স্বস্তির ঈদযাত্রা ঢাকা-টাঙ্গাইল সড়কে, নেই যানজট
Published: 28th, March 2025 GMT
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে গাড়ির সংখ্যা বাড়লেও নেই যানজট। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। বৃহস্পতিবার বিকেলের পর থেকে বিভিন্ন পোশাক কারখানা ছুটি হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। শুক্রবার থেকে আরও চাপ বাড়বে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কে দ্বিগুণ হয়েছে যানবাহনের সংখ্যা। যাত্রীবাহী বাস ছাড়াও ট্রাক, পিকআপ, বিভিন্ন সড়কের লোকাল বাস, লেগুনায় যাত্রী পরিবহন করা হচ্ছে। পাশাপাশি যাত্রী পরিবহন করছে ভাড়ায়চালিত মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকার। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ এবং ট্রাফিক প্রায় সাতশ পুলিশ কাজ করছে।
মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা থাকলেও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চারলেন প্রকল্পের কাজ চলছে। এ কারণে চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত যানবাহন স্বাভাবিক গতি আসতে পারলেও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তায় চারলেন নেই। এই ১৩ কিলোমিটারেই ডাবল সার্ভিস লেন করা হয়েছে। চারলেন না হলেও ডাবল সার্ভিস লেন দিয়ে চার লেনের সুবিধা নিয়ে যানবাহন চলাচল করছে। তবে এই ১৩ কিলোমিটারে কোনো গাড়ি দুর্ঘটনায় পড়লে সেখানে যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে।
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩৫ হাজার যানবাহন পারাপার: এদিকে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫শ’ টাকা। যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২০ হাজার ২৪১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৪ হাজার ৯৮৬ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, মহাসড়কে যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। আশা করছি, ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ জানান, মহাসড়কে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। রাস্তায় যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট নেই। যানজট যাতে না হয় সেজন্য হাইওয়ে পুলিশ কাজ করেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
.
উৎস: Samakal
কীওয়ার্ড: ঈদ য ত র য নজট এল ঙ গ য নজট
এছাড়াও পড়ুন:
বন্দরে আওয়ামীলীগ নেত্রীর বসত বাড়িতে অগ্নিকান্ড
বন্দরে আওয়ামীলীগ নেত্রীর বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বসত ঘরে আসভাবপত্র পুড়ে গিয়ে প্রায় ২ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে। তবে এ ঘটনায় আহত বা প্রানহানির কোন খবর পাওয়া যায়নি।
গত শনিবার (১৯ এপ্রিল) রাত পৌনে ১০টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর পৌরসভা সংলগ্ন আওয়ামীলীগ নেত্রী শিমলা সুলতানার বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বন্দর ফায়ার সার্ভিস গণমাধ্যমকে জানিয়েছে, মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে সাথে নিয়ে ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। সে সাথে অগ্নিকান্ডের কবল থেকে ১০ লাখ টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হই।