পবিত্র রমজান শেষ হওয়ার পথে। দরজায় কড়া নাড়ছে ঈদ। নিজের ও প্রিয়জনের জন্য উপহার কিনতে কাজের ফাঁকে এ–দোকান ও–দোকান ঘুরে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। রোদে পুড়ে যাচ্ছে ত্বক। সঙ্গে চেহারায় ক্লান্তি ভাব। এসব দূর করতে অনেকে ভিড় করছেন সৌন্দর্য চর্চাকেন্দ্রগুলোতে। নতুন পোশাকের সঙ্গে সজীব ত্বক আর ঝলমলে চুল না হলে ঈদের সাজ কি সম্পূর্ণ হয়?
গত কয়েক দিন রাজধানীর সৌন্দর্য চর্চাকেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, নানা বয়সী মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন। অভিভাবকদের হাত ধরে হাজির শিশুরাও। বন্ধু–বান্ধব বা পরিবারের সদস্যরা মিলে দল বেঁধে এসেছেন অনেকে। কেউ ত্বকের পরিচর্যা করাচ্ছেন, কেউ চুলের। সঙ্গে হাত–পায়ের যত্ন তো আছেই।
লালমাটিয়ার বাসিন্দা শাম্মী আক্তার। দুই বাচ্চার স্কুল, বাজার, রান্নাসহ সংসারের কাজে ব্যস্ত সময় পার করেন এই গৃহবধূ। কয়েক দিন ধরে ঈদের কেনাকাটা নিয়েও নানা শপিং মলে ঘোরাঘুরি করেছেন। সৌন্দর্য চর্চাকেন্দ্র পারসোনার ধানমন্ডি শাখায় কথা হয় তাঁর সঙ্গে। কী সেবা নিতে এসেছেন জানতে চাইলে হাসিমুখে বলেন, সামনে ঈদ, তারপরই ছোট ননদের বিয়ে। চেহারা থেকে ক্লান্তি ভাব দূর করতে নিতে এসেছেন হাইড্রা ফেসিয়াল।
পারসোনার ভেতরে গিয়ে কথা হয় তাহমিনা মান্নানের সঙ্গে। ৬০ বছর বয়সী এই নারী চুলে মেহেদি লাগিয়েছেন। সঙ্গে চলছে পেডিকিউর-ম্যানিকিউর। ত্বকের যত্নে হাইড্রা ফেসিয়ালও করাবেন। রাজধানীর পান্থপথের এই বাসিন্দা বলেন, ‘সকালে ছেলে গাড়িতে নামিয়ে দিয়ে গেছে। ওদের বলেছে, “মায়ের জন্য আপনাদের যা যা সার্ভিস আছে সব মা করাবেন।” এখন ওরা একে একে সব করছে।’
কয়েক বছর ধরে ত্বকের যত্নে হাইড্রা ফেসিয়ালের চাহিদা অনেক বেড়েছে। তবে এর পাশাপাশি ত্বকের যত্নে অক্সিব্রাইট, অক্সিকোলাজেন, ব্রাইট ন্যারেশিংয়ের চাহিদাও রয়েছে। এমনটাই জানিয়েছেন পারসোনার ধানমন্ডি শাখার জ্যেষ্ঠ শাখা ব্যবস্থাপক রেশমা আক্তার। পারসোনার ভেতরটা ঘুরিয়ে দেখাতে দেখাতে তিনি আরও জানালেন, ১৫ রোজার পর থেকে গ্রাহকের চাপ বেড়েছে। নানা ধরনের ফেসিয়ালের পাশাপাশি গ্রাহকেরা এখন হাত পায়ের যত্নে পেডিকিউর, ম্যানিকিউর বেশি করাচ্ছেন।
তাঁর সঙ্গে ঘুরতে ঘুরতেই কথা হয় মোহাম্মদপুর থেকে আসা রত্নার সঙ্গে। তিনি চুলে ক্যারোটিন ট্রিটমেন্ট নেওয়ার পাশাপাশি পেডিকিউর, ম্যানিকিউর করাচ্ছেন। তিনি বলেন, ‘ত্বকের যত্নে সারা বছরই পারসোনায় আসি। তবে সামনে ঈদ, তাই এখন একবারে সব করিয়ে নিচ্ছি।’
পাশের আরেক কক্ষে চলছে চুল কাটা। রেশমা বলেন, ‘২০ রোজার পর হেয়ার কাট বেশি হচ্ছে। ভলিউম লেয়ার, লং লেয়ার, বাটারফ্লাই কাট খুব চলছে। অনেকে চুল রং করাচ্ছেন। বিশেষ করে ফ্যাশন কালারের খুব চাহিদা এবার। ঈদে সবাই চেহারায় নতুন লুক চান।’
পারসোনায় ১১৫০ টাকায় শ্যাম্পু করাসহ চুলের কাট দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। বলেন, ঈদের আগে তাঁরা সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত সৌন্দর্য চর্চাকেন্দ্র খোলা রাখছেন। কেউ যদি সেবা গ্রহণের আগে পরামর্শ নিতে চান পারসোনায় সে ব্যবস্থাও আছে। ঈদের আগে চুলের যত্নে গ্রাহকেরা কী কী সেবা নিচ্ছেন জানাতে গিয়ে রেশমা বলেন, নানা ক্যারোটিন ট্রিটমেন্ট আর হেয়ার স্মুদিংয়ের চাহিদা বেশি।
ধানমন্ডিতে পারসোনার উল্টো দিকের রাস্তাতেই ফারজানা শাকিল’স মেকওভার স্যালন। সেখানে গিয়ে কথা বলার মতো কাউকে পাওয়া যায়নি। পরে ফোনে কথা হয় বিপণন বিভাগের ব্যবস্থাপক অদিতি বাড়ৈয়ের সঙ্গে। তিনি বললেন, তাঁদের স্যালনে স্কিন ব্রাইটেনিং ফেসিয়াল, হাইড্রা ডার্মাব্রেশন ফেসিয়াল, মেনিকিউর-পেডিকিউর, হেয়ার কাট, হেয়ার কালার এবং হেয়ার ট্রিটমেন্টের চাহিদা সবচেয়ে বেশি। ঈদের আগে ত্বকে বাড়তি উজ্জ্বলতা পেতে স্কিন ট্রিটমেন্টগুলোর চাহিদাও আছে।
