মায়াদ্বীপ শিশু পাঠশালা’র শিক্ষার্থীদের মাঝে টি-শার্ট ও অন্যান্য ঈদ উপহার এবং চরের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকাল ১১টায় সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর উদ্যোগে ‘এ ঈদ উপহার বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সোনারগাঁয়ের মায়াদ্বীপ-নুনেরটেক চারদিকে মেঘনা নদীবেষ্টিত অর্থনৈতিকভাবে দুর্বল একটি অঞ্চল। এখানকার অধিকাংশ মানুষ মৎস্যজীবী, সামাজিকভাবে সুবিধা বঞ্চিত। ২০০৭ সালে সুবর্ণগ্রাম ফাউন্ডেশন চরের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য অবৈতনিক স্কুল ‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’ প্রতিষ্ঠা করেছে। 

এবারের ঈদ উপহার বিতরণে সার্বিকভাবে সহযোগিতা করেছেন শিক্ষানুরাগী আব্দুল্লাহ আল রাহীম। এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস, আব্দুল্লাহ আল রাহীম, মরিয়ম আক্তার পাখি, মো.

রাশেদ, রাকিব, সাইফুল, মামুন, তুহিন, জোবায়ের, মোসাম্মৎ ফারজানা প্রমুখ।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ঈদ ঈদ উপহ র ব তরণ

এছাড়াও পড়ুন:

টানা দু’বারের বেশি প্রধানমন্ত্রী নয় প্রস্তাবে ভিন্নমত বিএনপির

কোনো ব্যক্তি দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সংস্কারপ্রক্রিয়ায় এ প্রস্তাবের বিপক্ষে অবস্থান বিএনপির। দলটি বলছে, টানা দু’বারের বেশি না পারলেও বিরতি দিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে চাইলে, সে সুযোগ থাকতে হবে। এটা সংকুচিত করার কোনো যৌক্তিকতা নেই। বিএনপির এ অবস্থানের কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

রোববার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনার বিরতিতে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিষয়টি নিয়ে এখনো আলোচনা হয়নি। তবে দলের অবস্থান স্পষ্ট। জনগণ যদি কোনো ব্যক্তিকে দুই মেয়াদের পর বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী করতে চায়, সেই সুযোগ সংকুচিত করা উচিত হবে না।

সম্পর্কিত নিবন্ধ