হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবাল বাসায় ফিরেছেন। গত সোমবার বিকেএসপিতে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে গাজীপুরের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে রাজধানীর এভারকেয়ারে নিয়ে আসা হয়।

আজ শুক্রবার দুপুরে তামিমকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন তামিমের ভাই নাফিস ইকবাল। তিনি জানান, আজ দুপুরে এভারকেয়ার থেকে তামিমকে বাসায় নেওয়া হয়েছে।

আরও পড়ুনতামিম ইকবাল কি আবার ক্রিকেটে ফিরতে পারবেন২১ ঘণ্টা আগে

মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ বোধ করেন তামিম। কেপিজে হাসপাতালে ইসিজি করার পর হেলিকপ্টারে ঢাকায় আসার কথা ছিল তাঁর। কিন্তু তামিমের শারীরিক অবস্থা তখন অনুকূলে ছিল না।

পরে কেপিজে হাসপাতালেই তাঁর চিকিৎসা চলে। হার্টে একটি রিংও পরানো হয়। তখন ডাক্তাররা জানান, ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে তামিমকে। কেপিজে হাসপাতালে এক দিন থাকার পর তামিমকে এভারকেয়ারে নিয়ে আসা হয়।

মোহামেডানের হয়ে খেলতে নেমে অসুস্থ হন তামিম.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বৈশাখী টিভিতে ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’, মাছরাঙায় ‘বাজি’

ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ ঈদের দিন মাছারাঙা, এনটিভি ও বৈশাখী টিভিতে কী কী আয়োজন থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ এ আয়োজন।

মাছরাঙা টেলিভিশন
সকাল ৭টায় ‘রাঙা সকাল’, অতিথি: সংগীতশিল্পী লুইপা। বেলা ১টা ৩০ মিনিটে ‘সিসিমপুর’। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘ব্রেকআপ থেকে শুরু’। অভিনয়ে নিলয়, হিমি। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক ‘বিয়ের জ্বালা’। অভিনয়ে শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, নাদিয়া মীম। রাত ৮টায় নাটক ‘বেকার বারেক’। অভিনয়ে মোশাররফ করিম, সালহা খানম নাদিয়া। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক ‘মধুমালা’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘বাজি’। অভিনয়ে মুশফিক আর ফারহান, কেয়া পায়েল। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘মন দিওয়ানা’। অভিনয়ে তৌসিফ, তটিনী।

এনটিভি
সকাল ৮টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘চৈতালী হাওয়া’। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘রাইট অর রং’। অভিনয়ে পার্থ শেখ, মীর রাব্বি, পারসা ইভানা। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘রূপবানের প্রেম’। অভিনয়ে তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রুবাইয়া এশা, কচি খন্দকার। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘মিরাকল লাভ’। অভিনয়ে মুশফিক আর ফারহান, স্পর্শিয়া। রাত ৯টা ১৫ মিনিটে একক নাটক ‘গরিব জামাই’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘নসিব’। অভিনয়ে নিলয়, হিমি। রাত ১২টা ১ মিনিটে ব্যান্ডসংগীতের অনুষ্ঠান ‘তারুণ্যের গান’, ব্যান্ড: পার্সা অ্যান্ড ফ্রেন্ডস।


বৈশাখী টেলিভিশন
সকাল ৮টা ১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’, অতিথি: কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন। বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’, অতিথি: কণ্ঠশিল্পী ঐশী ও তাঁর দল। দুপুর ১২টা ৩০ মিনিটে ‘ফানি মোমেন্ট’। বেলা ১টায় ‘শুধু সিনেমার গান’।

১টা ৩০ মিনিটে ‘নাটকের গান’। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’। অভিনয়ে কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘মানি লোকের মান’। অভিনয়ে জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক ‘শাশুড়ির বিয়ে’। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, শেলী আহসান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘লন্ডনি জামাই’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, আহসানুল হক মিনু। রাত ৮টা ১৫ মিনিটে একক নাটক ‘প্যারায় আছে নবাব’। অভিনয়ে মোশাররফ করিম, তাসনুভা তিশা। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক ‘ট্রাক ড্রাইভার’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি। রাত ৯টা ৫৫ মিনিটে একক নাটক ‘ডাকাতিয়া প্রেম’। অভিনয়ে জোভান, কেয়া পায়েল। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক ‘কুবের মাঝি’। অভিনয়ে শিপন মিত্র, আঁচল আঁখি।

সম্পর্কিত নিবন্ধ