Samakal:
2025-03-31@10:11:03 GMT

বেতনেরই খবর নেই বোনাস বহুদূর

Published: 28th, March 2025 GMT

বেতনেরই খবর নেই বোনাস বহুদূর

‘সারা মাস শিশুদের পাঠদান করে অপেক্ষায় থাকি বেতনের। ঈদে বোনাসের টাকা দিয়ে পরিবারের জন্য কেনাকাটা করব, আনন্দে ঈদ করব।’ একদমে কথাগুলো বলে গেলেন মো. আবুল হাসান বক্তিয়ার। এদিকে তিনি যে ঈদ বোনাস পাবেন না, তা অনেকটাই নিশ্চিত হয়ে গেছেন। আগের তিন মাসের বেতনই তো আটকে আছে। 
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী ফকিরবাড়ি জামে মসজিদে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক বক্তিয়ার। সহজে কোরআন শিক্ষা দেওয়া তাঁর মতো উপজেলার ৮৯ জন শিক্ষক-কর্মচারী তিন মাস ধরে বেতন পান না। ফুল্লশ্রী ফকিরবাড়ি জামে মসজিদের ইমাম বক্তিয়ারের সংসারে সাতজন সদস্য। পাঁচ ছেলেমেয়ের মধ্যে চারজনই পড়ছে মাদ্রাসায়। আসন্ন ঈদুল ফিতর বক্তিয়ারের পরিবারে আসছে যন্ত্রণা হয়ে। সন্তানদের নতুন কাপড় দেবেন কি, বাজার খরচ নিয়ে তাঁর দুর্ভাবনা। 
মসজিদের ইমামতি করে বক্তিয়ার মাসে ৭ হাজার টাকা পান। ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক হিসেবে পান পাঁচ হাজার টাকা। ১২ হাজার টাকায় সংসার চালাতে নাভিশ্বাস ওঠে তাঁর। এর ওপর গত জানুয়ারি থেকে ইফা বেতন দিচ্ছে না। তিনি বলেন, ‘বেতন-বোনাস না পাওয়ায় পরিবার নিয়ে এবার কোনো রকমে ঈদ করব।’ 
বক্তিয়ারের মতোই চিত্র মোসা.

