পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকছে পঞ্চগড়ের চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধা স্থলবন্দরে। আগামীকাল শনিবার থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত মোট আট দিন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় বন্দরের অভিবাসনচৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক আবদুল মালেক খান স্বাক্ষরিত সিএন্ডএফ কার্যোক্রম বন্ধ রাখাসংক্রান্ত একটি চিঠি ইতিমধ্যে বাংলাবান্ধা শুল্কস্টেশন ও স্থলবন্দর লিমিটেড কর্তৃপক্ষকে দিয়েছে।

আরও পড়ুনবাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল ৪২ টন আলু২০ জানুয়ারি ২০২৫

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ এবং লোড আনলোডের দুটি শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২৯ মার্চ) থেকে আগামী ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত মোট আট দিন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ৬ এপ্রিল (রোববার) সকালে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ফিরোজ কবীর বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মানুষ পারাপার স্বাভাবিক থাকবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বন ধ থ আমদ ন

এছাড়াও পড়ুন:

ঈদে চাঁদপুর কারাগারে বন্দিদের জন্য থাকবে যেসব খাবার

ঈদের দিন পরিবারের সঙ্গে সবারই নানা ধরনের পরিকল্পনা থাকে। তবে কারাবন্দিদের ইচ্ছে থাকলেও নেই সেই সুযোগ। তবে, তাদের জন্য কারা কর্তৃপক্ষ করে থাকে নানা আয়োজন।

এবারো ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলা কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। ইতোমধ্যে শেষ হয়েছে খাবারের সকল প্রস্তুতি।

রবিবার (৩০ মার্চ) বিকেলে চাঁদপুর কারাগারের জেলার মুহাম্মদ মুনির হোসাইন বলেন, ‘‘ঈদ উপলক্ষে বন্দিদের জন্য সকালে পায়েস, দুপুরে পোলাও, গরুর মাংস (অমুসলিমদের জন্য খাসি), মুরগির রোস্ট, মিষ্টি ও পান-সুপারির ব্যবস্থা করা হয়েছে। রাতে সাদা ভাত, রুই মাছ, ডাল ও সবজির আয়োজন করা হয়েছে।’’

কারা সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা কারাগারে বর্তমানে তিন ফাঁসির কয়েদিসহ ৫৬১ পুরুষ এবং ২০ জন নারী বন্দি রয়েছেন।

ঢাকা/অমরেশ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • কলকাতায় ঈদের নামাজের আগে স্বাধীন ফিলিস্তিনির দাবিতে মিছিল
  • ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতে মুসল্লিদের ঢল
  • ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত, মুসল্লিদের ঢল
  • ঈদ উপলক্ষে রাজধানীতে আলোকসজ্জা
  • সোনারগাঁয়ে সমাজসেবক কামালের ঈদ সামগ্রী বিতরণ 
  • ঈদে চাঁদপুর কারাগারে বন্দিদের জন্য থাকবে যেসব খাবার
  • ১২ দিন বন্ধ থাকবে তামাবিল স্থলবন্দরসহ সিলেটে আমদানি-রপ্তানি
  • টানা ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরে
  • এনবিআরকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের