রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনকে সাময়িকভাবে জাতিসংঘের নিয়ন্ত্রণে রাখা উচিত যাতে দেশটি আরো ‘যোগ্য’ সরকার নির্বাচন করতে পারে। এটি কিয়েভ সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করার জন্য পুতিনের সর্বশেষ প্রচেষ্টা। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন পুতিনের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তিনি শান্তি চুক্তির দিকে আরো অগ্রসর হওয়া বিলম্বিত করার জন্য ‘উন্মাদীয়’ ধারণা প্রস্তাব করছেন। আর এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে করা হয়েছে।

তবে হোয়াইট হাউস জোর দিয়ে বলেছে, ইউক্রেনের শাসনব্যবস্থা তার সংবিধান এবং জনগণ দিয়ে নির্ধারিত হবে।

ইউক্রেনের সাথে পূর্ণ মাত্রার যুদ্ধের চতুর্থ বছরে পা দেওয়া যুক্তরাষ্ট্র যখন যুদ্ধবিরতির মধ্যস্থতা করতে চাইছে, তখন পুতিন ইউক্রেনের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার কথা বললেন।

রাশিয়ার সুদূর উত্তরাঞ্চলীয় শহর মুরমানস্কে একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের ক্রুদের সাথে আলোচনার সময় পুতিন বলেন, জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় একটি অস্থায়ী প্রশাসন ইউক্রেনে নির্যক্ত করা যেতে পারে। এটি নিয়ে ‘মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলোর সাথে এবং অবশ্যই আমাদের অংশীদার ও বন্ধুদের সাথে’ আলোচনা করা যেতে পারে।

তিনি বলেন, “এটি হবে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের জন্য, জনগণের আস্থাভাজন একটি সক্ষম সরকারকে ক্ষমতায় আনার জন্য এবং তারপর একটি শান্তি চুক্তির উপর আলোচনা শুরু করার ও বৈধ নথি স্বাক্ষর করার জন্য।”

মস্কো বলেছে, বর্তমান ইউক্রেনীয় কর্তৃপক্ষ অবৈধ। কারণ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার মেয়াদের শেষের পরেও ক্ষমতায় রয়েছেন। তাই তিনি কোনো বৈধ আলোচনার অংশীদার নন।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন র জন য

এছাড়াও পড়ুন:

জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী দল নয়, বললেন জিএম কাদের

জাতীয় পার্টি (জাপা) কোনো সুবিধাবাদী দল নয় বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, আমাদের নামে অনেক ধরনের অপপ্রচার করা হচ্ছে। কিছু মানুষ আমাদেরকে নানাভাবে হেনস্তা করার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বক্তব্য-বিবৃতি দিয়ে জানাশোনা কথাকে তারা ভুলভাবে তুলে ধরছেন। তাদের কথা হলো- আমরা সুবিধাবাদী, সুবিধাভোগী। কিন্তু আমরা বলতে চাই জাতীয় পার্টির সিংহভাগ মানুষ সব সময় জনগণের পাশে ছিল। জনগণের স্বার্থে তারা সংগ্রাম করেছে। আগামীতেও তারা জনগণের পাশেই থাকবে।

আজ শনিবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। 

সম্পর্কিত নিবন্ধ

  • রন হক সিকদারের নামে থাকা ১০০ একর জমি জব্দের আদেশ
  • আমরা গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাসী: ধর্ম উপদেষ্টা
  • মিয়ানমারে যে কারণে চীনের বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে
  • ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে
  • আমরা যদি দুর্নীতি করি সেটাও আপনারা আমাদের দেখিয়ে দেবেন: দুদক চেয়ারম্যান
  • বরিশালে মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল
  • জনগণের ভোটে জয়ী হয়ে বিএনপিই দেশ সংস্কার করবে: রিজভী
  • জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে যা যা থাকা উচিত
  • খুনিদের বিচার ও সংস্কার ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না: জামায়াতের আমির
  • জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী দল নয়, বললেন জিএম কাদের