কাঁটাতার বসাতে গেলেই বাধা দেয় মমতার লোক
Published: 28th, March 2025 GMT
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পশ্চিবঙ্গ সরকারকে ভারত-বাংলাদেশ সীমান্তের ৪০০ কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানোর জন্য দশবার বলেছি। রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবের সঙ্গে সাতবার বৈঠক করেছি। তার পরও তারা জমি দেয়নি। যেখানেই কাঁটাতার বসানোর ব্যবস্থা করা হয়, সেখানেই রাজ্য শাসকগোষ্ঠীর লোকেরা গণ্ডগোল পাকায়। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার সংসদে বাংলাদেশ প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন। এর আগে অভিবাসী নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধাঁচে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’ পাস করে মোদি সরকার।
অমিত শাহ বলেন, ২ হাজার ২১৬ কিলোমিটার অঞ্চলজুড়ে রয়েছে ভারত-বাংলাদেশ সীমানা। তার মধ্যে ১ হাজার ৬৫৩ কিলোমিটারে কাঁটাতার বসানো হয়ে গেছে। বাকি রয়েছে ৫৬৩ কিলোমিটার অঞ্চল। এর মধ্যে আবার ১১২ কিলোমিটার এলাকা দিয়ে নদী-নালা বয়ে চলেছে। এসব এলাকায় কাঁটাতার বসানো অসম্ভব হলেও বাকি ৪০০ কিলোমিটারে বেড়া দেওয়া যাবে।
পশ্চিমবঙ্গ সরকারকে লক্ষ্য করে তিনি বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অনেক দরদ। তাই তারা সীমান্তে কাঁটাতার বসাতে দিচ্ছে না। ২০২৬ সালে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে এই বকেয়া কাজ শেষ করবে। আসামে যখন কংগ্রেস সরকার ছিল, তখন ওই এলাকা থেকে রোহিঙ্গা ঢুকত, এখন পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকছে।
লোকসভায় ওই বিলের ওপর আলোচনায় অমিত শাহ জানান, জাতীয় নিরাপত্তার জন্য যাদের হুমকি বলে মনে করা হবে, তাদের কোনোভাবেই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যৌন কেলেঙ্কারি থেকে ওভাল অফিসে
প্রায় দুই দশক হয়ে গেল ধারাবাহিকভাবে নিজেকে পপ কালচারের আলোচিত চরিত্র হিসেবে ধরে রেখেছেন কার্ডাশিয়ান। তাঁর প্রতিটি পদক্ষেপই যেন জন্ম দেয় আলোচনার। খুব কম তারকাই এতটা তারকাখ্যাতি সামলাতে পারেন, কিন্তু কার্ডাশিয়ান অন্য ধাতুতে গড়া। বিখ্যাত হওয়ার জন্যই যেন বিখ্যাত হয়েছেন তিনি।
এই এখন যেমন একটি মামলাকে কেন্দ্র করে আলোচনায় ৪৪ বছর বয়সী এই তারকা। ২০১৬ সালে প্যারিস ফ্যাশন উইকে গিয়ে ডাকাতের কবলে পড়েছিলেন। হোটেলকক্ষে সেই ডাকাতির ঘটনায় তাঁর কয়েক মিলিয়ন ডলারের অলংকার খোয়া যায়। কার্ডাশিয়ান অভিযোগ করেন, মাথায় অস্ত্র ঠেকিয়ে এসব অলংকার লুট করা হয়। চুরি যাওয়া অলংকারের মধ্যে ছিল কার্ডাশিয়ানের তখনকার স্বামী র্যাপার কানিয়ে ওয়েস্টের দেওয়া হীরার আংটি। এ ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করা হয়। ২৮ এপ্রিল প্যারিসে মামলাটির পরবর্তী শুনানি।
তারকাখ্যাতি
১৯৮০ সালের ২১ অক্টোবর লস অ্যাঞ্জেলেস কিম কার্ডাশিয়ানের জন্ম। বড় হতে নানা ধরনের ঘটনার সাক্ষী হন তিনি। ১৯৯১ সালে তাঁর বাবা দুঁদে আইনজীবী রবার্টের সঙ্গে মা ক্রিসের বিচ্ছেদ হয়ে যায়। আবার বিয়ে করেন মা। পাত্র ১৯৭৬ সালের অলিম্পিকে ডেকাথলনজয়ী ব্রুস জেনার। পরে ব্রুস আবার রূপান্তরিত হন। নাম হয় কেইলিন জেনার। বছর কয়েক পর কার্ডাশিয়ানের বাবা রবার্ট বিখ্যাত এক মামলা লড়েন। ১৯৯৫ সালে মার্কিন ফুটবল কিংবদন্তি ওজে সিম্পসনের বিরুদ্ধে সাবেক স্ত্রী ও তাঁর বন্ধুকে হত্যার অভিযোগ ওঠে। সিম্পসনের হয়ে রবার্টই মামলাটি লড়েন এবং সিম্পসনকে ছাড়িয়ে আনেন।