কুষ্টিয়ায় মসজিদে ব্যতিক্রমী সন্মাননা
Published: 28th, March 2025 GMT
আমলা পুরাতন জামে মসজিদ। মসজিদটি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত। কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারের অদুরেই এ পুরাতন জামে মসজিদটির অবস্থান। প্রাকৃতিক শান্ত পরিবেশে দ্বিতল ভবন নিয়ে মসজিদটি স্বগৌরবে দাঁড়িয়ে আছে।
রমজান মাস এলেই এ মসজিদ পরিচালনাকারীরা কিছু ব্যতিক্রমী উদ্দ্যোগ গ্রহণ করেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এলাকার হাজী, উমরাহ পালনকারী, এহতেকাফ পালনকারি, ইফতারি প্রস্তুতকারী ক্ষুদে স্বেচ্ছাসেবী, প্রধান আলোচক ও শ্রেষ্ঠ ইমামদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এতে আমলা পুরাতন জামে মসজিদের পরিচালনা পরিষদের সভাপতি মো.
এ ব্যাপারে হাজী আব্দুর রশিদ বলেন, “এ মসজিদ পরিচালনা কমিটি ২০০৯ সাল থেকে অদ্যবধি হাজীসহ নামাজিদের সন্মাননা দিয়ে সন্মানীত করেন। এটি একটি মহতী উদ্দ্যোগ। এ বছর মসজিদ কমিটি আমাকে সন্মাননা দিয়েছে। আমি অভিভূত হয়েছি। এ ধারা অব্যাহত থাকবে এই প্রত্যাশা করি।”
আরেক হাজী রাকিবুল ইসলাম বলেন, “মিরপুর উপজেলার মধ্যে এটাই প্রথম কোন মসজিদ যা হাজীসহ অন্যান্যদের প্রতি রমজান মাসে সন্মানিত করেন। আসলে এটা মূলত ভাল লাগা ও আন্তরিকতার বিষয়। আন্তরিক হলে প্রতিটি মানুষকে সন্মানীত করা যায়।”
আমলা পুরাতন জামে মসজিদের পরিচালনা পরিষদের সভাপতি মো. রুহুল ইসলাম খান বলেন, “আমাদের ভাললাগা থেকেই এ ক্ষুদ্র প্রয়াস। প্রতি বছর আমরা বিভিন্ন ক্যাটাগরিতে মুসল্লীদের আমরা সন্মানীত করে থাকি। ভবিষ্যতে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মানুষকে ভালবাসলে সৃষ্টিকর্তার অনুকূল্য পাওয়া যায়। তাই আমরা সন্মানীত ব্যক্তিদের সন্মান দেওয়ার চেষ্টা করে চলেছি।”
ঢাকা/কাঞ্চন/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল ইসল ম মসজ দ
এছাড়াও পড়ুন:
চবির ৫ শিক্ষার্থীকে উদ্ধারে খাগড়াছড়িতে অভিযান চলছে
খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে অপহৃত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও একজন টমটম চালককে ৬ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল থেকে অপহৃতদের উদ্ধারে খাগড়াছড়ি সদরের সুরেন্দ্র মাস্টার পাড়া, পূর্ণ চন্দ্র কারবারী পাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। এসময় সন্দেহভাজন ৭ জন আটক হওয়ার খবর পাওয়া গেছে। তবে তfদের নাম পরিচয় জানা যায়নি।
এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ’র ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা আজ (সোমবার) সকালে যৌথবাহিনীর অভিযানের খবর নিশ্চিত করেছেন। অপহৃতরা উদ্ধার না হওয়া পর্যন্ত যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গত বুধবার (১৬ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও একজন টমটম চালক অপহৃত হন।
ঢাকা/রূপায়ন/টিপু