ফতুল্লা মডেল থানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
Published: 28th, March 2025 GMT
ফতুল্লা মডেল থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে থানা কম্পাউন্ডে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার 'ক' সার্কেল হাসিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক মেহেদী, অতিরিক্ত পুলিশ (ট্রাফিক) সোহেল রানা, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইফত র
এছাড়াও পড়ুন:
শিশু পুনর্বাসন কেন্দ্রের অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ দুই উপদেষ্টার
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ সরকারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র ও সমন্বিত শিশু সদন শিশু এবং কিশোরদের নিরাপদ হেফাজত কেন্দ্র পরিদর্শন করার সময় অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক ও সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই উপদেষ্টা সেখানে অবস্থান করেন। এর আগে প্রথমে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র এবং পরে সমন্বিত শিশু সদন শিশু ও কিশোরদের নিরাপদ হেফাজত কেন্দ্র পরিদর্শন করেন তারা।
উপদেষ্টারা শিশু পুনর্বাসন কেন্দ্রে গিয়ে সেখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের সাংস্কৃতিক পরিবেশনা দেখে মুগ্ধ হন। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুই উপদেষ্টা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে তারা সমন্বিত শিশু সদন শিশু ও কিশোরদের নিরাপদ হেফাজত কেন্দ্র পরিদর্শনে যান।
এসময় দুই উপদেষ্টা শিশু ও কিশোরদের নিরাপদ হেফাজত কেন্দ্রের ভেতরের পরিবেশ দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন।
সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শারমীন এস মুরশিদ এসময় ওই কেন্দ্রের কর্মকর্তাদের প্রতিমাসে চিকিৎসক দিয়ে সব হেফাজতিদের স্বাস্থ্য পরীক্ষার ও হেফাজত কেন্দ্রের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কড়া নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় দুই উপদেষ্টা সাথে যুগ্ম সচিব সমাজ সেবা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, উপ-পরিচালক মনিরুল ইসলাম, উপ-পরিচালক ফরিদুল আলম, সহকারী পরিচালক মুহাম্মদ আবুল কাশেম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আজিজ, মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন সিকদার, সিনিয়র মৎস্য অফিসার মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, শিশু পুনর্বাসন কেন্দ্রের তত্ত্বাবধায়ক জেসমিন আক্তার, সহশিক্ষা কর্মকর্তা তাসলিমা আকতার কাকলী, লতিকা রত্নম মান্না, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ-ই-জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম জিন্নাত সুলতানা, সংশ্লিষ্ট ইউপির প্যানেল চেয়ারম্যান শফিউল আযম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।