নড়াইল সদর উপজেলার ভাদুলিডাঙ্গার বাসিন্দা পরিতোষ কুমার অধিকারী (৬৩) নিখোঁজ হয়েছেন। গত ৬ মার্চ বিকেল ৪টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি বলে জানিয়েছেন তার ছেলে চিন্ময় অধিকারী।

শুক্রবার চিন্ময় জানান, পরিতোষ কুমার ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে কথা বলতে পারেন না। তিনি মানসিকভাবেও অসুস্থ। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নীল চেক শার্ট ও লুঙ্গি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

‘বাবা, আপনি যেখানে আছেন, দয়া করে ফিরে আসুন! আমরা খুব দুশ্চিন্তায় আছি’—বাবা উদ্দেশে বলেন চিন্ময় অধিকারী।

পরিবারটির পক্ষ থেকে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যদি কেউ পরিতোষ কুমার অধিকারীকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে ০১৯২৮-৯৮০৭৪০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

গাজীপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, খালা-ভাগনীর মৃত্যু, আহত ৪ 

গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশায় বাসের ধাক্কায় খালা ও ভাগনীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা যাত্রীবাহী বাসটিতে অগ্নিসংযোগ করে। 

সোমবার (৩১ মার্চ) সকাল ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন চার জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

নিহতরা হলেন- নরসিংদীর রায়পুরা থানার কালিকাপুর মধ্যপাড়া রহিদ উদ্দিনের স্ত্রী শিউলি বেগম (৫১) ও তাঁর বোন লিজা বেগমের মেয়ে তাবাসসুম (৫)। তারা স্বপরিবারে গাজীপুর মহানগরীর নলজানি এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে পরিবারটি একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে গাজীপুর শহর হয়ে নরসিংদীতে আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথে সিএনজিটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। 

এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজিতে থাকা শিউলি বেগম (৫১) ও তার বোনের মেয়ে তাবাসসুমের মৃত্যু হয়। সেসময় বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সর্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। 

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম বলেন, “নিহত তাবাসসুমের নানা আজ সকালে মারা যান। মৃত্যুর খবর পেয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা নিয়ে নরসিংদী যাচ্ছিলেন তারা। পথে দুর্ঘটনাটি ঘটে।”

তিনি আরো বলেন, “আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও গুরুতর। ঘাতক বাসটি আটক করা হয়েছে।”

ঢাকা/রেজাউল/এস

সম্পর্কিত নিবন্ধ