সিদ্ধিরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নং ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকায় ছাত্রদল নেতা হাবিবের নিজ কার্যালয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো: হাবিবের সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: রিপন সরকার, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু, ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ, ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন রুহি।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আব্দুল কাদের জিলানী হীরা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হাসান, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি প্রার্থী আনাছ, ইউসুফ মোল্লা স্বপন, সুমন মিয়া, রাকিবুল হাসান, তুষার, সালমান, সাগর, ইমন, সাইফুল, হায়দার, শাহপরান, তাহিরুল, মিজানসহ আরো অনেকে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ছ ত র দল ইফত র ছ ত রদল র স ব ক য গ ছ ত রদল র স ব ক স স দ ধ রগঞ জ ইফত র

এছাড়াও পড়ুন:

শিশু পুনর্বাসন কেন্দ্রের অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ দুই উপদেষ্টার

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ সরকারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র ও সমন্বিত শিশু সদন শিশু এবং কিশোরদের নিরাপদ হেফাজত কেন্দ্র পরিদর্শন করার সময় অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক ও সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই উপদেষ্টা সেখানে অবস্থান করেন। এর আগে প্রথমে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র এবং পরে সমন্বিত শিশু সদন শিশু ও কিশোরদের নিরাপদ হেফাজত কেন্দ্র পরিদর্শন করেন তারা।

উপদেষ্টারা শিশু পুনর্বাসন কেন্দ্রে গিয়ে সেখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের সাংস্কৃতিক পরিবেশনা দেখে মুগ্ধ হন। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুই উপদেষ্টা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে তারা সমন্বিত শিশু সদন শিশু ও কিশোরদের নিরাপদ হেফাজত কেন্দ্র পরিদর্শনে যান।

এসময় দুই উপদেষ্টা শিশু ও কিশোরদের নিরাপদ হেফাজত কেন্দ্রের ভেতরের পরিবেশ দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন।

সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শারমীন এস মুরশিদ এসময় ওই কেন্দ্রের কর্মকর্তাদের প্রতিমাসে চিকিৎসক দিয়ে সব হেফাজতিদের স্বাস্থ্য পরীক্ষার ও হেফাজত কেন্দ্রের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কড়া নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের সময় দুই উপদেষ্টা সাথে যুগ্ম সচিব সমাজ সেবা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, উপ-পরিচালক মনিরুল ইসলাম, উপ-পরিচালক ফরিদুল আলম, সহকারী পরিচালক মুহাম্মদ আবুল কাশেম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আজিজ, মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন সিকদার, সিনিয়র মৎস্য অফিসার মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, শিশু পুনর্বাসন কেন্দ্রের তত্ত্বাবধায়ক জেসমিন আক্তার, সহশিক্ষা কর্মকর্তা তাসলিমা আকতার কাকলী, লতিকা রত্নম মান্না, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ-ই-জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম জিন্নাত সুলতানা, সংশ্লিষ্ট ইউপির প্যানেল চেয়ারম্যান শফিউল আযম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • শিঙাড়া খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী 
  • সিদ্ধিরগঞ্জে সরকারি জমি দখল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া
  • রূপগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত, আহত ২
  • হবিগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
  • চীন মালিকানাধীন ব্যাটারি কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
  • শিশু পুনর্বাসন কেন্দ্রের অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ দুই উপদেষ্টার
  • ‘মার্চ ফর ড. ইউনুস’ আগে সংস্কার, তারপর নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
  • ‘মার্চ ফর ড. ইউনুস’ আগে সংস্কার, তারপর নির্বাচনের দাবিতে মানববন্ধন
  • মহানগরী জামায়াতের সাংগঠনিক আইনজীবী থানার ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত
  • অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে সিদ্ধিরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের পানি বিতরণ