অসহায় ও দুস্থদের মাঝে ১২নং ওয়ার্ড বিএনপির ঈদ সামগ্রী বিতরণ
Published: 28th, March 2025 GMT
মহানগর বিএনপির আওতাধীন ১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে শহরের খানপুরে ১২ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু'র সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১২নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি বরকতউল্লাহ সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ড.
এ সময়ে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির উপদেষ্টা সামাল সরদার, রাজ্জাক মিয়া, ১১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইছাল উদ্দিন, ১২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিবলু, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান টিটু ।
আরও উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড বিএনপি নেতা তাইজুল ইসলাম বাবু, দুলাল মিয়া, মমতাজ উদ্দিন, ফরিদুল্লাহ দিপু, সোহাগ ফরাজী, শাহজালাল, হৃদয় তালুকদার, তাওলাদ হোসেন ও সাবেক মহানগর ছাত্রদল নেতা তানভীর আজিজ হৃদয়।
ঈদ সামগ্রী বিতরণ পূর্বে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা হয়। পরিচালনা করেন দারুস সালাম এতিম খানার অধ্যক্ষ মাওলানা ইমরান সাহেব।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ইফত র উপস থ ত ছ ল ন ব তরণ
এছাড়াও পড়ুন:
তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ হারাল দুজন
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সোমবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুই কিশোর নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও ভাওড়পাড়া এলাকার আজহারুল ইসলামের ছেলে আশিকুর হক (১৬) ও একই গ্রামের মক্তবপাড়া এলাকার আকরামের ছেলে মিনহাজ (১৬)। আশিকুর এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, ঈদের দিন মোটরসাইকেলে তিন বন্ধু পাশের টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর বাজারের কাছে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মিনহাজ মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আশিকুর মারা যায়। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা অপর বন্ধু জিহাদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুজ্জামান বলেন, এ ব্যাপারে সখিপুর থানায় কোনো অভিযোগ হয়নি।