বদরুন্নেছা পরির সংসারে। স্বামী মশিউর রহমান কীটনাশকের ব্যবসা করেন। ছেলে পড়ছে অনার্সে, মেয়ে এইচএসসিতে। বদরুন্নেছা উপজেলার বাগধা ইউনিয়নের উত্তর চাদত্রিশিরা তালুকদারবাড়ি বাংলোঘর প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষক। তিনি বলেন, ‘মাসজুড়ে শিশুদের লেখাপড়া শিখিয়ে মাসে পাঁচ হাজার টাকা পাই। এই টাকা দিয়ে পরিবারে সবাইকে নিয়ে আনন্দে ঈদ করব বলে আশা ছিল। অথচ এবার বেতন-বোনাস কিছুই পাইনি।’
মসজিদভিত্তিক সহজ কোরআন শিক্ষার (মক্তব) ৪৬টি কেন্দ্র রয়েছে উপজেলায়। অপরদিকে শিশুদের জন্য প্রাক-প্রাথমিকের ৩৮টি কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রের দায়িত্বে আছেন একজন করে শিক্ষক। সে হিসেবে শিক্ষক আছেন ৮৪ জন। এ ছাড়া ইফা আগৈলঝাড়া কার্যালয়ে একজন সুপারভাইজার, একজন মডেল কেয়ারটেকার ও তিনজন সাধারণ কেয়ারটেকার কর্মরত।
সূত্র জানায়, ৩২ বছরে এই প্রকল্প ৭ বার অনুমোদন পেয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে প্রকল্পের সপ্তম পর্যায় শেষ হয়। চলতি বছর অষ্টম দফায় অনুমোদনের অপেক্ষায় আছে। অর্থ মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়– এই তিন মন্ত্রণালয়ের অনুমোদন লাগে প্রকল্পটিতে। এবার অর্থ মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের এ প্রকল্পকে আউটসোর্সিং প্রকল্প হিসেবে চালুর প্রস্তুতি নিচ্ছে। এ কারণে ২০২৫ সালের তিন মাসের বেতন পাননি এই প্রকল্পের আওতায় আগৈলঝাড়ায় কর্মরত শতাধিক শিক্ষক-কর্মকর্তা। তাদের হাতে পৌঁছেনি ঈদুল ফিতরের বোনাসও। তাদের অভিযোগ, এই প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের জনবল রাজস্ব খাতে নেওয়া হতো। তৃতীয় থেকে সপ্তম পর্যায়ের জনবল রাজস্ব খাতে নেওয়া হয়নি। যে কারণে পর্যায়ক্রমে বৈষম্যের শিকার হচ্ছেন তারা।
এসব বৈষম্যের অবসান চেয়ে প্রকল্পে কর্মরত ব্যক্তিরা ২০ মার্চ সারাদেশে মানববন্ধন করেন। পরে নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পাঠিয়ে কর্মবিরতি শুরু করেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের আশ্বাসে স্বাধীনতা দিবস সামনে রেখে ২৪ মার্চ কর্মসূচি স্থগিত করেন তারা। আন্দোলনকারীরা আউটসোর্সিং বাদ দিয়ে তাদের রাজস্ব খাতে নেওয়ার দাবি তোলেন। 
২৩ বছর ধরে এ প্রকল্পে কর্মরত মো. ফকরুল আলম। তিনি আগৈলঝাড়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার। ফকরুল বৃহস্পতিবার বলেন, ‘সাড়ে ৭ হাজার টাকা বেতনে দীর্ঘ সময় ধরে চাকরি করে আসছি। সারা মাস রোজা রেখে ঈদের সময় স্ত্রী-সন্তান বা পরিবারের কাউকে টাকার অভাবে নতুন জামা কাপড় দিতে পারি না। এর চেয়ে কষ্টের আর কিছুই নেই।’
ছেলেমেয়ে, মা-স্ত্রীকে নিয়ে পাঁচ সদস্যের সংসার ফকরুল আলমের। জমিজিরাতও নেই তাঁর। আয়ের বিকল্প কোনো পথও নেই। ইফা থেকে পাওয়া সাড়ে ৭ হাজার টাকায় টেনেটুনে সংসার চালিয়ে আসছিলেন। তিন মাস ধরে সেই টাকা বন্ধ হওয়ায় ধারদেনায় জর্জরিত হয়ে পড়েছেন। ফকরুল বলেন, ‘এখন যদি আউটসোর্সিং চালু হয়, তাহলে এই বয়সে খালি হাতে বাড়ি ফিরতে হবে।’
ইফার উপজেলা সুপারভাইজার মোহাম্মদ নুরনবী বলেন, ‘এই প্রকল্পের সপ্তম পর্যায় শেষ হয়েছে। এর পরে অনেক প্রতিষ্ঠান সরকারি হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের বহুবার কথা দিয়েও কথা রাখেননি। এখন শুনছি, আউটসোর্সিংয়ের নামে দাসপ্রথা চালু করতে চাচ্ছে। অর্থাৎ, যেদিন কাজ, সেদিন বেতন। একই প্রকল্পে ২ নিয়ম বৈষম্যমূলক।’ 
এ বিষয়ে বরিশাল জেলার ১০ উপজেলার দায়িত্বে থাকা ফিল্ড অফিসার মোহাম্মদ ফোরকান হোসেন বলেন, এই প্রকল্পের কারও ঈদের আগে বেতন-বোনাস পাওয়ার সম্ভাবনা নেই। অন্ততপক্ষে আরও দুই মাস পর পেতে পারেন। আগেও এমন হয়েছে, কর্মীরা একসঙ্গে সব পেয়েছেন।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: মসজ দ এই প রকল প র আউটস র স বক ত য় র উপজ ল র পর ব র পর য য় মসজ দ

এছাড়াও পড়ুন:

ড. ইউনূসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চাই: সারজিস

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। 

ফেসবুকে দেওয়া পোস্টে সারজিস লেখেন,  প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মত একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে।’

গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশে ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেকে হাসিনা। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামের একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী। ২০২৪ সালের ৮ আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউনূস ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং ২০১০ সালে কংগ্রেসনাল গোল্ড মেডেলসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • সব হারানো শিশুদের রঙিন ঈদ
  • ভারী যন্ত্রের অভাবে মিয়ানমারে খালি হাতে উদ্ধার অভিযান
  • যেভাবে চাঁদ দেখা হয়, ঘোষণা করা হয় ঈদের তারিখ
  • গাজীপুরে বাস-অটোরিশার সংঘর্ষে একজন নিহত
  • একজন আরেকজনের প্রতিপক্ষ হলে ক্ষতি সবার : সারজিস
  • গাইবান্ধায় ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১
  • শ্রীনগরে অটোরিকশা ‘ছিনতাই চক্রের’ তিন সদস্যকে স্থানীয়দের পিটুনি, একজনের মৃত্যু
  • মুন্সীগঞ্জে অটোরিকশা ছিনতাই, ‘গণপিটুনিতে’ নিহত ১
  • ড. ইউনূসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চাই: সারজিস