ডিয়েগো ম্যারাডোনার মৃতদেহের ময়নাতদন্তে অংশ নিয়েছিলেন ফরেনসিক চিকিৎসক মরিসিও কাসিনেল্লি। গতকাল সান ইসিদরো আদালতে তিনি সাক্ষ্য দেন, ম্যারাডোনার মৃতদেহ ব্যবচ্ছেদ করে মনে হয়েছে ’৮৬ বিশ্বকাপ কিংবদন্তি ‘যন্ত্রণা’য় ভুগে মারা গেছেন।

ম্যারাডোনার শেষ দিনগুলোয় চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে আটজন, তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে বিচার চলছে বুয়েনস এইরেসের সান ইসিদরো আদালতে। কোকেন ও মদ্যপানে আসক্ত ম্যারাডোনা মস্তিষ্কে অস্ত্রোপচারের সপ্তাহ দুয়েক পর ২০২০ সালের ২৫ নভেম্বর না–ফেরার দেশে পাড়ি জমান। বুয়েনস এইরেসের এক অভিজাত এলাকায় ভাড়া করা বাড়িতে জীবনের শেষ দিনগুলো কেটেছে কিংবদন্তি ফুটবলারের।

আরও পড়ুনবই পড়ে ও টিভি–রেডিও মেরামত করে কারাগারে ১ বছর রবিনিওর১ ঘণ্টা আগে

হৃদ্‌রোগ ও লিভার সিরোসিসে ভুগে মারা যাওয়ার আগে ‘অন্তত ১০ দিন’ ধরে ম্যারাডোনার ফুসফুসে পানি জমেছে বলে আদালতে সাক্ষ্য দেন কাসিনেল্লি। বিচারকদের তিনি বলেন, ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের এ বিষয়টি খেয়াল করা উচিত ছিল।

বুয়েনস এইরেসের সান ইসিদরো আদালতে চলছে মামলার শুনানি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভিসা জালিয়াতি নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। একই সঙ্গে ভিসা জালিয়াতিতে অংশ নেওয়া বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নেওয়া ও আশ্রয়দাতা‌দের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করার কথা জা‌নি‌য়ে‌ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

সোমবার (২১ এপ্রিল) ঢাকার মা‌র্কিন দূতাবাস এক বার্তায়  এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

বার্তায় বলা হ‌য়ে‌ছে, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না।

যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।

ঢাকা/হাসান/টিপু

সম্পর্কিত নিবন্ধ