নাটোরের সিংড়ায় ইন্দ্রাসুন মাদ্রাসার জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। এর প্রতিবাদে গতকাল ইন্দ্রাসুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকার চার শতাধিক বাসিন্দা। ইটালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী খাদেমুল বাসার টিটুর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৪০ বছর পর জালিয়াতির মাধ্যমে মাদ্রাসারা জায়গা দখলের পাঁয়তারা করা হচ্ছে। মানববন্ধনে মাদ্রাসার সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক সভাপতি আলাউদ্দিন মৃধা, হয়েজ উদ্দিন, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ৪০ বছর আগে আছের উদ্দিন নামে এক ব্যক্তি ইন্দ্রাসুন মাদ্রাসার নামে ১৮ শতাংশ জায়গা দান করেন। সে সময় মাদ্রাসার সভাপতি ছিলেন বিএনপি নেতা টিটুর বাবা কাজী কফিল উদ্দিন। জালিয়াতির মাধ্যমে ছয় শতাংশ জায়গা তৎকালীন সভাপতি নিজের নামে লিখে নেন। টিটু সে জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেন।
জমিদাতা প্রয়াত আছের উদ্দিনের ছেলে ইব্রাহীম হোসেন বলেন, তাঁর বাবা ১৮ শতাংশ জায়গা দান করেন। সেই দলিলের তিনি শনাক্তকারী রয়েছেন।       
মাদ্রাসার সভাপতি আব্দুল জলিল দ্রুত বাড়ি উচ্ছেদের দাবি জানান। এ বিষয়ে বক্তব্য জানতে কাজী খাদেমুল বাসার টিটুর মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

৫ দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

কৃষিশিক্ষা ও কৃষিবিদদের পেশাগত স্বার্থ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’ এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। পরে দুপুর ১২টায় আয়োজকদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়।

মানববন্ধনে শেকৃবি শিক্ষার্থীরা সম্প্রতি ডিপ্লোমা শিক্ষার্থীদের উত্থাপিত আট দফা দাবির বিষয়ে প্রতিক্রিয়া জানান। তারা বলেন, এসব দাবির মধ্যে কিছু দাবি কৃষিবিদদের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক এবং কৃষিশিক্ষার গুণগত মানের ওপর প্রভাব ফেলতে পারে। যৌক্তিক দাবি সমর্থনযোগ্য হলেও কৃষিবিদদের অধিকার রক্ষায় আপস করা যাবে না।

আয়োজিত কর্মসূচিতে কৃষিবিদ ঐক্য পরিষদ পাঁচ দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে- পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার প্রচলিত নিয়মাবলি অক্ষুণ্ণ রাখা; নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে নবম গ্রেডে পদোন্নতির সুযোগ না দেওয়া এবং দশম গ্রেডের নিয়োগ গেজেটের বাইরে রাখার আহ্বান।

অন্য দাবিগুলো হলো- উপসহকারী কৃষি কর্মকর্তা বা সমমান পদে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা; কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি ছাড়া "কৃষিবিদ" পদবি ব্যবহার বন্ধে সরকারি প্রজ্ঞাপন জারি; কৃষি ডিপ্লোমা ও কারিগরি শিক্ষা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় রাখার ব্যবস্থা নিশ্চিত করা।

মানববন্ধনে ছাত্রদল, শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ বিভিন্ন অনুষদের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ঢাকা/মামুন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছাত্রদলের হামলা, আহত ৩
  • ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের সনদের মান স্নাতকের (পাস) সমান করার দাবিতে মানববন্ধন
  • গোপালগঞ্জে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীদের মানববন্ধন 
  • পারভেজ হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি ছাত্রদলের
  • ‘বৈষম্যবিরোধীর ব্যানারে ছাত্রলীগের পুনর্বাসন চলছে’
  • সাধারণ শিক্ষার্থীরা রাজনীতির ‘র’-ও বোঝে না: ঢাবি ছাত্রদল সভাপতি
  • ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতকের সমমান করার দাবিতে বিক্ষোভ
  • ট্রাইব্যুনালে ছয় দাবিতে স্মারকলিপি মায়ের ডাকের
  • দুদ‌কের সাম‌নে জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
  • ৫ দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন