গুগল ম্যাপসে গন্তব্যের পথনির্দেশনা, রাস্তার যানজটের হালনাগাদ তথ্য দেখার পাশাপাশি ভ্রমণের সম্ভাব্য স্থানের তালিকা তৈরি করে অন্যদের পাঠানো যায়। এর ফলে দলগত ভ্রমণের সময় নির্দিষ্ট স্থান থেকে অন্য ব্যক্তিরা দলের সঙ্গে যুক্ত হতে পারেন। এবার ভ্রমণের পরিকল্পনা সহজ করতে ব্যবহারকারীদের ফোনের পর্দার স্ক্রিনশটের তথ্য বিশ্লেষণ করে আশপাশে থাকা ভ্রমণের সম্ভাব্য স্থানের তালিকা দেখাবে গুগল ম্যাপস। নতুন এ সুবিধা গুগল ম্যাপসের সার্চ ও হোটেল সার্ভিস অপশনে যুক্ত করা হবে।

গুগলের স্ক্রিনশট বিশ্লেষণ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের ফোনের পর্দার স্ক্রিনশটের আশপাশে থাকা ভ্রমণের স্থানগুলো পরিচিত ব্যক্তিরাও দেখতে পারবেন। এর ফলে সবার মতামত নিয়ে ভ্রমণের পরিকল্পনা করা যাবে। প্রাথমিকভাবে এই সুবিধা যুক্তরাষ্ট্রে বসবাসকারী আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। তবে শিগগিরই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনেও সুবিধাটি যুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল।

এ ছাড়া গুগল লেন্সের এআই ওভারভিউ সুবিধা হিন্দি, ইন্দোনেশীয়, জাপানি, কোরীয়, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় চালু করা হবে বলে জানিয়েছে গুগল। অন্যদিকে গুগল ফ্লাইটসে থাকা মূল্য ছাড়ের নোটিফিকেশন সুবিধা এবার গুগলের হোটেল সার্চেও যুক্ত করা হবে। সুবিধাটি কাজে লাগিয়ে নির্দিষ্ট তারিখ ও গন্তব্যে যাওয়ার আগে সেখানকার বিভিন্ন হোটেলের মূল্য ছাড়ের হালনাগাদ তথ্য জানা যাবে।

সূত্র: দ্য ভার্জ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভ রমণ র স

এছাড়াও পড়ুন:

আগামীতে আরও বড় পরিসরে ঈদ আনন্দ উৎসবের ঘোষণা আসিফ মাহমুদের

শাহী ঘোড়া, ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্রসহ  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে সুলতানি মোঘল আমলের কায়দায় রাজধানীতে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী বছর থেকে আরও বড় পরিসরে এই ঈদ উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৩১ মার্চ) জাতীয় সংসদের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ঈদ আনন্দ উৎসবের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘‘সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। আজকের এই আনন্দের দিনে আমি মনে করতে চাই সেসব শহীদ ভাইদের কথা, যাদের কারণে আজকের ঈদ এতো আনন্দময় হয়েছে। তাদের আত্মত্যাগের কারণেই আজ শতবর্ষী ঈদ উদযাপনের যে ঐতিহ্য, তা আয়োজন করা সম্ভব হয়েছে। আগামী বছরও একইভাবে আমরা নগরবাসী ঈদ উদযাপন করব।’’

উপদেষ্টা আরও বলেন, ‘‘ঈদের দিন ঘরে বসে আমাদের আর ঈদ পালন করতে হবে না। আমরা ঈদ আনন্দ করব, ঈদ মিছিল করব। একে অপরের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেব। ভবিষ্যতে আরও বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করব।’’

ঢাকা/হাসান//

সম্পর্কিত নিবন্ধ