আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের পর থেকেই চলছে দরিভাল জুনিয়রের বিদায়ের ক্ষণগণনা। যেকোনো মুহূর্তে হয়তো তাঁর বিদায়ের ঘোষণাও হয়তো চলে আসবে। এমনকি দরিভালের বিদায়ের পর কার্লো আনচেলত্তির ব্রাজিল দলের দায়িত্ব নেওয়াও নাকি অনেকটা নিশ্চিত। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতাটুকু সম্পন্ন হওয়ার।

তবে এরপরও ‘যদি’ ও ‘কিন্তু’ থেকে যায়। এর আগেও একবার আনচেলত্তিকে রিয়ালের ডাগআউটে দেখে ফেলেছিলেন অনেকে। কিন্তু সব যখন ঠিকঠাক মনে হচ্ছিল, তখন উল্টে যায় পাশার দান।

নাটকীয়ভাবে আনচেলত্তি চুক্তি নবায়ন করেন রিয়ালের সঙ্গে আর আকস্মিকভাবে ব্রাজিলের কোচের পদে আসেন দরিভাল। এবার তাই আনচেলত্তিকে কোচ হিসেবে বিবেচনায় রেখে ‘প্ল্যান বি’ও সাজিয়ে রেখেছে ব্রাজিল। যেখানে কোচ হিসেবে দ্বিতীয় যে ব্যক্তি বিবেচনায় আছেন, তিনি হোর্হে জেসুস। ব্রাজিলের ফুটবল সংস্কৃতি সম্পর্কে বেশ ভালো ধারণাও আছে জেসুসের।

আরও পড়ুনআর্জেন্টিনার কাছে হেরে চাকরি যাওয়ার অবস্থা ব্রাজিল কোচের২৬ মার্চ ২০২৫

আনচেলত্তির রিয়ালের ডাগআউটে আসার পথে বড় বাধা হতে পারে রিয়ালের সঙ্গে এই ইতালিয়ান কোচের চুক্তি। রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। আর এই চুক্তির কারণে তাঁর ব্রাজিলে আসাটা জটিলও হয়ে উঠতে পারে।

পর্তুগিজ কোচ হোর্হে জেসুস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আনচেলত্তি না এলে ‘প্ল্যান বি’তে যাঁকে কোচ বানাতে চায় ব্রাজিল

আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের পর থেকেই চলছে দরিভাল জুনিয়রের বিদায়ের ক্ষণগণনা। যেকোনো মুহূর্তে হয়তো তাঁর বিদায়ের ঘোষণাও হয়তো চলে আসবে। এমনকি দরিভালের বিদায়ের পর কার্লো আনচেলত্তির ব্রাজিল দলের দায়িত্ব নেওয়াও নাকি অনেকটা নিশ্চিত। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতাটুকু সম্পন্ন হওয়ার।

তবে এরপরও ‘যদি’ ও ‘কিন্তু’ থেকে যায়। এর আগেও একবার আনচেলত্তিকে রিয়ালের ডাগআউটে দেখে ফেলেছিলেন অনেকে। কিন্তু সব যখন ঠিকঠাক মনে হচ্ছিল, তখন উল্টে যায় পাশার দান।

নাটকীয়ভাবে আনচেলত্তি চুক্তি নবায়ন করেন রিয়ালের সঙ্গে আর আকস্মিকভাবে ব্রাজিলের কোচের পদে আসেন দরিভাল। এবার তাই আনচেলত্তিকে কোচ হিসেবে বিবেচনায় রেখে ‘প্ল্যান বি’ও সাজিয়ে রেখেছে ব্রাজিল। যেখানে কোচ হিসেবে দ্বিতীয় যে ব্যক্তি বিবেচনায় আছেন, তিনি হোর্হে জেসুস। ব্রাজিলের ফুটবল সংস্কৃতি সম্পর্কে বেশ ভালো ধারণাও আছে জেসুসের।

আরও পড়ুনআর্জেন্টিনার কাছে হেরে চাকরি যাওয়ার অবস্থা ব্রাজিল কোচের২৬ মার্চ ২০২৫

আনচেলত্তির রিয়ালের ডাগআউটে আসার পথে বড় বাধা হতে পারে রিয়ালের সঙ্গে এই ইতালিয়ান কোচের চুক্তি। রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। আর এই চুক্তির কারণে তাঁর ব্রাজিলে আসাটা জটিলও হয়ে উঠতে পারে।

পর্তুগিজ কোচ হোর্হে জেসুস

সম্পর্কিত নিবন্ধ

  • আমাকে এসবে জড়াবেন না: ব্রাজিলের নতুন কোচ কে হবেন, তা নিয়ে নেইমার
  • ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন কে?