক বন্ধ করতে চাই। আমরা দায়িত্ব নেওয়ার পর পুলিশে নিয়োগ বাণিজ্য বন্ধ করা সম্ভব হয়েছে। বদলি বাণিজ্যও নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ওসিদের ঘুষ নেওয়া বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদবির প্রথা এখনও বন্ধ হয়নি। অনেকেই তদবির করেন। উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। যাদের অনেক আমিও চিনি না। ফলে আমার নামে কেউ তদবির করলে প্রথমে চা নাস্তা খাওয়াবেন। তারপর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।
মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম, বাংলাদেশ পুলিশের খুলনা বিভাগের ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।