ঈদ উপলক্ষে তাঁদের স্যালনে স্পেশাল ডিসকাউন্টে নানা প্যাকেজ দেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। এই প্যাকেজে কম খরচে একাধিক সেবা পাওয়া যাচ্ছে। খোলা থাকছে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
রাজধানীর নীলক্ষেত গাউসুল আজম মার্কেটের অর্নি বিউটি পার্লার। দুই কক্ষের ছোট্ট সৌন্দর্য চর্চাকেন্দ্রটিতে ২১ মার্চ শুক্রবার বিকেলে গিয়ে বেশ ভিড় দেখা গেল। স্বত্বাধিকারী শাহানা জাহান নূপুর বলেন, ‘আমরা কম খরচে নানা সেবা দিয়ে থাকি। যাঁরা একটু কম খরচে ত্বক ও চুলের যত্ন নিতে চান তাঁরা আমাদের এখানে আসেন।’
নারীদের পাশাপাশি পুরুষদের মধ্যেও সৌন্দর্য সচেতনতা বেড়েছে। তেমনটাই দেখা গেল পারসোনা অ্যাডামসে গিয়ে। এখানে পুরুষদের ত্বক ও চুলের যত্নে নানা সেবা দেওয়া হয়। কথা হয় ফ্লোর ব্যবস্থাপক মাসুমের সঙ্গে। তিনি বলেন, ‘ছেলেরা চুল কাটা, শেভিং, পেডিকিউর, ম্যানিকিউর—সাধারণত এসবই করান। তবে ঈদের আগে চুলে নানা ফ্যাশন কালার করাচ্ছেন অনেকে। আর চলছে হাইড্রা ফেসিয়াল।’
এসব সৌন্দর্য চর্চাকেন্দ্রগুলোতে বড়দের পাশাপাশি শিশুদেরও সেবা দেওয়া হয়। কয়েকজন শিশুর অভিভাবকের সঙ্গে কথা বলে যা বোঝা গেল তাতে, মূলত চুল কাটতেই শিশুদের সৌন্দর্য চর্চাকেন্দ্রে নিয়ে আসেন অভিভাবকেরা।
সব শেষে আসি মেহেদির কথায়। ঈদে হাত ভরে মেহেদি না পরলে কি চলে? সৌন্দর্য চর্চাকেন্দ্রগুলোতে অবশ্য এখনো মেহেদি পরার ভিড় শুরু হয়নি। ঈদের দু–একদিন আগে মেহেদি পড়ার ভিড় শুরু হবে। তবে দোকানগুলোতে মেহেদি কেনার ধুম পড়ে গেছে। অনলাইনেও প্রচুর মেহেদি বিক্রি হচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট র টম ন ট কর চ ছ ন প রস ন র ব যবস থ
এছাড়াও পড়ুন:
দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আর্থনা সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন ।
প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সোমবার (২১ এপ্রিল) কাতারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টাকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’।
সরকারপ্রধানের চার দিনের এ সফরের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে বলেন, “আর্থনা সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি এ সফরে কাতারের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে। ২৪ এপ্রিল মধ্যরাতের পর তার দেশে ফেরার সূচি রয়েছে।
সফরে জ্বালানি উপদেষ্টার যাওয়ার তুলে ধরে প্রেস সচিব বলেন, “কাতারের সঙ্গে আমাদের এলএনজি নিয়ে দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। ভিসা সংক্রান্ত ইস্যু নিয়ে আলাপ করবেন। এছাড়া অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলাপ হবে। কাতারের উদ্যোক্তাদের নিয়ে ২৩ এপ্রিল বাণিজ্য সম্মেলন হবে, আশা করি সাড়া পাব।”
কাতারে রোহিঙ্গাদের নিয়ে আড়াই ঘণ্টার একটি সম্মেলন হবে, এমন তথ্য দিয়ে তিনি বলেন, “প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সম্মেলনে রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিকভাবে সম্পৃক্ত অনেকেই অংশ নেবেন। আশা করি ফলপ্রসূ বৈঠক হবে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত রোহিঙ্গা সম্মেলনের প্রাক-প্রস্তুতি বৈঠক এটি।”
কাতার প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে কি না জানতে চাইলে প্রেস সচিব বলেন, “এ পরিকল্পনা আমাদের অনেক দিন ধরেই আছে। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। যাতে করে দেশটির বাজার আমাদের জন্য উন্মুক্ত হয়। আরো শ্রমিক বাংলাদেশ থেকে নেয়, সে বিষয়ে আমরা দেখছি।”
“একইভাবে অন্যান্য যেসব দেশে আমাদের ভাই-বোনেরা কাজ পেতে পারেন তা নিয়ে কাজ করছি।”শ্রমবাজারগুলোতে আরো ভালো বেতনে, বেশি সংখ্যক কর্মী যাতে যেতে পারেন সেটা সরকারের অগ্রাধিকার বলে তুলে ধরেন তিনি।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো চার নারী ক্রীড়াবিদ সরকার প্রধানের সফরসঙ্গী হয়েছেন। এই চার জন হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।
তথ্যসূত্র: বাসস
ঢাকা/ইভা