নারায়ণগঞ্জের ফুটপাতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদের নতুন পোশাকসহ প্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। ঈদকে ঘিরে সকাল থেকে রাত অবধি ফুটপাতে বেচাকেনা হচ্ছে। দামে সাশ্রয়ী এবং নিম্ন ও মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকায় অনেকেই ফুটপাতে কেনাকাটায় আগ্রহী হয়ে উঠেছেন। ফুটপাতের পাশাপাশি বিপণিবিতান ও শপিং মলগুলোতে উপচে ভিড় ছিল। আজ শুক্রবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত এ চিত্র দেখা যায়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, নগরের চাষাঢ়া হকার্স মার্কেট, বি বি রোডের সমবায় মার্কেট, পানোরামা প্লাজা, সায়াম প্লাজা, জাকির সুপার মার্কেট, সাধু পৌলের গির্জা, শায়েস্তা খান সড়ক, উকিলপাড়া, ২ নম্বর রেলগেট, ডিআইটি বাণিজ্যক এলাকার সড়কের দুই পাশের ফুটপাতগুলোতে ঈদের পোশাকসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। ফুটপাতের দোকানগুলোতে ছেলে-মেয়েদের রেডিমেড থ্রি–পিছ, টু-পিছ, ফ্রগ, জুতা, হাতব্যাগ, ওড়না, কসমেটিকস, চুড়ি, অন্তর্বাসসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি হচ্ছে। সকাল থেকে গভীর রাত অবধি ফুটপাতগুলোতে কেনাকাটা হচ্ছে। শিশু, নারী-পুরুষসহ সব শ্রেণির মানুষ কেনাকাটা করতে ফুটপাতে ভিড় করছেন।

দুই ছেলেকে নিয়ে নগরের বি বি রোডের ফুটপাতে কেনাকাটা করতে এসেছেন গৃহিণী আসমা রহমান। তাঁর বাড়ি সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায়। তাঁর স্বামী পেশায় পোশাককর্মী। ফুটপাতের দোকান থেকে দুই ছেলের জন্য রেডিমেড শার্ট ও প্যান্ট কিনেছেন তিনি। আসমা রহমান প্রথম আলোকে বলেন, ‘সংসার খরচ সামলিয়ে ঈদের কেনাকাটা করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। তবুও কম বাজেটের মধ্যে কেনাকাটায় আমাদের ফুটপাতই ভরসা। প্রতিবছর ফুটপাত থেকে ঈদের কেনাকাটা করি। ঈদে নতুন পোশাক কিনে দেওয়ায় ছেলেরাও অনেক খুশি।’

অপর ক্রেতা ইয়াসমিন আক্তার তাঁর মেয়ের জন্য জামা কিনতে এসেছেন। দামাদামি করে ফুটপাত থেকে দেড় হাজার টাকা দিয়ে জামা কিনেছেন তিনি। ইয়াসমিন বলেন, ‘বিপণিবিতানগুলোতে বাড়তি দামের কারণে অনেকের পক্ষে সেখান থেকে কেনাকাটা করা সম্ভব হয় না। রোজায় এমনিতেই সংসার খরচ বেড়েছে। কোনোমতে ঈদটাকে পার করা। আর ফুটপাতে পোশাকের দামও কম।’

নারায়ণগঞ্জ নগরের বিবি রোডের ফুটপাতে ঈদে কেনাকাটা করতে ভিড় করেছেন ক্রেতারা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঈদ র ক ন ক ট র ফ টপ ত

এছাড়াও পড়ুন:

দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দক্ষ ও আদর্শবান দায়িত্বশীল তৈরির বিকল্প নেই 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ “জেলা ও থানা দায়িত্বশীল প্রশিক্ষন কর্মশালা - ২০২৫ " অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় জেলা শাখার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান-এর সঞ্চালনায় শিবু মার্কেটস্থ আই.জে.এ.বি অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক তারবিয়াত প্রদান করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মুহতারাম সভাপতি মুহাম্মাদ আতিকুর রহমান মুজাহিদ।

প্রধান আলোচক তার আলোচনায় বলেন, দায়িত্ব পালনে দক্ষতা অর্জনের জন্য তারবিয়াতের বিকল্প নেই। যথাযথভাবে দায়িত্ব পালন না করা হলে সর্বত্র বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা থাকে।

সেই জায়গা থেকে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদের মাঝে  যোগ্যতা, দক্ষতা ও নৈতিকতার পূর্ণ সমন্বয় ঘটাতে চায়। রাষ্ট্র ও সমাজকে দূর্নীতির করাল গ্রাস থেকে রক্ষা করতে যোগ্য ও নৈতিকতাসম্পন্ন দায়িত্বশীল তৈরি করা প্রয়োজন।

আর যোগ্য ব্যক্তিত্ব তৈরির মাধ্যমে যোগ্য নেতৃত্বের চাহিদা পূরণ সম্ভব। যথাযথ জ্ঞানার্জন ব্যতিত যোগ্য নেতৃত্ব আদৌ কল্পনা করা যায় না। এজন্যই ইসলামী রাষ্ট্রের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জ্ঞানার্জনের প্রতি সর্বাধিক গুরুত্ব দিতে হবে। জ্ঞানার্জন ও চরিত্র গঠনের মাধ্যমে সমাজব্যবস্থার নেতৃত্ব ঢেলে সাজানোই হবে আমাদের এ কর্মসূচির সফল প্রাপ্তি।

সভাপতি তার উদ্বোধনী আলোচনায় বলেন, জ্ঞানার্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। আল্লাহ তা’আলা বলেন “বস্তুত আল্লাহর বান্দাদের মধ্যে কেবল ইলমসম্পন্ন লোকেরাই তাঁকে বেশি ভয় করে” - (সূরা ফাতির)

শুধু জ্ঞানার্জনই যথেষ্ট নয়,জ্ঞান যথাযথভাবে কার্যকর করার জন্য এই প্রশিক্ষণ। যেকোন বিজয় বা সফলতার জন্য দরকার একদল আদর্শ, যোগ্য কর্মীবাহিনী। সমাজ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে সার্বিকভাবে গড়ে তোলাই হবে একজন কর্মীর প্রধান কাজ।

প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা.মুহাম্মাদ মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জোবায়ের হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মুহাম্মাদ ইমদাদুল হক সহ আরো অনেকে।

সম্পর্কিত নিবন্ধ

  • নকশা বহির্ভূত নির্মাণ কাজে রাজউকের অভিযান
  • নারায়ণগঞ্জে নকশা না মেনে ভবন নির্মাণ, ১ লাখ টাকা জরিমানা
  • সিদ্ধিরগঞ্জে সরকারি জমি নিয়ে দিনভর উত্তেজনা
  • থানার ওসির ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল
  • গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান নারায়ণগঞ্জ চেম্বারের
  • আড়াইহাজার থানার ওসির ঘুষ গ্রহণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
  • ছোট্ট শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার
  • সিদ্ধিরগঞ্জে বালুর মাঠ থেকে বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার
  • বন্দরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সমাবেশ 
  • দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দক্ষ ও আদর্শবান দায়িত্বশীল তৈরির বিকল্প নেই