ফতুল্লার রূপায়ন টাউনে আধিপত্য বিস্তার করে জোর পূর্বক রুপায়ন টাউন জামে মসজিদের খতিবকে অপসারণকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় আহত এম এ হোসাইন রাজ ফতুল্লা মডেল থানায় মামলা করলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার না করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী।

আসামিদের গ্রেপ্তার ও নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার বরাবর ভুক্তভোগী এম এ হোসাইন রাজ আবেদন করেন। শুক্রবার (২৮ মার্চ)  বাদ জুম্মা পুলিশ সুপার বরাবর এ আবেদন দায়ের করেন। 

আবদনে এম এ হোসাইন রাজ উল্লেখ করেন, তিনি স্ব-পরিবারে দীর্ঘদিন যাবৎ ভূইগড় রূপায়ন টাউন সোসাইটিতে ফ্ল্যাট মালিক হয়ে বসবাস করছেন। তিনি রূপায়ন টাউনের একাধিক ফ্ল্যাটের মালিক এবং রূপায়ন টাউন সোসাইটির প্রস্তাবিত কমিটির আহ্বায়ক। 

রূপায়ন টাউনবাসী গত ৫ আগষ্টের পর হতে রূপাউন টাউনের ভিতরে বহিরাগত স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা আধিপত্য বিস্তার, হুকুমজারী, চাঁদাবাজী, রাহাজানি এবং দখলদারিত্বের স্বীকার হয়ে আসছে।

এ এ ঘটনায় এম এ হোসাইন রাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় কতিপয় সন্ত্রাসী তার উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় তাকে আওয়ামী ট্যাগ লাগিয়ে প্রাণ নাশের হুমকি এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে । 

এরই ধারাবাহিকতায় গত ফেব্রুযারি এম এ হোসাইন রাজ বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন এবং বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করি। 

এর জের ধরে গত ১ মার্চ সন্ধ্যা ৭ টার দিকে সন্ত্রাসীদের নেতা কাজী মাজিদুল হক, তোফায়েল হোসেন লিটন এর পক্ষে ৩ জন এম এ হোসাইন রাজ এর কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা নিয়ে যায়।

চাঁদা নেয়ার বিষয়টি গোপন না রাখলে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দেয়ায় তিনি বাধ্য হয়ে কাউকে কিছু জানান নাই। 

গত ২০ মার্চ রূপায়ণ টাউন জামে মসজিদের ভিতরে তারাবির নামাজ শেষে মসজিদের খতিবকে অপসারণের অযুহাতে ওই সন্ত্রাসীদের একটি গ্রুপ পূর্ব পরিকল্পনা অনুযায়ী চাঁদার দাবিতে এম এ হোসাইন রাজকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মারধর করে গুরুতর আহত করে ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করার পরও উক্ত সন্ত্রাসীরা বিভিন্ন তাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। 

সর্বশেষ গত ২৪ মার্চ দুুপুরের দিকে রূপায়ন টাউন ২৫নং বিল্ডিংয়ে এম এ হোসাইন রাজ এ অফিসে এসে সন্ত্রাসীরা পূর্বের দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদার পরিবর্তে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। 

তিনি দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে বিবাদীরা আমাকে মারধর করার জন্য উদ্যত হয়ে অফিসের ড্রয়ারে থাকা ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে বলে দাবিকৃত বাকী চাঁদার টাকা রাত্র ১০টার মধ্যে না দিলে তাকেসহ তার পরিবারের লোকজনকে প্রাণে শেষ করিয়া ফেলিবে।  অথবা এছাড়াও রূপায়ন হইতে জোর পূর্বক তাদেরকে বাহির করে দিয়ে ফ্ল্যাট দখল করে নিবে।

তিনি আরও উল্লেখ করেন, ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিলম্ব হওয়ায় তারা একের পর এক সন্ত্রাসী কার্যক্রম, হুকুমজারী, চাঁদাবাজী, রাহাজানি এবং দখলদারিত্ব সহ আধিপত্য বিস্তার করে আসিতেছে।  যার পরিপ্রেক্ষিতে রূপায়ণ টাউনবাসী সারাক্ষণই জান-মালের নিরাপত্তা হীনতায় ভুগছে।

