নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার চান জুলাই অভ্যূত্থানে শহীদ উমরের মা রুবি আকতার। শুক্রবার চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের একটি রেস্তোরাঁয় জুলাইয়ের শহীদ পরিবার, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনদের সম্মানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রুবি আকতার বলেন, ‘৫ আগস্ট আমার ছেলে পুলিশের গুলিতে নিহত হয়েছে। আমি চাই, আগে দেশ সংস্কার হোক তারপর নির্বাচন। আমাদের ছেলেদের হত্যার এখনও বিচার হয়নি। আমি দ্রুত সময়ের মধ্যে সব খুনির বিচার দেখতে চাই। স্বৈরাচার আমাদের হীরের টুকরোদের শেষ করে দিয়েছে।’

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টিকে অনুরোধ জানাব, আমি সবসময় সততার মধ্যে চলতে চাই, বাঁচতে চাই। আপনারাও ছাত্র, আপনারা সততা বজায় রেখে দেশ চালানোর জন্য এগিয়ে যাবেন এটি আমার অনুরোধ।

এনসিপির কেন্দ্রীয় সদস্য নীলা আফরোজের সঞ্চালনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা বলেন, চার্জশিট থেকে অনেক অপরাধীর নাম বাদ পড়ছে। এসব নিয়ে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।

এনসিপি দক্ষিণ অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ বলেন, রাজনীতিকে ভুলভাবে বোঝাপড়া করার চেষ্টা করলে দেশের মানুষ তা কখনো মেনে নেবে না। রাষ্ট্রের সংস্কারের জন্য আবার যদি প্রাণ দিতে হয় তাহলে আমরা আবার রাস্তায় নেমে আসব। তবুও সংস্কার এনেই ছাড়ব।

এনসিপি দক্ষিণ অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ বলেন, আওয়ামী বিচার না করা মানে রাষ্ট্রে নৈরাজ্য পরিস্থিতি জিইয়ে রাখা। বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতার জন্যে আওয়ামী লীগের বিচার করতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম এনসিপির সংগঠক মোহাম্মদ এরফানুল হক, রাফসান জামী, সমাজসেবক ইফাত ইবরাহিম, শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সদস্য আমির হোসেন আতিক প্রমুখ। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এনস প এনস প

এছাড়াও পড়ুন:

কোনো কথা না বলেও অনেক কথা বললেন সুনেরাহ্

লিখনের মুখে কোনো কথা নেই। তবে চোখ আর অভিব্যক্তিতে হাজারও কথা। কথা বলতে না পারা চরিত্রটিকে কড়ায়–গন্ডায় পড়তে পেরেছেন দর্শক। চরিত্রটির নির্বাক চাহনিতে মুগ্ধ হয়েছেন দর্শক। পর্দা থেকে দর্শকের হৃদয়জুড়ে মায়া ছড়িয়েছেন লিখন; কখনো হাসিয়েছেন, কখনো ভাবিয়েছেন।

লিখন চরিত্রটিকে প্রাণ দিয়েছেন সুনেরাহ্। ক্যারিয়ারে প্রথমবার বাক্প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছেন, প্রথমবারই লেটার মার্ক নিয়ে উত্তীর্ণ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ লিখছেন, চরিত্রটির মায়ায় পড়ে গেছেন তাঁরা।

প্রস্তাবটা পাওয়ার পর ভাবতে সময় নেননি সুনেরাহ্। লিখনের জন্যই যেন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন তিনি, ‘ক্যারিয়ারে এমন কিছু চরিত্র করে যেতে চাই। ফলে ভাবতে সময় নিইনি। চলচ্চিত্রের গল্পটাও দারুণ।’

‘ন ডরাই’–এর কথা নিশ্চয়ই মনে আছে! চলচ্চিত্রে আয়েশা চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সুনেরাহ্। ‘অন্তর্জাল’ চলচ্চিত্রে প্রিয়াম চরিত্রে অভিনয় করেছেন তিনি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’-তেও অভিনয় করেছেন। বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে নজর কেড়েছেন তিনি।

‘দাগি’ চলচ্চিত্রে বাক্‌প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ্

সম্পর্কিত নিবন্ধ