আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে ১৮ লাখ ৫২ হাজার
Published: 28th, March 2025 GMT
কানাডাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাংলাদেশে একটি প্রকল্পে প্রোগ্রাম অফিসার-অ্যানিমিয়া, বাংলাদেশ (রিয়্যাক্টস-ইন) পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: প্রোগ্রাম অফিসার-অ্যানিমিয়া, বাংলাদেশ (রিয়্যাক্টস-ইন)পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিউট্রিশন, পাবলিক হেলথ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বেসরকারি সংস্থা বা জাতিসংঘের কোনো এজেন্সিতে পাবলিক হেলথ, রিপ্রোডাকটিভ হেলথ, ফুড সিকিউরিটি/নিউট্রিশন–বিষয়ক কোনো প্রোগ্রামে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বাংলাদেশে প্রজেক্ট ম্যানেজমেন্ট বা সিনিয়র টেকনিক্যাল পদে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। টেকনিক্যাল রাইটিং ও ইংরেজিতে উপস্থাপনায় পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটসহ দেশ-বিদেশে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: বছরে বেতন ১৮ লাখ ৫২ হাজার ৫৫০ টাকা। এ ছাড়া স্বাস্থ্যসুবিধার ব্যবস্থা আছে।
আরও পড়ুনরুরাল পাওয়ার কোম্পানিতে চাকরি, মূল বেতন সর্বোচ্চ ৫২ হাজার২ ঘণ্টা আগেআবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৩ এপ্রিল ২০২৫।
আরও পড়ুনআইএফআইসি ব্যাংকে চাকরি, বেতন ৩৬ হাজার, লাগবে না অভিজ্ঞতা১ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নার্সিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটির সনদের মান স্নাতকের (পাস) সমান করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে রংপুর নগরীতে এ কর্মসূচি পালিত হয়।
বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর সাধারণ ডিপ্লোমা নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও ইন্টার্ন শিক্ষার্থীরা স্থানীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। এরপর সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। এ সময় বক্তব্য রাখেন ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখার সভাপতি রেজওয়ান হোসেন, শিক্ষার্থী নুরুজ্জামান, আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (পাস) কোর্সের সমমানের স্বীকৃতির জন্য দাবি জানিয়ে আসছি।
এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৯ জুলাই স্বাস্থ্যমন্ত্রী ও ২০ আগস্ট স্বাস্থ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের এ যৌক্তিক দাবির পক্ষে নীতিনির্ধারকরা সহমত পোষণ করলেও
এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মানা না
হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয় কর্মসূচি থেকে।