আনচেলত্তি না এলে ‘প্ল্যান বি’তে যাঁকে কোচ বানাতে চায় ব্রাজিল
Published: 28th, March 2025 GMT
আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের পর থেকেই চলছে দরিভাল জুনিয়রের বিদায়ের ক্ষণগণনা। যেকোনো মুহূর্তে হয়তো তাঁর বিদায়ের ঘোষণাও হয়তো চলে আসবে। এমনকি দরিভালের বিদায়ের পর কার্লো আনচেলত্তির ব্রাজিল দলের দায়িত্ব নেওয়াও নাকি অনেকটা নিশ্চিত। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতাটুকু সম্পন্ন হওয়ার।
তবে এরপরও ‘যদি’ ও ‘কিন্তু’ থেকে যায়। এর আগেও একবার আনচেলত্তিকে রিয়ালের ডাগআউটে দেখে ফেলেছিলেন অনেকে। কিন্তু সব যখন ঠিকঠাক মনে হচ্ছিল, তখন উল্টে যায় পাশার দান।
নাটকীয়ভাবে আনচেলত্তি চুক্তি নবায়ন করেন রিয়ালের সঙ্গে আর আকস্মিকভাবে ব্রাজিলের কোচের পদে আসেন দরিভাল। এবার তাই আনচেলত্তিকে কোচ হিসেবে বিবেচনায় রেখে ‘প্ল্যান বি’ও সাজিয়ে রেখেছে ব্রাজিল। যেখানে কোচ হিসেবে দ্বিতীয় যে ব্যক্তি বিবেচনায় আছেন, তিনি হোর্হে জেসুস। ব্রাজিলের ফুটবল সংস্কৃতি সম্পর্কে বেশ ভালো ধারণাও আছে জেসুসের।
আরও পড়ুনআর্জেন্টিনার কাছে হেরে চাকরি যাওয়ার অবস্থা ব্রাজিল কোচের২৬ মার্চ ২০২৫আনচেলত্তির রিয়ালের ডাগআউটে আসার পথে বড় বাধা হতে পারে রিয়ালের সঙ্গে এই ইতালিয়ান কোচের চুক্তি। রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। আর এই চুক্তির কারণে তাঁর ব্রাজিলে আসাটা জটিলও হয়ে উঠতে পারে।
পর্তুগিজ কোচ হোর্হে জেসুস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডিজিটাল নিরাপত্তা আইনে দুই সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
পটুয়াখালীর দুই সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কামরুজ্জামান জুয়েল।
ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে মির্জাগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে কামরুজ্জামান জুয়েল নিজেকে মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি উল্লেখ করেছেন।
আসামিরা হলেন– দৈনিক সমকালের পটুয়াখালী জেলা প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন, চ্যানেল টোয়েন্টিফোরের পটুয়াখালী জেলা প্রতিনিধি এম কে রানা ও মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী এলাকার বাসিন্দা মাসুম হাওলাদার।
গত ১৬ এপ্রিল দৈনিক সমকালে ‘চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর বিএনপি নেতার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। একই দিন চ্যানেল টোয়েন্টিফোরের অনলাইনে ‘মাসে ৫০ হাজার টাকা না দিলে ব্যবসা বন্ধের হুমকি বিএনপি নেতার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। মাসুম হাওলাদার তাঁর ফেসবুকে প্রতিবেদনটি শেয়ার করায় তাঁকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, সংবাদগুলো ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। এগুলো বাদীর সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করেছে।
এ ব্যাপারে মুফতী সালাহউদ্দিন ও এম কে রানা জানান, কারও মর্যাদা ক্ষুণ্ন নয়, তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রতিবেদন করেছেন তারা। এমন কিছু না ঘটলে রাসেল মৃধা অভ্যন্তরীণভাবে বিরোধ নিষ্পত্তি হওয়ার দাবি করে অভিযোগ প্রত্যাহারে কেন থানায় আবেদন করেছেন?
এদিকে মামলাটি নিয়ে পটুয়াখালীর সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং সাংবাদিকদের হয়রানি করতে এটি করা হয়েছে জানিয়ে দ্রুত মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।