শেরপুর থেকে আত্মসাৎ করা ২০ টন আটাভর্তি ট্রাক ঝিনাইদহে উদ্ধার, গ্রেপ্তার ২
Published: 28th, March 2025 GMT
বগুড়ার শেরপুর থেকে আত্মসাৎ করা ৫০ কেজি ওজনের ৩৯৮ বস্তা আটাভর্তি একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মোবারকগঞ্জ চিনিকলের সামনে অভিযান চালিয়ে মালামালভর্তি ট্রাকটি জব্দ করা হয়।
একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাকচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের গড়েরবাড়ি গ্রামের ট্রাকচালক বেলাল হোসেন (৪০) ও তাঁর সহকারী একই ইউনিয়নের টোলার গেট এলাকার মো.
থানা-পুলিশ সূত্র জানায়, আটাভর্তি ট্রাক আত্মসাতের ঘটনায় গত বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন ট্রাকের মালিক কাওছার আহমেদ। তাঁর বাড়ি শেরপুরের গড়েরবাড়ি গ্রামে।
শেরপুর থানার পরিদর্শক (এসআই) সাঈফ আহমেদ বলেন, গত সোমবার দুপুরে উপজেলার দড়িমুকন্দ বাজারের ব্যবসায়ী শামীম শেখের (৫৮) গুদাম থেকে ৩৯৮ বস্তা আটা নিয়ে গ্রেপ্তার ট্রাকচালক ও তাঁর সহকারী বগুড়ার নন্দীগ্রামে একটি কারখানার উদ্দেশে রওনা দেন। কিন্তু মালামাল গন্তব্য না নিয়ে আত্মসাতের উদ্দেশ্যে তাঁরা ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ে যান। এ ঘটনায় বুধবার থানায় অভিযোগ দিলে ট্রাকচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হয়। পরে কালীগঞ্জ পৌরসভার একটি সড়কের ওপর থেকে মালামালভর্তি ট্রাকটি জব্দ করা হয়। গ্রেপ্তার দুজন পুলিশের কাছে স্বীকার করেছেন, এ কাজে তাঁদের সঙ্গে আরও কয়েকজন জড়িত।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘটনায় জড়িত ট্রাকচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করার পর মালামাল ও ট্রাকটি উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত অন্যদের ব্যাপারে অনুসন্ধান চলছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
রাজশাহী নগরের ঘোড়ামারা এলাকায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে একটি দোকানের ব্যবস্থাপকের কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে নগরের বোয়ালিয়া থানা থেকে মাত্র ৪০০ মিটার দূরে মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা এ ঘটনা ঘটায়।
ভুক্তভোগী দিলীপ কুমার প্রামাণিক বলেন, তিনি রিলায়েন্স অটো নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। আগের দিনের বিক্রির সাড়ে ১২ লাখ টাকা মালিকের কুমারপাড়া চালপট্টি এলাকার বাসা থেকে ব্যাগে করে নিয়ে তিনি রিকশায় করে দোকানে যাচ্ছিলেন। পথে ঘোড়ামারা এলাকায় পৌঁছালে রিকশাচালক হঠাৎ সাগরপাড়া মহল্লার একটি গলির দিকে মোড় নেন। ঠিক তখনই পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশার পথ রোধ করে তাঁর চোখে মরিচের গুঁড়ার মতো কিছু ছিটিয়ে দেন। তখন তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। এ সময় ছিনতাইকারীরা তাঁর পিঠে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গেলে তিনি বাধা দেন। ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর ডান হাতের কনুই ও বাঁ হাতের আঙুল কেটে যায়। ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালানোর সময় প্রায় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে যায়, তবে বাকি টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
রিলায়েন্স অটোর মালিক বিপুল কুমার ঘোষ বলেন, দিলীপ তাঁদের বিশ্বস্ত কর্মচারী। দীর্ঘদিন ধরে কাজ করছেন। প্রতিদিনই তিনি এভাবে টাকা নিয়ে অফিসে আসেন।
ঘটনার পরপরই বোয়ালিয়া থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করেন। রিকশাচালক ভাড়া না নিয়ে পালিয়ে যাওয়ায় তাঁকে সন্দেহ করা হচ্ছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্ত ও আটক করার চেষ্টা করছি।’