রাজধানীর আজিমপুর সরকারি কোয়ার্টার এলাকায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৮৮ হাজার ২০০ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁরা হলেন—সুমন হোসেন (২২) ও আহান (২২)।

আজ শুক্রবার র‍্যাব ১০–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ জাল নোট সরবরাহকারী চক্রের সদস্য। তাঁরা ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে জাল নোট সংগ্রহ করেছিলেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সংসদ ভবনে ঈদের জামাত অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. মিজানুর রহমান, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লিরা এ জামাতে অংশ নিয়েছেন।

নামাজ ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে। মোনাজাত পরিচালনা করেছেন সংসদ সচিবালয় মসজিদের খতিব ক্বারী আবু রায়হান। 

ঈদের জামাত শেষে মুসল্লিরা কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