মিরসরাই বিএনপিতে কোন্দল, দুই আমিনের দ্বন্দ্ব গড়িয়েছে সংঘাতেও
Published: 28th, March 2025 GMT
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির দুই পক্ষের বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। সম্প্রতি উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিরোধ গড়িয়েছে সংঘাতেও। গত বুধবার এক দিনেই দলের দুটি অংশের মধ্যে সংঘর্ষ-হানাহানিতে একজনের প্রাণহানি এবং অন্তত ১৩ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে।
উপজেলা বিএনপির বিবদমান দুটি পক্ষের একটিতে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের অনুসারীরা। অন্য পক্ষটিতে উত্তর জেলার আরেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিনের অনুসারীরা রয়েছেন।
২৪ মার্চ মিরসরাই উপজেলা এবং বারিয়ারহাট ও মিরসরাই পৌরসভা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে। উপজেলা বিএনপির কমিটিতে আহ্বায়ক করা হয় আবদুল আওয়াল চৌধুরীকে। সদস্যসচিব মনোনীত হন আজিজুর রহমান চৌধুরী। ৮৩ সদস্যের নতুন কমিটির নেতৃত্বে থাকা এই দুজনই উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিনের অনুসারী হিসেবে পরিচিত।
কমিটিতে নিজেদের পক্ষের প্রতিনিধিত্ব কম থাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনের অনুসারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। কমিটি গঠনের প্রতিবাদে ২৫ মার্চ দলের এই অংশের নেতা-কর্মীরা মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে ঝাড়ুমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, সুবিধাবাদী, চাকরিজীবী ও আওয়ামী লীগের সহযোগীদের পদে রেখে মিরসরাই উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। নতুন কমিটিকে সবখানে প্রতিরোধের ঘোষণাও দেন তাঁরা।
পদবঞ্চিত দাবিদার অংশটির বিক্ষোভের মুখে সংঘাতের আশঙ্কায় ২৬ মার্চ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। তবে ১৪৪ ধারা ভেঙে মিছিল করে শহীদ মিনারে ফুল দিতে যান সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনের অনুসারীরা। বেলা ১১টার দিকে উপজেলার বারিয়ারহাট পৌরসভার জামালপুর এলাকায় দলের দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ জাবেদ নামের এক যুবক নিহত হন। সংঘর্ষে গুরুতর আহত হন বিএনপির অন্তত ১৩ জন নেতা-কর্মী। এ ঘটনার পর এখনো এলাকায় আতঙ্ক কাটেনি। দুই পক্ষের সংঘাতের শঙ্কা রয়ে গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, কমিটি গঠনের পর বিএনপির এই দুটি পক্ষের বিরোধ তীব্র হলেও তা রয়েছে অনেক আগে থেকেই। ২০০৯ সালে উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন নুরুল আমিন। সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন ওই কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছিলেন। এই কমিটি গঠনের ছয় মাস না যেতেই সভাপতি-সম্পাদকের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসতে শুরু করে। দুজনকে ঘিরে বিভক্ত হয়ে পড়েন দলের স্থানীয় নেতা-কর্মীরা। ২০১০ সালে উপজেলা বিএনপির সভাপতি পদে থাকা নুরুল আমিনের পক্ষের একটি ইফতার মাহফিলে অতর্কিত হামলার ঘটনা ঘটে। সেই হামলার জন্য তখনকার সাধারণ সম্পাদক নুরুল আমিনের লোকজনকে দায়ী করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খালেদা জিয়ার রোড মার্চে সক্রিয় ভূমিকা রাখতে না পারাসহ নানা ব্যর্থতায় ২০১২ সালে উপজেলা বিএনপির এ কমিটি ভেঙে দেওয়া হয়।
