চড়া মূল্য দিয়ে রিয়ালকে টপকে শীর্ষে বার্সেলোনা
Published: 28th, March 2025 GMT
ম্যাচটি ছিল এই মাসের শুরুতে। বার্সেলোনার চিকিৎসকের মৃত্যুতে পিছিয়ে যায় সেটা। ম্যাচটির সূচি নিয়ে আপত্তি ছিল বার্সেলোনার। আন্তর্জাতিক বিরতির পরপর হওয়ায় এ ম্যাচটি গতকাল রাতে খেলতে চায়নি হ্যান্সি ফ্লিকের দল। তবে তা ধোপে টেকেনি। বাধ্য হয়ে ম্যাচটি খেলতে হয়েছে। নিজেদের মাঠে লা লিগায় ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১৯ ম্যাচে অপরাজিত রইল কাতালানরা। পাশাপাশি এ জয়ের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদকে পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে শীর্ষস্থান সুদৃঢ় করেছে বার্সা।
তবে এই ম্যাচটি খেলতে চড়া মূল্য দিতে হয়েছে বার্সেলোনাকে। ওসাসুনার বিপক্ষে ম্যাচটিতে চোটে পড়েন বার্সেলোনার দানি ওলমো। দলের ৩-০ গোলের জয়ে দ্বিতীয় গোলটি আসে তার পা থেকেই। তবে ম্যাচের ২৭তম মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারকে হারিয়ে ক্ষুব্ধ বার্সা কোচ হান্সি ফ্লিক। তার মতে, এই জয়ের অনেক বেশিই মূল্য দিতে হবে তাদেরকে।
ফ্লিক বলেন, ‘যে পরিস্থিতিতে আমাদের ঠেলে দেওয়া হয়েছে, সেটির সেরাটা আজকে আমরা নিতে পেরেছি। তবে এই ম্যাচটি খেলার সঠিক সময় এটি ছিল না। আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর, এটা ভালো কিছু ছিল না। তিনটি পয়েন্ট আমরা পেয়েছি, তবে এর জন্য চড়া মূল্য দিতে হয়েছে, দানির (ওলমো) চোটে। মোটেও ভালো কিছু নয়। আমরা জানি না সে কত দিন বাইরে থাকবে, যদি এটা দুই সপ্তাহের জন্য হয়, তবে অনেকগুলো ম্যাচ সে মিস করবে।’
এই ম্যাচ নিয়ে সরাসরি বিরক্তি প্রকাশ করেছেন বার্সা ডিফেন্ডার জুলস কুন্দে, ‘খেলার জন্য এই দিনতারিখ ঠিক করা ক্লাবের প্রতি সম্মানের অভাবকেই প্রকাশ করে। আমরা যন্ত্র না। নিজেদের খেলাটা খেলার জন্য এবং ভক্তদের আমরা যা দিতে চাই, সে জন্য বিশ্রাম জরুরি।’
বার্সেলোনার ৩-০ গোলের এই জয়ে ওলমো ছাড়াও গোল পেয়েছেন ফেরান তোরেস ও রবার্ট লেভান্ডোভস্কি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোটের কারণে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ওলমোকে। এই জয়ের ফলে ২৮ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৬৩। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬০। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৫৬ পয়েন্ট।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
একসঙ্গে কাঁপল ৬ দেশ
মিয়ানমারের আজ শুক্রবার পরপর দুটি ভূমিকম্প হয়েছে। বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশে এর প্রভাব অনুভূত হয়েছে। আজ দুপুর ১২টা ২১ মিনিটে কেঁপে উঠে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে।
ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশ, ভারত, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড এবং চীনে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর একটি ৭ দশমিক ৭ মাত্রার, অন্যটি ৬ দশমিক ৪ মাত্রার। মিয়ানমারে থেকে এর উৎপত্তি হয়। তবে থাইল্যান্ডসহ অন্যান্য অঞ্চলে অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
বাংলাদেশ
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর সমকালকে জানিয়েছেন, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার।
তিনি বলেন, ভূমিকম্পের প্রভাবে অনুভূত হয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে। তবে কোনো ক্ষয়ক্ষতির হয়নি।
মিয়ানমার
মিয়ানমারের স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ৭ দশমিক ৭ মাত্রার এবং এর গভীরতা ছিল ভূঅভ্যন্তরের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। প্রথম বার আঘাত হানার পর আরেকটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতায় রাস্তাঘাট ফাটল দেখা গেছে এবং ভবনের টুকরো খসে পড়েছে। ইরাবতী নদীতে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত একটি সেতু ভেঙে পড়েছে। ভয়াবহ ভূমিকম্পে ভেঙে পড়ে ৯১ বছরের পুরোনো আভা সেতু, যা পুরোনো সাগাইং সেতু নামেও পরিচিত।
মিয়ানমারের ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা রয়টার্স সংবাদ সংস্থাকে বলেছেন, ‘আমরা হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করার জন্য ইয়াঙ্গুনে অনুসন্ধান শুরু করেছি এবং ঘুরে দেখছি। এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই।’
চীন
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, চীনের ইউনানে এর কম্পন অনুভূত হয়েছে। সিনহুয়া জানিয়েছে, এর মাত্রা ছিল ৭ দশমিক ৯।
ভারত
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমিওলজি জানিয়েছে, মেঘালয়ের পূর্ব গারো পাহাড়ে ৪ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
থাইল্যান্ড
মিয়ানমারে উৎপন্ন ভূমিকম্প থাইল্যান্ডে আঘাত হানে। রাজধানী ব্যাংককে কম্পনে নির্মাণাধীন একটি ৩০ তলা সরকারি অফিস ভবন ধসে পড়েছে। সেখানে কর্মরত অন্তত ৪৩ জন শ্রমিক ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও মেডিকেল কর্তৃপক্ষ। উত্তর ও মধ্য থাইল্যান্ডের বিভিন্ন এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রচারিত একটি ভিডিওতে ভবনগুলো কাঁপতে দেখা গেছে। আতঙ্কে লোকজন রাস্তায় ছোটাছুটি করেন। দুপুরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করে ব্যাংককে। ভূমিকম্পের প্রভাবে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর ব্যাংককের ওই ভবনটি ধসে পড়ে।
লাওস
চীনের সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদেন বলা হয়, মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে লাওসের কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
লাও জাতীয় ভূমিকম্প তথ্যকেন্দ্রের তথ্যমতে, লাওসের উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। রাজধানী ভিয়েনতিয়েনেও কেঁপে উঠে। দেশটির কর্তৃপক্ষ সেখানকার বাসিন্দাদের সম্ভাব্য আফটারশকের জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছে।