রূপগঞ্জে নিসচা’র উদ্যোগে দুস্থ ও অসহায় চালকদের ঈদ উপহার বিতরণ
Published: 28th, March 2025 GMT
“ছাত্রজনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হউক সবার” এই স্লোগানে নিরাপদ সড়ক চাই (নিসচা) নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে দুস্থ ও অসহায় চালকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা কমিটির উপদেষ্টা লায়ন মোজাম্মেল হক ভূঁইয়ার অনুপ্রেরণায় শুক্রবার সকালে রূপগঞ্জের গোলাকান্দাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে জেলা কমিটির সহ-সভাপতি মোমেন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজ সেবক মিলন মিয়া, নিসচা'র জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সোহেল কিরণ। এসময় আরও উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য ওসমান গনি, রমজান মৃধা, শাহজালাল, হারুন অর-রশীদ, নাজমুল হক রনি, রিফাত প্রমুখ। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাওর চাল, ডাল, তেল, সেমাই, আলু, পেঁয়াজ, দুধ সহ অন্যান্য খাদ্য সামগ্রী।
এসময় বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) জনস্বার্থে একটি জাতীয় সংগঠন। এ সংগঠনের পক্ষ থেকে সারাবছরই সড়ক নিরাপদ রাখতে চালক-যাত্রী ও পথচারীদের গণসচেতনতা বাড়াতে লিফট বিতরণ, সভা-সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
তারই অংশ হিসেবে এবারের ঈদকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে দুস্থ ও অসহায় চালকদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। যেহেতু এটা সামাজিক ও অলাভজনক সংগঠন তাই নিজেদের অর্থায়নে এসব কর্মকান্ড পরিচালিত হয়।
সবার সহযোগিতায় আগামীতে আরও বৃহৎ পরিসরে এসব কর্মকান্ড পরিচালিত করার আশা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ঈদ ন র পদ কম ট র ব তরণ স গঠন
এছাড়াও পড়ুন:
দুইশ’ পরিবারকে ঈদ উপহার তুলে দিল জাবালে নূর ওয়েলফেয়ার
নারায়ণগঞ্জে দুইশ’ অসহায় ও দরিদ্র পরিবারকে ঈদ উপহার তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনÑজাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন। শনিবার (২৯ মার্চ) সকালে সংগঠনটির পাইকপাড়াস্থ কার্যালয়ে এ ঈদ উপহার তুলে দেয়া হয়।
সংগঠনের সভাপতি কাজী মেফতাহ উদ্দিন জসিমের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন-সংগঠনের সহসভাপতি মুফতি আব্দুর রশিদ, সহসভাপতি কাজী মহিউদ্দিন আলিফ, সমাজসেবক হাজী সিরাজুল ইসলাম, সমাজসেবক কামাল হোসেন, হাফেজ মোঃ সেলিম, শফিকুল ইসলাম, শুক্কুর মাহমুদ, সংগঠনের দপ্তর সম্পাদক আল আমিন, নাদিম হোসেন প্রমুখ।
এসময় সভাপতি কাজী মেফতাহ উদ্দিন জসিম বলেন, স্বপ্ন ও আশা মানুষকে বাঁচিয়ে রাখে। যার ভেতরে স্বপ্ন আছে, আশা আছে সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। আমরা সৌভাগ্যবান, কারণ আমাদের একদল স্বপ্নবাজ স্বেচ্ছাসেবক আছে। মানুষের সেবা করার জন্য একটা মন লাগে। মানুষের সেবা করাও একধরণের নেশা। আমাদের স্বেচ্ছাসেবকেরা নেশার মতো মানুষের সেবা দিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন গত কয়েক বছর ধরে নানা সেবামূলক কার্যক্রম করে আসছে। বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন, নারীদের সেলাই প্রশিক্ষন, শিশুদের বিনামূল্যে আরবী শিক্ষাসহ নানা সেবামূলক কাজ করে আসছে।