সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বন্দরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে কলাগাছিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি আয়োজনে  বন্দর উপজেলার আলীনগরস্থ বিএনপি নেতা আব্দুল জব্বার মিয়া বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে বন্দর উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন শিশির  বলেন, বিএনপি পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি করলে এর দায়ভার বিএনপি নিবে না। যারা দলকে ভালোবাসা তারা কখনো দলের বদনাম করবে না। যারা দলের জন্য কাজ করবে দল তাদেরকে মূল্যায়ন করবে। আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

কলাগাছিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবাদুল্লাহ সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুল।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক দ্বীন ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সজিব খন্দকার, কলাগাছিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো: হোসেন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল প্রধান।

ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সুজন,আব্দুল জাব্বার, মোঃ আজমল, মোঃ লিটন, মোঃ মোশারফ চৌধুরী, মোঃ শফিক সম্রাট ও আল আমিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন আলীনগর বড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মহিব্বুল্লাহ সালেহীন। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ইফত র ও দ য় কল গ ছ য়

এছাড়াও পড়ুন:

নানার লাশ দেখতে গিয়ে মারা গেলেন খালা ও ভাগনি

গাজীপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালা ও ভাগনি। ঘটনার পর স্থানীয়রা যাত্রীবাহী বাসটিতে অগ্নিসংযোগ করে। 

সোমবার সকাল ১০টায় শহরের শিববাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন, নরসিংদীর রায়পুরা থানার কালিকাপুর মধ্যপাড়ার রহিদ উদ্দিনের স্ত্রী শিউলি বেগম (৫১) ও তাঁর বোন লিজা বেগমের মেয়ে তাবাসসুম (৫)। তারা সপরিবারে গাজীপুর মহানগরীর নলজানি এলাকায় বাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় শিউলি বেগম এবং তাবাসসুম নরসিংদী আত্নীয় বাড়ি যাচ্ছিলেন। সিএনজি শিববাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

এ ঘটনায় সিএনজি চালকসহ আরো দুজন আহত হয়েছেন। স্থানীয়রা সিএনজি চালককে উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সর্ভিস এসে আগুন নেভায়। 

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘‘নিহত তাবাসসুমের নানা আজ সকালে মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে দুজন অটোরিকশা নিয়ে নরসিংদী যাচ্ছিলেন। পথে ওই দুর্ঘটনা ঘটে।’’

আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাসটি আটক করা হয়েছে বলে জানান আশরাফুল ইসলাম। 

রেজাউল//

সম্পর্কিত নিবন্ধ