আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় প্রোগ্রাম স্পেশালিস্ট–জিডিআইপি পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রোগ্রাম স্পেশালিস্ট-জেন্ডার, ডাইভার্সিটি, ইনক্লুশন অ্যান্ড প্রোটেকশন (জিডিআইপি)
পদসংখ্যা:

যোগ্যতা: সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ/জেন্ডার স্টাডিজ বা এ ধরনের বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ইয়ুথ, সিএসওএস, ইয়ুথ নেটওয়ার্ক অ্যান্ড অর্গানাইজেশনস বিশেষ করে চিলড্রেন অ্যান্ড ইয়ুথ লিডারশিপ প্রোগ্রামে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাজেট ব্যবস্থাপনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে জিডিআইপি ইস্যুর কারিগরি দিকে বিস্তর জানাশোনা থাকতে হবে। প্রোগ্রাম ও প্রজেক্ট প্ল্যানিং, মনিটরিং, কমিউনিটি কনসালটেশন ও ইয়ুথ এনগেজমেন্টে দক্ষ হতে হবে। সংশ্লিষ্ট সফটওয়্যারের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় উপস্থাপনায় দক্ষ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: বাংলাদেশ কান্ট্রি অফিস, ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,৪৭,১০৬ থেকে ১,৮৩,৮৮৩ টাকা (আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া জীবনবিমা ও চিকিৎসার সুবিধা আছে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৮ এপ্রিল ২০২৫।

আরও পড়ুনপ্ল্যান ইন্টারন্যাশনালে ঢাকায় চাকরি, সর্বোচ্চ বেতন ৩ লাখ ৫৮ হাজার২৬ মার্চ ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পিএসএলে রিশাদদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ মৌসুমের জন্য লাহোর কালান্দার্সের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ইংলিশ কোচ ড্যারেন গফ দায়িত্ব নেওয়ার পর ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোয় তার স্থলাভিষিক্ত হয়েছেন ডমিঙ্গো। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর ফ্র্যাঞ্চাইজি।  

আট বছর ধরে লাহোরের প্রধান কোচ ও ক্রিকেট অপারেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন আকিব জাভেদ। তবে পাকিস্তান জাতীয় নির্বাচক কমিটিতে যোগ দেওয়ায় তাকে সরে দাঁড়াতে হয়। পরবর্তীতে তিনি পাকিস্তান জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বও গ্রহণ করেন।  

আকিবের বিদায়ের পর গ্লোবাল সুপার লিগের (জিএসএল) আগে গফকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় লাহোর। পিএসএলেও তার দায়িত্ব পালনের কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগে তিনি সরে দাঁড়ান। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়লেও লাহোর ফ্র্যাঞ্চাইজি গফের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, 'গফ সবসময় কালান্দার্স পরিবারের গুরুত্বপূর্ণ অংশ থাকবে এবং আমরা তার জন্য শুভকামনা জানাই।'

গফের বদলে প্রধান কোচের দায়িত্ব নেওয়া রাসেল ডমিঙ্গো নতুন চ্যালেঞ্জের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, 'পিএসএলের ২০২৫ মৌসুমে লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। আমি দলটির সঙ্গে কাজ করতে এবং সবার প্রত্যাশা পূরণ করতে মুখিয়ে আছি।'

চার বছরে তৃতীয় শিরোপার লক্ষ্যে ডমিঙ্গোর ওপর আস্থা রেখেছে লাহোর। আগামী ১১ এপ্রিল শুরু হতে যাচ্ছে পিএসএলের এবারের আসর। প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। আসন্ন মৌসুমে দলটির হয়ে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও।

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৩১ মার্চ ২০২৫)
  • ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরি, বয়স ৪৮ হলেও আবেদন
  • একঝলক (৩০ মার্চ ২০২৫)
  • ওজোপাডিকোতে চাকরি, মূল বেতন ১ লাখ ৭৫ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ মার্চ ২০২৫)
  • ভাসমান স্কুলের উদ্ভাবক রেজোয়ান পেলেন ‘ইয়েল বিশ্ব ফেলোশিপ’
  • একঝলক (২৯ মার্চ ২০২৫)
  • পিএসএলে রিশাদদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো
  • আজ টিভিতে যা দেখবেন (২৯ মার্চ ২০২৫)