ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ছুটছে ঘরমুখো মানুষ
Published: 28th, March 2025 GMT
পবিত্র ঈদুল ফিতরে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পণ্যবাহী ট্রাক-পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এমন দৃশ্য দেখা যায়।
এলেঙ্গা বাস্ট্যান্ডে কথা হয় পাবনার শাহ আলম মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘‘গতকাল অফিস ছুটি হয়েছে। শুক্রবার সকাল থেকে চন্দ্রা মোড়ে প্রায় ৩ ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। কিন্তু, কোনো বাস পাইনি। তাই স্ত্রী-সন্তান নিয়ে পিকআপে বাড়ি যাচ্ছি।’’
পারুল বেগম নামের আরেক নারী বলেন, ‘‘মহাসড়কে বাস নাই। তাই, প্রচণ্ড রোদের মধ্যে খোলা ট্রাকে বাড়ি যেতে হচ্ছে।’’
পিকআপ চালক হান্নান বলেন, ‘‘ঘরমুখো মানুষের উপকার করতেই তাদের গাড়িতে তুলেছি। তা না হলে অনেকের বাড়ি যাওয়া হবে না, কর্মস্থলেই ঈদ করতে হবে।’’
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ বলেন, ‘‘পণ্যবাহী ট্রাক-পিকআপে ঘরমুখো মানুষের যাত্রাকে নিরুৎসাহিত করতে কয়েক দিন ধরে প্রচার চালানো হচ্ছে। তারপরও যারা এভাবে যাচ্ছেন, তাদের সতর্কতামূলক পরামর্শ দেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’
ঢাকা/কাওসার/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প কআপ ঘরম খ
এছাড়াও পড়ুন:
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফেরিওয়ালা খুন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ফেরিওয়ালা খুন হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পীরের বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত নীপেশ তালুকদার (৪২)। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার সুনামপুর গ্রামে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গতকাল রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, নীপেশের গ্রামের বাড়ি দিরাইয়ে হলেও সিলেট নগরের জালালাবাদ থানার তেমুখী এলাকায় তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। তিনি প্রতিদিন বাইসাইকেল দিয়ে হাটবাজারে পান, সুপারি ও সিগারেট ফেরি করে বিক্রি করতেন। গতকালও একইভাবে বিক্রি শেষে সন্ধ্যায় তিনি পীরের বাজার এলাকা দিয়ে ফিরছিলেন। বাজারের পশ্চিম পাশে আসামাত্রই কিছু ছিনতাইকারী নীপেশের পথরোধ করে এবং একপর্যায়ে তাঁর বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী গতকাল রাত ১২টায় প্রথম আলোকে বলেন, হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।