হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নির্দিষ্ট ব্যক্তিদের কাছে লুকিয়ে রাখবেন যেভাবে
Published: 28th, March 2025 GMT
বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপে লিখিত বা অডিও বার্তা পাঠানোর পাশাপাশি স্ট্যাটাসও দেওয়া যায়। ফেসবুক ও ইনস্টাগ্রামের স্টোরিজ সুবিধার মতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে গেলেও ব্যক্তিগত বিষয় নিয়ে দেওয়া স্ট্যাটাস স্বল্প পরিচিত ব্যক্তি বা সহকর্মীরা দেখলে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে চাইলেই হোয়াটসঅ্যাপের সেটিংস পরিবর্তন করে স্ট্যাটাস কারা দেখতে পারবেন, তা নির্ধারণ করে দেওয়া যায়।
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নির্দিষ্ট ব্যক্তিদের কাছে লুকিয়ে রাখার জন্য প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে আপডেটস ট্যাবে ক্লিক করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় স্ট্যাটাস অপশনের পাশে থাকা তিনটি ডট মেন্যুতে ট্যাপ করে স্ট্যাটাস প্রাইভেসি নির্বাচন করতে হবে। এবার হু ক্যান সি মাই স্ট্যাটাস আপডেটসের নিচে থাকা মাই কন্টাক্টস অ্যাকসেপ্ট অপশনে ট্যাপ করতে হবে। এরপর নির্দিষ্ট এক বা একাধিক ব্যক্তির নাম নির্বাচন করে নিচে থাকা টিকমার্ক চিহ্নে ট্যাপ করলেই সেই ব্যক্তিরা পরবর্তী সময়ে আর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পারবেন না।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ য় টসঅ য প স ট য ট স
এছাড়াও পড়ুন:
ঈদের ছুটিতে ক্রিকেটাঙ্গন, ব্যস্ত কেবল নারী দল
ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ড শেষে ক্রিকেটাররা এখন ঈদের ছুটিতে। ৬ এপ্রিল শুরু হবে নবম রাউন্ডের খেলা। এরপর জাতীয় দলের খেলোয়াড়রা ব্যস্ত হয়ে পড়বেন জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতিতে। অধিকাংশ ক্রিকেটার ঈদ উদযাপন করতে গেছেন গ্রামের বাড়িতে।
এদিকে শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও ছুটিতে রয়েছে। তবে নারী ক্রিকেট দলের জন্য ছুটি নেই। ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে ৩ এপ্রিল পাকিস্তানে উড়াল দেবে নিগার সুলতানারা।
বিশ্বকাপ বাছাই ঘিরে নারী দল ইতোমধ্যে দুই সপ্তাহের ক্যাম্প শুরু করেছে, যা চলবে ২ এপ্রিল পর্যন্ত। ঈদের দিন ক্যাম্প বন্ধ থাকলেও মানসিকভাবে চাঙ্গা রাখতে বিশেষ কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে কোচদের। ৯ থেকে ১৯ এপ্রিল পাকিস্তানে ছয় দলের এই বাছাইপর্বে খেলবে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। শীর্ষ দুই দল মূল বিশ্বকাপে জায়গা পাবে।
ঈদের ছুটি শেষে ১৩ এপ্রিলের মধ্যে শেষ হবে ঢাকা লিগের প্রথম পর্বের ১১ রাউন্ডের খেলা, এরপর শুরু হবে সুপার লিগ। এদিকে ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে দল। ২০ এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট, আর ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামে। এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এপ্রিলের শুরুতে শ্রীলঙ্কা যাবে। ঈদের আগে রাজশাহী ও বগুড়ায় ক্যাম্প করলেও আপাতত তারা ছুটিতে রয়েছে। এক সপ্তাহের ছুটি শেষে তরুণ ক্রিকেটাররা আবার ফিরবেন অনুশীলনে।