অনিকেত বর্মা—নামটা লিখে গুগল করুন। ক্যারিয়ারটা দেখে অবাক হবেন। আইপিএল খেলছেন, কিন্তু শীর্ষ পর্যায়ের ক্রিকেটের কোনো রেকর্ড নেই। মানে প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি, লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেননি।

২৭ মার্চ আইপিএলে অভিষেকের ম্যাচের আগে স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ১টি। সৈয়দ মুশতাক আলী ট্রফির সেই ম্যাচটিতেও আবার আউট হন প্রথম বলে। রেকর্ড বুকে এত নেই এর প্রাধান্যর পরও কীভাবে সানরাইজার্স হায়দরাবাদে খেলছেন অনিকেত?

অনিকেতের সামর্থ্য নিয়ে এখন প্রশ্ন নেই। প্রশ্নের উত্তর কিছুটা গতকালই তিনি দিয়েছেন। কাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৩ বলে ৫ ছক্কায় ৩৬ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, ছক্কা মারতেই হায়দরাবাদ তাঁকে দলে নিয়েছে।

অনুশীলনে অনিকেত.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ক ত

এছাড়াও পড়ুন:

বিশেষ বিসিএসে দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ

বিশেষ বিসিএসের মাধ্যমে চলতি বছর দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ের চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

আজ সোমবার সকাল ১০টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালসমূহ সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে
এই তথ্য জানান স্বাস্থ্য উপদেষ্টা।

অনুষ্ঠানে নূরজাহান বেগম মন্তব্য করেন, ‘দেশে চিকিৎসকের ঘাটতি অত্যন্ত প্রকট। তবে আশা করছি, বিশেষ বিসিএসের মাধ্যমে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব হবে।’

বাংলাদেশ রেলওয়ের ১০টি হাসপাতাল যৌথভাবে পরিচালনার জন্য রেলপথ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আজ সমঝোতা স্মারক সই হলেও হাসপাতালগুলো সাধারণ মানুষের জন্য খুলে দিতে কিছুটা সময় লাগতে পারে। বর্তমানে শুধুমাত্র রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীরা এই হাসপাতালগুলো থেকে চিকিৎসা নিচ্ছেন।

সম্পর্কিত নিবন্ধ