চন্দ্রায় ১০ কিলোমিটার থেমে থেমে যানজট, পরিবহন সংকট
Published: 28th, March 2025 GMT
ঈদের বাকি আর কয়েকটি দিন। পরিবার সঙ্গে ঈদ পালন করতে শহর ছেড়ে গ্রামের পথে রওনা হয়েছেন কর্মজীবী মানুষরা। শুক্রবার (২৮ মার্চ) জুমার নামাজের পর মানুষের ঢল নামে গাজীপুরের রাস্তায়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় প্রায় ১০ কিলোমিটার থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে মহাসড়কে মানুষের চাপ বাড়তে শুরু করে। রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় যানবাহন ও যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কের উত্তরবঙ্গগামী একপাশে যানজট সৃষ্টি হয়। আজ সকালে পরিস্থিতি স্বাভাবিক হলেও দুপুরের পর আবারো থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আনসার একাডেমি থেকে চন্দ্রা পার হয়ে খাড়াজোর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও চন্দ্রা এলাকায় শত শত মানুষ গাড়ির জন্য অপেক্ষা করছেন। সময় যতো বাড়ছে যানবাহনের সংকট দেখা দিচ্ছে। ঘরমুখো মানুষ বাস ছাড়াও মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও ট্রাকে বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন।
আরো পড়ুন:
চট্টগ্রাম থেকে স্বস্তির ঈদযাত্রা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
গজারিয়ায় দীর্ঘ যানজট, দুর্ভোগ চরমে
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল পর্যন্ত দুই শতাধিক কারখানা ছুটি হয়েছে। দুপুরেও অনেক কারখানা ছুটি দিয়েছে। আজ সন্ধ্যার মধ্যে অধিকাংশ কারখানা ছুটি হবে। অন্যান্য ঈদের থেকে এবার ঈদে তুলনামূলক বেশি ছুটি থাকায় অধিকাংশ মানুষ বাড়ি যাচ্ছেন।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি রইচ উদ্দিন বলেন, “মহাসড়কের নিরাপত্তা রক্ষায় জেলা, মেট্রোপলিটন ও হাইওয়ে পুলিশের চার হাজার সদস্য কাজ করছেন। দুপুরের পর অনেক কারখানা ছুটি হয়েছে । ফলে সড়কে চাপ বেড়েছে, সময় যতো বাড়বে মানুষের চাপ তত বাড়বে।”
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন য নজট ঈদ উৎসব ঈদ য নজট
এছাড়াও পড়ুন:
আগামীতে আরও বড় পরিসরে ঈদ আনন্দ উৎসবের ঘোষণা আসিফ মাহমুদের
শাহী ঘোড়া, ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্রসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে সুলতানি মোঘল আমলের কায়দায় রাজধানীতে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী বছর থেকে আরও বড় পরিসরে এই ঈদ উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৩১ মার্চ) জাতীয় সংসদের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ঈদ আনন্দ উৎসবের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘‘সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। আজকের এই আনন্দের দিনে আমি মনে করতে চাই সেসব শহীদ ভাইদের কথা, যাদের কারণে আজকের ঈদ এতো আনন্দময় হয়েছে। তাদের আত্মত্যাগের কারণেই আজ শতবর্ষী ঈদ উদযাপনের যে ঐতিহ্য, তা আয়োজন করা সম্ভব হয়েছে। আগামী বছরও একইভাবে আমরা নগরবাসী ঈদ উদযাপন করব।’’
উপদেষ্টা আরও বলেন, ‘‘ঈদের দিন ঘরে বসে আমাদের আর ঈদ পালন করতে হবে না। আমরা ঈদ আনন্দ করব, ঈদ মিছিল করব। একে অপরের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেব। ভবিষ্যতে আরও বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করব।’’
ঢাকা/হাসান//