ম্যারাডোনার মৃতদেহের ময়নাতদন্ত করা চিকিৎসক দিলেন আরও ভয়ংকর তথ্য
Published: 28th, March 2025 GMT
ডিয়েগো ম্যারাডোনার মৃতদেহের ময়নাতদন্তে অংশ নিয়েছিলেন ফরেনসিক চিকিৎসক মরিসিও কাসিনেল্লি। গতকাল সান ইসিদরো আদালতে তিনি সাক্ষ্য দেন, ম্যারাডোনার মৃতদেহ ব্যবচ্ছেদ করে মনে হয়েছে ’৮৬ বিশ্বকাপ কিংবদন্তি ‘যন্ত্রণা’য় ভুগে মারা গেছেন।
ম্যারাডোনার শেষ দিনগুলোয় চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে আটজন, তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে বিচার চলছে বুয়েনস এইরেসের সান ইসিদরো আদালতে। কোকেন ও মদ্যপানে আসক্ত ম্যারাডোনা মস্তিষ্কে অস্ত্রোপচারের সপ্তাহ দুয়েক পর ২০২০ সালের ২৫ নভেম্বর না–ফেরার দেশে পাড়ি জমান। বুয়েনস এইরেসের এক অভিজাত এলাকায় ভাড়া করা বাড়িতে জীবনের শেষ দিনগুলো কেটেছে কিংবদন্তি ফুটবলারের।
আরও পড়ুনবই পড়ে ও টিভি–রেডিও মেরামত করে কারাগারে ১ বছর রবিনিওর১ ঘণ্টা আগেহৃদ্রোগ ও লিভার সিরোসিসে ভুগে মারা যাওয়ার আগে ‘অন্তত ১০ দিন’ ধরে ম্যারাডোনার ফুসফুসে পানি জমেছে বলে আদালতে সাক্ষ্য দেন কাসিনেল্লি। বিচারকদের তিনি বলেন, ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের এ বিষয়টি খেয়াল করা উচিত ছিল।
বুয়েনস এইরেসের সান ইসিদরো আদালতে চলছে মামলার শুনানি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ হারাল দুজন
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সোমবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুই কিশোর নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও ভাওড়পাড়া এলাকার আজহারুল ইসলামের ছেলে আশিকুর হক (১৬) ও একই গ্রামের মক্তবপাড়া এলাকার আকরামের ছেলে মিনহাজ (১৬)। আশিকুর এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, ঈদের দিন মোটরসাইকেলে তিন বন্ধু পাশের টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর বাজারের কাছে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মিনহাজ মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আশিকুর মারা যায়। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা অপর বন্ধু জিহাদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুজ্জামান বলেন, এ ব্যাপারে সখিপুর থানায় কোনো অভিযোগ হয়নি।