তাই রুপায়ন টাউনবাসী ও মুসুল্লিদের নিয়ে পুলিশ সুপার মহোদয় বরাবর আসামীদের দ্রুত গ্রেফতার ও আমাদের নিরাপত্তা চেয়ে অভিযোগ দায়ের করি। এসপি সাহেব আমাদের অভিযোগ আমলে নেন এবং তৎক্ষনাৎ ফতুল্লা মডেল থানার ওসি সাহেবকে ফোন করে আসামীদের দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেন এবং এবিষয় তিনি নিজে দেখবেন বলে আশ্বস্ত করেন। 

উল্লেখ্য,  গত ২০ মার্চ  ফতুল্লার রূপায়ন টাউনে আধিপত্য বিস্তার করে জোর পূর্বক রুপায়ন টাউন জামে মসজিদের খতিব সায়েখ জামাল উদ্দিন (৫০) কে অব্যাহতি ও লাহ্নিত করাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় খতিবসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- খতিব সায়েখ জামাল উদ্দিন (৫০), এম এ হোসাইন রাজ (৩৬) ও আঃ হান্নান (৪০)।  

এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনকে অভিযুক্ত করে শুক্রবার সকালে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন হামলায় আহত এম এ হোসাইন রাজ।  

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ঘর ষ মসজ দ ন র য়ণগঞ জ দ য় র কর মসজ দ র উল ল খ ত র কর ঘটন য়

এছাড়াও পড়ুন:

দখলদারদের ছাড় দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক 

“ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন খাল, মাঠ, পার্ক, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত কর‍তে অভিযান শুরু হয়েছে। দখলদারদের বিরুদ্ধে নিয়মিতভাবে এই অভিযান চলতে থাকবে। দ্রুত সময়ের মধ্যে মোহাম্মদপুর হাইক্কার খালের সব অবৈধ স্থাপনা ও ভবন উচ্ছেদ করা হবে। আমি নিজে উপস্থিত থাকব। অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না।”

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে ডিএনসিসির অঞ্চল-৫ এর বাসিন্দাদের সাথে গণশুনানিতে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এসব কথা বলেন।

টিসিবি কার্ডের তালিকা নিয়ে এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, “পূর্বে তৈরি করা টিসিবি কার্ডের তালিকা নিয়ে সব জায়গা থেকে অভিযোগ পাচ্ছি। আমি সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দিয়েছি এগুলো যাচাই-বাছাই করে সঠিক তালিকা প্রণয়ন করার জন্য। নতুন তালিকা প্রণয়নে কোনোভাবেই রাজনৈতিক প্রভাব থাকতে পারবে না। সঠিক ব্যক্তিকে টিসিবি কার্ডের জন্য নির্বাচন করা হবে।” 

আরো পড়ুন:

ফয়জুল করীমকে মেয়র ঘোষণা চেয়ে মামলা 

‘ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সবার জন্য ডিএনসিসির ঈদ আনন্দ উৎসব’

প্রশাসক বলেন, “ফুটপাতে হকারদের উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। আমরা জানি হকারদের এই কার্যক্রমের পেছনে চাঁদাবাজদের চক্র রয়েছে। চাঁদাবাজ চক্রে জড়িতদের বলছি আপনারা এসব বন্ধ করেন। হকারদের উচ্ছেদের জন্য চাদাবাজদেরও ধরা হবে।”

প্রশাসক আরো বলেন, “অনেক জায়গায় লাইট নষ্ট হয়ে যাওয়ার তথ্য পাচ্ছি। ডিএনসিসির বিদ্যুৎ সার্কেলকে নির্দেশ দিয়েছি, নষ্ট বাতিগুলো দ্রুত মেরামত করা হবে।”

রাস্তা ও ড্রেন খোড়াখুড়ির বিষয়ে এক নাগরিকের প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক জানিয়েছেন, “আগামী ৩০ মে এর মধ্যে ডিএনসিসি এলাকার রাস্তা ও ফুটপাতের খোড়াখুড়ি মেরামত করা হবে। নতুন করে কোন খোড়াখুড়ি করতে দেওয়া হবে না।”

গণশুনানিতে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। 

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • বৈষম্যবিরোধীর ব্যানারে কতিপয় সন্ত্রাসী ক্যাম্পাসে দখলদারিত্ব কায়েম করেছে: ছাত্রদল
  • শহীদ ক্যাপ্টেন বাশারের বীরত্বগাথা
  • অন্তর্বর্তী যুদ্ধবিরতি নয় পূর্ণাঙ্গ চুক্তি চায় হামাস
  • ডিএনসিসি প্রশাসকের গণশুনানিতে দু’পক্ষের মারামারি
  • দখলদারদের ছাড় দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক