পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া মানুষ ও প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে  নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও  যুব ঐক্য পরিষদ।

শুক্রবার (২৮ মার্চ ) বিকাল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ মহানগরের শীতলক্ষ্যা শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গনে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমনের সভাপতিত্বে ও  জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন  দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা রোভারের কমিশনার ও প্রভাত সমাজ কল্যাণের সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম আরিফ মিহির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থগারের সাবেক লাইব্রেরিয়ান এম এম মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, অস্টিলিয়ান প্রবাসী মোঃ কবীর হোসেন, শীতলক্ষ্যা মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র সাহা। 

আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, যুগ্ম সাধারন সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী, কোষাধ্যক্ষ পিন্টু রায়, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি হরি সাহা, সাধারণ সম্পাদক সুজন দাস,  মহানগর  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি বিকাশ সাহা, সাংগঠনিক সম্পাদক অরুন দেবনাথ, বিপ্লব কুন্ডু, মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার,সহ সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা, অজয় সূত্রধর, তপন ধর, যুব বিষয়ক সম্পাদক সুব্রত সাহা, প্রকাশনা সম্পাদক সত্যরঞ্জন দেবনাথ,  ১৩ নং ওয়ার্ড সভাপতি কৃষ্ণপদ মজুমদার, প্রচার সম্পাদক জয়ন্ত কুমার সাহা পিংকু, সম্পাদকমন্ডলীর সদস্য গৌতম দত্ত,প্রবাস বিশ্বাস, বন্দর  যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ,রাজীব দাস,বলাই ঘোষ,শান্তমনি দাসসহ নেতৃবৃন্দ। 

নেতৃবৃন্দ  নারায়ণগঞ্জ মহানগরের ৩০০ জন অসহায় মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করেন।  

উল্লেখ্য যে, গত ১৮ মার্চ হতে ২১ মার্চ পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্রমান মানুষদের মাঝে ইফতার বিতরণ করেন ঐক্য পরিষদের সদস্যবৃন্দ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ঈদ ন র য়ণগঞ জ জ ল

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার  

রূপগঞ্জে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে লামিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূ বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

এ ঘটনায় নিহতের বাবা আমির হোসেন বাদী হয়ে লামিয়ার স্বামী ও শাশুড়িকে আসামী করে থানায় আত্মহত্যার পরোচনায় মামলা দায়ের করেন। 

ওই মামলায় স্বামী মো. শাওন (২২) ও শ্বাশুড়ি ফাতেমা বেগমকে (৫৫) গ্রেফতার করে রবিবার (২০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার তারাব পৌরসভার ৫নং ওয়ার্ডের রূপসী কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানা যায়, গত ৪ বছর আগে তারাব পৌরসভার ৫নং ওয়ার্ডের রূপসী কাজীপাড়া এলাকার বাসিন্দা আমির হোসেনের মেয়ে লামিয়া আক্তার ও প্রতিবেশি তারা মিয়ার ছেলে শাওনের পারিবারিক ভাবে ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে হয়। 

তাদের দাম্পত্য জীবনের আরিয়ান নামে ২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই লামিয়ার স্বামী শাওন ও শাশুড়ি ফাতেমা বেগম লামিয়াকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিল। গতকাল শনিবারও স্বামী ও শাশুড়ি মিলে লামিয়ার উপর শারিরীক ও মানসিক নির্যাতন করে এবং আত্মহত্যার পরোচনা দেয়। 

একপর্যায়ে অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীর বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয় লামিয়া। পরে মেয়ের জামাই ও শাশুড়ি মিলে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

খবর পেয়ে পরিবারের লোকজন মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে মেয়ের গলায় ও শরীরে নির্যাতনের চিহ্ন দেখে পুলিশে খবর দিলে লামিয়ার স্বামী ও শাশুড়ি কৌশলে পালিয়ে যায়। এ ঘটনার সর্বোচ্চ শাস্তি দাবি করেন নিহতের পরিবার।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠায়। এবং নিহতের বাবা বাদী হয়ে আত্মহত্যার পরোচনার অভিযোগে মামলা দায়ের করলে ওই মামলার নামীয় আসামী নিহতের স্বামী শাওন ও শাশুড়ি ফাতেমা বেগমকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সড়ক অবরোধ করে ফতুল্লায় ট্রাকস্ট্যান্ড সরানোর দাবি
  • আদর্শ শিক্ষক ফেডারেশন’র ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • আড়াইহাজারে কৃষকলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল
  • রূপগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার  
  • ইস্টার সানডে আজ, মৃত্যুকে জয় করে এই দিনে পুনরুত্থিত হয়েছিলেন যিশু
  • ‘ইস্টার সানডে’ আজ, মৃত্যুকে জয় করে এই দিনে পুনরুত্থিত হয়েছিলেন যিশু
  • পুতিনের এক দিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন ‘জীবন নিয়ে খেলছেন পুতিন’
  • ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
  • কুয়াকাটায় জলকেলিতে মাতলেন রাখাইন তরুণ-তরুণীরা
  • মিয়ানমারে ৫ হাজার কারাবন্দিকে মুক্তি