২০১৩ সালের ডিসেম্বরে সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিনকে বহিষ্কার করে দল, যদিও ১৫ দিনের মাথায় কেন্দ্রীয় সিদ্ধান্তে আবারও তাঁকে দলে ফিরিয়ে আনা হয়েছে। এরপর ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন তিনি। সে বছরই আওয়ামী লীগ সরকার নানা অনিয়মের অভিযোগ এনে তাঁকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কার করে।
২০১৪ সালে মিরসরাই উপজেলা বিএনপির নতুন কমিটি করা হয়। সেখানে আহ্বায়কের দায়িত্ব পান আগের কমিটির সভাপতি নুরুল আমিন। সদস্যসচিব করা হয় সালাউদ্দিন সেলিমকে। এরপর ২০২২ সালের ৩০ মার্চ শাহীদ চৌধুরীকে আহ্বায়ক ও গাজী নিজাম উদ্দিনকে সদস্যসচিব করে উপজেলা বিএনপির কমিটি গঠিত হয়। ১৮ মার্চ বিএনপির চট্টগ্রাম জেলা পুনর্গঠন কমিটির সিদ্ধান্তে সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২৪ মার্চ নতুন কমিটি হয়েছে। তবে নতুন কমিটির বেশির ভাগ পদে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিনের অনুসারীরা থাকায় প্রতিরোধের ঘোষণা দেন প্রতিপক্ষের নেতা-কর্মীরা।
মহাসড়ক বন্ধ করে উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন পদবঞ্চিত নেতা–কর্মীরা। গত বুধবার উপজেলা সদরের মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম রসর ই উপজ ল ন ন র ল আম ন স ব ক উপজ ল ব য ক কম ট ব এনপ র স কম ট র কর ম র সদস য গঠন র
এছাড়াও পড়ুন:
ঈদ আমাদের জন্য না: আফরান নিশো
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ ছোট-বড় নির্বিশেষে সবার মাঝেই ছড়িয়ে যায়। ব্যতিক্রম নেই তারকাদের ক্ষেত্রেও। সাধারণ মানুষের মতোই আয়োজন করে ঈদ উৎসব পালন করেন তাঁরা। সম্প্রতি ঈদে স্মৃতি শেয়ার করেছেন অভিনেতা আফরান নিশো। তাঁর মতে, সচ্ছল বা স্বাভাবিক জীবন-যাপন করা মানুষের জন্য ঈদ না।
আফরান নিশো বলেন, ‘আমার মনে হয় আমরা যারা সচ্ছল বা স্বাভাবিক জীবন-যাপন করছি তাদের জন্য ঈদ না। কারণ, আমরা চাইলেই প্রতিদিন শপিং করতে পারি। যারা দরিদ্র, যারা তিন বেলা ঠিক মতো খেতে পারে না তাদের জন্য ঈদ। আমাদের উচিৎ সব সময় তাঁদের পাশে দাঁড়ানো। এই একটা ঈদের দিন যেন তাদেরও ঈদের দিনের মত কাটে। একই অর্থে আমাদের ধর্মীয় ও সামাজিক বিষয়গুলো আছে সেই জায়গা থেকে আমাদেরই সেই দায়িত্বগুলো পালন করা উচিৎ।’
ছোটবেলার ঈদের সালামি নিয়ে নিশো বলেন, ‘সালামি নিয়ে ছোটবেলার কথা মনে পড়ে। সেই অনুভূতি দারুণ। আমি আমার দাদাকে দেখিনি। দাদি-নানা-নানিকে পেয়েছি। ছোটবেলা ঈদ আসলেই সালামির একটা প্রবণতা কাজ করতো। আমার মনে পড়ে, নানির কাছ থেকে একটু বেশি টাকা নিয়ে একটা মোবাইল ফোন কিনেছিলাম। আর এখন সালামি অনেকটা অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে।’
এখন ঈদের দিন কীভাবে কাটে- জানতে চাইলে নিশো বলেন, “ঈদের দিন অবশ্যই খুশির। আমার কাছে মনে হয় এটা আমার জন্য ঘুমের একটি দিন। কারণ, আমি ঘুমাতে পছন্দ করি। রাস্তা ফাঁকা তাই আপন মনে গাড়ি চালাই। এই ধরণের আমার কিছু নিজস্বতা আছে। সেগুলো নিয়েই আমার ঈদের দিন কাটে। এছাড়া এবার ঈদটা কিছু ভিন্ন হবে। কারণ আমার সিনেমা ‘দাগি’ আসছে। যারা আমার জন্য পুরো বছর অপেক্ষা করে ছিলেন তাদের সিনেমাটি দেখে তাঁদের জীবনবোধ সৃষ্টি হয় তাহলেই আমার ঈদ সার্থক।”
প্রসঙ্গত, ঈদ উপলক্ষে আজ মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দাগি’। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে।