সাড়ে পাঁচশ’র ভাড়া নয়শ, অ্যাকশনে ভোক্তা অধিকার
Published: 28th, March 2025 GMT
দুয়ারে ঈদ। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে নাড়ির টানে অনেকেই বাড়ি যাচ্ছেন। এবার ঈদে অফিস, আদালত, কলকারখানা ধাপে ধাপে ছুটি হওয়ায় অন্যবারের তুলনায় ঘুরমুখো মানুষের চাপ অনেকটা কম। রাজধানীর গুলিস্তান, ফুলবাড়িয়া এলাকার বাসস্ট্যান্ডগুলোতে এমন চিত্র দেখা গেছে।
শুক্রবার (২৮ মার্চ) সরেজমিনে দেখা যায়, যাত্রীদের চাপ অনেকটাই কম। কাউন্টারের বাসগুলো নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে। নন কাউন্টার বাসগুলোর অবশ্য তাড়া নেই। তারা যাত্রীর জন্য হাঁকডাক করছেন। তবে থেমে নেই ভাড়া নৈরাজ্য। সবচেয়ে বেশি নৈরাজ্য দেখা গেছে বরিশাল রুটের বাসে। সাড়ে পাঁচশ টাকার ভাড়া নয়শ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। কারণ জানতে চাইলে বলা হচ্ছে, আসার সময় খালি বাস আসতে হবে। তাই ভাড়া বেশি। বাধ্য হয়ে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।
বরিশাল রুটের ‘ইলিশ’ পরিবহনের মিরাজ এ প্রসঙ্গে বলেন, ‘‘যাত্রী নাই। আবার আসার সময় খালি গাড়ি টাইন্যা আসতে হয়। কী করুম, ভাড়াটা একটু বেশিই নিচ্ছি।’’
ওই বাসের যাত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া বলেন, ‘‘ডাইরেক্ট গাড়িতে সিট পাইনি। বাড়ি তো যেতে হবে। বাধ্য হয়ে সাড়ে পাঁচশ টাকার ভাড়া নয়শ দিয়ে যাচ্ছি।’’
এদিকে ভাড়া নৈরাজ্য ঠেকাতে গুলিস্তান ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ। অতিরিক্ত ভাড়া নেওয়ায় ‘ওয়েলকাম’ পরিবহনকে ৩০ হাজার এবং ‘দোলা’ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণের উপপরিচালক বিকাশচন্দ্র দাস। বরিশাল রুটের ‘তাজ আনন্দ’ সার্ভিসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে নয়শ টাকার অতিরিক্ত ভাড়া পাঁচশ ৩৮ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দিতেও এ সময় বাধ্য করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার উপস্থিত ছিলেন।
তারা//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বনানীতে পোশাকশ্রমিক বহনকারী বাস উল্টে আহত ৪২
রাজধানীর বনানীতে আজ শুক্রবার ভোরে পোশাককারখানার শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে যায়। এতে ৪২ জন পোশাকশ্রমিক আহত হন। তাঁদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার প্রথম আলোকে বলেন, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে বনানী এলাকার প্রধান সড়কে এ ঘটনা ঘটে। পূর্বাচল অ্যাপারেলস লিমিটেড নামের পোশাককারখানার শ্রমিকদের নিয়ে পরিস্থান পরিবহনের বাসটি ঢাকা থেকে গাজীপুরের কালীগঞ্জে যাচ্ছিল। চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারান। বাসটি উল্টে গেলে ৪২ শ্রমিক আহত হন।
ওসি রাসেল সারোয়ার আরও বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩৫ জনকে ছেড়ে দেওয়া হয়। একজনের হাত ভেঙে যাওয়ায় তাঁকে শেরেবাংলা নগর এলাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। অন্য ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
পূর্বাচল অ্যাপারেলস লিমিটেডের মহাব্যবস্থাপক মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা মাসিক ভাড়ায় বাসটি নিয়ে ঢাকা থেকে পোশাকশ্রমিকদের আনা-নেওয়া করেন। আহত শ্রমিকদের কারখানার পক্ষ থেকে চিকিৎসার খরচ বহন করা হচ্ছে।