পরিচয়হীন নবজাতকের পিতা-মাতার সন্ধান মিলেছে
Published: 28th, March 2025 GMT
বরিশাল নগরের কীর্তণখোলার তীরে উদ্ধার হওয়া পরিচয়হীন নবজাতকের পরিচয় মিলেছে। সন্ধান পাওয়া গেছে শিশুটির জন্মদাতা পিতা-মাতার। তাদের দাবি, দত্তক দেওয়ার জন্য তারা বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে বসে এক রিকশা চালককে শিশুটিকে দিয়েছিল। এরপরে তাদের কিছু জানা নেই।
শিশুটির পিতার নাম গণেশ শ্যাম ও মায়ের নাম অন্তরা দাস। বাগেরহাট শহরে তাদের স্থায়ী নিবাস এবং শহরের এক সড়কে ফুটপথে চা বিক্রি করেন গণেশ। সন্তানের বর্তমান খবর জানার পর গণেশ ও তার শ্বাশুড়ি সুমি দাস শুক্রবার বরিশাল নগরীতে যান এবং বেলা ১১টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। নবজাতক সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। শিশুটি এ দম্পতির প্রথম সন্তান। চার বছর আগে তাদের বিয়ে হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজধানীতে ‘ঈদ আনন্দমিছিল’
২ / ৮ঈদের নামাজ শেষে বাবার সঙ্গে দুই হাত তুলে মোনাজাত করছে মেয়ে।