পরিচয়হীন নবজাতকের পিতা-মাতার সন্ধান মিলেছে
Published: 28th, March 2025 GMT
বরিশাল নগরের কীর্তণখোলার তীরে উদ্ধার হওয়া পরিচয়হীন নবজাতকের পরিচয় মিলেছে। সন্ধান পাওয়া গেছে শিশুটির জন্মদাতা পিতা-মাতার। তাদের দাবি, দত্তক দেওয়ার জন্য তারা বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে বসে এক রিকশা চালককে শিশুটিকে দিয়েছিল। এরপরে তাদের কিছু জানা নেই।
শিশুটির পিতার নাম গণেশ শ্যাম ও মায়ের নাম অন্তরা দাস। বাগেরহাট শহরে তাদের স্থায়ী নিবাস এবং শহরের এক সড়কে ফুটপথে চা বিক্রি করেন গণেশ। সন্তানের বর্তমান খবর জানার পর গণেশ ও তার শ্বাশুড়ি সুমি দাস শুক্রবার বরিশাল নগরীতে যান এবং বেলা ১১টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। নবজাতক সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। শিশুটি এ দম্পতির প্রথম সন্তান। চার বছর আগে তাদের বিয়ে হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার
কাতার বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নেবে। আগামী দুই মাসের মধ্যে তাঁদের নেওয়া শুরু হবে। দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে এই সেনাসদস্যদের নেওয়া হবে।
আজ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান।
আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে দোহা সফরে রয়েছে।
প্রেস সচিব বলেন, কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনাসদস্যরা কর্মরত। একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনাসদস্য নিতে চায়। প্রতি তিন বছর পরপর ৭২৫ জন করে সেনাসদস্য নেওয়া হবে, তবে এ সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।