শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি আটক
Published: 28th, March 2025 GMT
কিশোরগঞ্জের কটিয়াদীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মুদিদোকানিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ জিরারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত মুদিদোকানির নাম হাবিবুর রহমান। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এক শিশু জিরারপাড় এলাকায় একটি দোকানে চিপস কিনতে যায়। এ সময় শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন হাবিবুর রহমান। শিশুটি ডাক-চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে দোকানিকে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দোকানিকে আটক করে।’’
ঢাকা/রুমন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোগল আমলে যেমন ছিল ঢাকার ঈদ
বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে প্রকাশিত একটি পোস্টকার্ডে দেখা যায়, সতেরো শতকের শুরুতে নায়েব নাজিমদের ঈদ উদ্যাপন, ঈদ মিছিলের দৃশ্য। সেখানে তৎকালীন ঢাকার প্রধান বাণিজ্যকেন্দ্র চকবাজার, বড় কাটরার ফটক ও মীর জুমলার কামান ‘বিবি মরিয়ম’ দৃশ্যমান।
ছবির সেই ঈদের মিছিলটি নিমতলী প্রাসাদ থেকে বের হয়ে হোসেনি দালান, বেগমবাজার, চকবাজার ঘুরে আবার নিমতলীতে গিয়ে শেষ হয়। জলরঙে আঁকা শিল্পী আলম মুসাওয়ারের এসব চিত্রকলায় ধরা আছে শত শত বছর ধরে পুরান ঢাকায় মোগল ঐতিহ্যের পরম্পরার কথা।
একই সময়ের মোগল সাম্রাজ্যের কেন্দ্রের একটি দৃশ্য দেখা যাক। হাতি এনে বসানো হলো বাদশাহর সামনে। পাশে হাওদায় রাখা রত্নখচিত শৈল্পিক কেদারায় বসলেন বাদশাহ। কেদারা তুলে দেওয়া হলো হাতির পিঠে। হাতিযোগে বাদশাহ আর পদযোগে রাজকর্মচারীরা চললেন দিল্লির ঈদগাহ অভিমুখে নামাজ পড়তে। মোগল আমলের শেষ দিকের ঈদ মিছিলের এমন বর্ণনা পাওয়া যাবে মুন্সি ফাইজুদ্দিনের ‘বাজম-ই আখির’ নামের লেখা উর্দু কাব্যগ্রন্থে। সতেরো শতকে লেখা হয় এই কাব্যগ্রন্থ।
আরও পড়ুনদিল্লি থেকে পুরান ঢাকা : যেমন ছিল শত বছর আগের ঈদ০৫ এপ্রিল ২০২৪ঢাকার শাহি ঈদগাহ, প্রায় ৪০০ বছরের পুরোনো এই পুরাকীর্তি।