অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়েরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বাসসের।

চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে যান খালেদা জিয়া। ৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর সেখানে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া দ্য ক্লিনিকের অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের অধীনে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সদস্যরা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের পরামর্শে ঈদের পর তিনি এপ্রিলের যেকোনো দিন দেশে ফিরতে পারেন। তবে পুরো বিষয়টি মেডিকেল টিমের অনুমতির ওপর নির্ভর করছে। তারেক রহমানও শিগগিরই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। 

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।

এদিকে বিএনপির  সিনিয়র নেতারা ঢাকায় এবং নিজ নিজ এলাকায় ঈদুল ফিতর উদযাপন করবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ করবেন। ঈদের দিন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে মহাসচিব শুভেচ্ছা জানাতে যাবেন। এর আগে ঈদের দিন সকালে তিনি দলের স্থায়ী কমিটির নেতাদের নিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ র করব ন

এছাড়াও পড়ুন:

সাধারণ জ্ঞান–৫: মার্চ–২০২৫। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব

বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী সারা বছর বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকে। তাদের সহায়তার জন্য নিয়মিত এ আয়োজন।

১. বিশ্বের দীর্ঘতম বায়ুচালিত পণ্যবাহী জাহাজ—লিওলাইনার অরিজিন। দৈর্ঘ্য ৪৫০ ফুট, ১৩৬ মিটার। দীর্ঘ দূরত্বে ৫ হাজার ৩০০ টন পণ্য বহন করে থাকে।

২. আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাকশন সামিট অনুষ্ঠিত হয়—ফ্রান্সের প্যারিসে। সদস্যসংখ্যা ৬৪।

৩. বিশ্বের প্রথম দেশ হিসেবে পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া দেশ—নিউজিল্যান্ড।

৪. বিশ্বের দ্রুতগতির সুপারকম্পিউটারের নাম—এল কাপিতাল। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চালু হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।

৫. ‘ডিপসিক’ হলো—একটা চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি।

৬. ‘ডিপসিক’–এর প্রতিষ্ঠাতা হলেন—লিয়াং ওয়েন ফেং।

৭. USAID–এর পূর্ণনাম—United States Agency For International Development

৮. USAID–এর প্রতিষ্ঠাতা হলেন—যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি।

৯. USAID প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি আইন পাসের মাধ্যমে স্বাধীন সংস্থা হিসেবে যাত্রা শুরু করে—১৯৬১ সালে।

১০. USAID প্রতিষ্ঠানটির মাধ্যমে বিশ্বে মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়—৪০ শতাংশ।

১১. জুলাই গণ–অভ্যুত্থানের নারীশিক্ষার্থী আন্দোলনকারীরা অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার—মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড।

১২. তুরস্কের ইস্তাম্বুল শহরে গ্রেপ্তার করা মেয়রের নাম—একরেম ইমামোগলু।

আরও পড়ুনসাধারণ জ্ঞান-৪: মার্চ-২০২৫। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব০৬ এপ্রিল ২০২৫

১৩. ২০০৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন—ওরহান পামুক।

১৪. মার্কিন ভূতাত্ত্বিক জেস গ্রিনিক্স জানান, মিয়ানমারের ভূমিকম্পে (৭ দশমিক ৭ মাত্রা)—৩৩৪টি পারমাণবিক বোমার শক্তি উৎপন্ন হয়েছিল।

১৫. বৈশ্বিক জ্ঞান সূচকে ২০২৪ সালে ১৪১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান—১১৩তম।

১৬. বৈশ্বিক উদ্ভাবন সূচকে ২০২৪ সালে ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল—১০৬তম।

১৭. বাংলাদেশের তরুণ শ্রমশক্তির পরিমাণ হচ্ছে—২ কোটি ৭০ লাখ, যা দেশের মোট শ্রমশক্তির ৩৬ শতাংশ।

১৮. জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের প্রতিবেদনের নাম—‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন’। প্রতিবেদনের পৃষ্ঠা ছিল ১১৪টি।

ছবি: ডিপসিক //লোকেশন: Porasona-1 (16_04_2025) pa-04

আরও পড়ুনএসএসসি পরামর্শ ২০২৫: গণিতে ভালো নম্বর পাওয়ার সহজ উপায়১৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