এবার ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষ রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে কিছুটা ভিন্ন চিত্র পাবেন। বিশেষ করে নন কাউন্টার যাত্রীবাহী বাসগুলো ভুগছে যাত্রী খড়ায়। অন্যান্য বছরের তুলনায় ঈদের এ সময়ের চিত্র পুরোপুরি ভিন্ন। নেই যাত্রীর মাত্রাতিরিক্ত চাপ। পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, ‘ডাইক্যা ডাইক্যাও যাত্রী পাচ্ছি না।’

শুক্রবার (২৮ মার্চ) ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, সারি সারি দাঁড়িয়ে আছে মুন্সিগঞ্জ, ভাঙ্গা, বরিশালগামী বাসগুলো। পরিবহনের লোকজন হাঁকডাক দিচ্ছেন যাত্রীর জন্য। বাস যাত্রীপূর্ণ করতে সময়ও লাগছে বেশ।  

গুলিস্তান টু বালিগাঁও রুটের ‘ইলিশ’ পরিবহনের রিয়াদ হতাশার সুরে বললেন, ‘‘যাত্রী নাই। সকাল থেকেই একই অবস্থা। ডাইক্যা ডাইক্যাও যাত্রী পাচ্ছি না। ভাঙ্গা, বরিশালের যাত্রীর চাপ একটু বেশি। তবে অন্য বছরের মতো না।’’

‘‘বিকেলের দিকে যাত্রীর চাপ কিছুটা বাড়তে পারে। ছুটি এবার আগে শুরু হইছে। এ কারণে যাত্রী কম।’’ রিয়াদের এমনটাই ধারণা। 

ভাড়ার বিষয়ে জানতে চাইলে রিয়াদ বলেন, ‘‘নাহ্ বেশি নেই না। একশ টাকা ভাড়া, একশ ২০ নিচ্ছি। ২০ ঈদের সেলামি।’’

বালিগাঁও যাবেন আমির হোসেন। বললেন, ‘‘টিকিট কেটে রাখিনি। বাস ফ্রি আছে। যাত্রী তেমন নাই, তাই বাস ছাড়তে সময় লাগছে। ভাড়া একটু বেশি নিচ্ছে। যেতে তো হবে।’’
 

মামুন//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আগামীতে আরও বড় পরিসরে ঈদ আনন্দ উৎসবের ঘোষণা আসিফ মাহমুদের

শাহী ঘোড়া, ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্রসহ  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে সুলতানি মোঘল আমলের কায়দায় রাজধানীতে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী বছর থেকে আরও বড় পরিসরে এই ঈদ উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৩১ মার্চ) জাতীয় সংসদের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ঈদ আনন্দ উৎসবের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘‘সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। আজকের এই আনন্দের দিনে আমি মনে করতে চাই সেসব শহীদ ভাইদের কথা, যাদের কারণে আজকের ঈদ এতো আনন্দময় হয়েছে। তাদের আত্মত্যাগের কারণেই আজ শতবর্ষী ঈদ উদযাপনের যে ঐতিহ্য, তা আয়োজন করা সম্ভব হয়েছে। আগামী বছরও একইভাবে আমরা নগরবাসী ঈদ উদযাপন করব।’’

উপদেষ্টা আরও বলেন, ‘‘ঈদের দিন ঘরে বসে আমাদের আর ঈদ পালন করতে হবে না। আমরা ঈদ আনন্দ করব, ঈদ মিছিল করব। একে অপরের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেব। ভবিষ্যতে আরও বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করব।’’

ঢাকা/হাসান//

সম্পর্কিত নিবন্ধ