ঈদকে সামনে রেখে শুক্রবার ভোররাত থেকে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে যানবাহনের চলাচল কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে একাধিক সড়ক দুর্ঘটনার কারণে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে শুক্রবার ভোররাত থেকে সৃষ্ট যানজট বেলা ১১টা পর্যন্ত লক্ষ্য করা গেছে।

যানজটের কবলে আটকা পড়ে চরম দুর্ভোগের কবলে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। এমনকি যানজটে আটকে পড়া যানবাহনে থাকা নারী ও শিশুরা তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছে। কখন মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা।

বৃহস্পতিবার মধ্যরাত ছাড়াও শুক্রবার সকালে বাউশিয়া এলাকায় মানা-বে ওয়াটার পার্কের সামনের মহাসড়কে প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের সংঘর্ষের কারণে যানজটের সৃষ্টি হয়। শুক্রবার বেলা ১১টার দিকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে হাইড্রোলিক রেকারের সাহায্যে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়।

ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিলেন তসলিম উদ্দীন। তিনি বলেন, মেঘনা সেতু পার হয়ে যানজটে আটকে আছি। কখন গন্তব্যে পৌঁছাতে পারবো তা অনিশ্চিত।

ঢাকামুখী জননী পরিবহনের যাত্রী রোখসানা আনোয়ার বলেন, বাউশিয়া এলাকায় মানা-বে ওয়াটার পার্কের সামনে জ্যামে পড়েছে আমাদের বহনকারী বাসটি। আমরা আধঘণ্টায় এক দেড় কিলোমিটার পথ পাড়ি দিলাম।

গজারিয়া থানার ওসি মো.

আনোয়ার আলম আজাদ জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি, আনারপুরা ও বাউশিয়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনা এবং ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহন চলাচলের অত্যাধিক চাপ বৃদ্ধি পাওয়ায় যানজটের সৃষ্টি হয়।

গজারিয়া থানার এস আই আব্দুল কাদের জানান, দ্রুতগতিতে পাল্লা দিয়ে গাড়ি চালানো, একে অপরকে ওভারটেক করার প্রবণতা, মহাসড়কে তিন চাকা বিশিষ্ট সিএনজি ও ব্যাটারিচালিত থ্রি হুইলার এলোপাতারি চলাচলের কারণে অহরহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ঈদয ত র য নজট শ ক রব র দ র ঘটন য নজট

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারে কৃষকলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

আড়াইহাজারে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝটিকা মিছিল করেছে কৃষকলীগের নেতাকর্মীরা।

শনিবার বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নে এই মিছিল করেন আড়াইহাজার কৃষক লীগের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন কৃষক লীগ নেতা হান্নান মিয়া ও রুবেল হোসেন।

ঝটিকা মিছিলের একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় ১০-১৫ জন লোক কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানারে মিছিল করছেন এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ দিন কৃষক লীগের জন্মদিন’ স্লোগান দিচ্ছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষকলীগের ৫৩ বছর পূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক ব্যানারে এই মিছিল করেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লার আড়াইহাজারের সমর্থকরা। হাবিবুর রহমান দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী ছিলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, শনিবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে খাককান্দা ইউনিয়নে ঝটিকা মিছিল করেছে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মোল্লা সমর্থকরা। বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছি।
 

সম্পর্কিত নিবন্ধ