নৌঘাটে ঘরমুখী মানুষের চাপ, দেরিতে ছাড়ল ফেরি
Published: 28th, March 2025 GMT
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ফেরি কর্তৃপক্ষ। অতিরিক্ত যাত্রী ও যানবাহন কারণে আজ শুক্রবার সকালে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর দ্বীপ উপজেলা সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যায় ফেরি কপোতাক্ষ। এদিকে সন্দ্বীপমুখী যাত্রীদের চাপ রয়েছে সীতাকুণ্ডের কুমিরা নৌঘাটেও। টিকিট কাটার পর স্পিডবোটে উঠতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
বাঁশবাড়িয়া ঘাটে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেরিতে করে সন্দ্বীপে যেতে রাত থেকে ঘাটে ভিড়তে থাকে যাত্রীবাহী ও পণ্যবাহী বিভিন্ন যানবাহন। ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল সাড়ে ছয়টায় ফেরি ছাড়ার কথা। এ জন্য সকাল ছয়টার দিকে ফেরিতে গাড়ি ওঠানো শুরু হয়। তবে প্রতিযোগিতা করে গাড়ি নিয়ে ফেরিতে উঠতে গিয়ে চালকদের মধ্যে হট্টগোল তৈরি হয়। এ পরিস্থিতিতে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর ছাড়তে হয় ফেরিটি। ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভিড়ের কারণে পা ফেলার জায়গা ছিল না।
সকালে ফেরিটিতে করে সন্দ্বীপে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। তিনি প্রথম আলোকে বলেন, ‘সকাল সাতটায় ঘাটে গিয়ে দেখি, পা ফেলার জায়গা নেই। অনেক যাত্রীবাহী বাস ফেরিতে জায়গা পায়নি। দ্বিতীয় ট্রিপেও কিছু বাস যেতে পারবে না দেখে যাত্রীরা টিকিট কেটে ফেরিতে উঠে যান।’
পরিবারের পাঁচ সদস্য নিয়ে ফেরিটিতে করে সন্দ্বীপে যাচ্ছিলেন একটি তৈরি পোশাক কারখানার কর্মকর্তা শামসুদ্দিন স্বপন। তিনি বলেন, চট্টগ্রাম নগরের হালিশহর থেকে সন্দ্বীপের এনাম নাহারে যাওয়ার জন্য যাত্রীবাহী বাসে উঠেছিলেন তিনি। ঘাটে পৌঁছাতে দেরি হওয়ায় তাঁদের বাসটি ফেরিতে উঠতে পারেনি। এ অবস্থায় তাঁরা টিকিট কেটে ফেরিতে উঠে গেছেন। ফেরির টিকিটের জন্য বাড়তি কিছু খরচ হলেও দীর্ঘক্ষণ অপেক্ষার দুর্ভোগ থেকে রক্ষা পাওয়ায় তিনি খুশি।
জানতে চাইলে ফেরির মাস্টার শামসুল আলম প্রথম আলোকে বলেন, ফেরিতে ওঠার র্যাম্প স্থান বিচ্যুত হওয়ার কারণে গাড়ি উঠতে কিছুটা সমস্যা হয়েছিল। এ ছাড়া বিভিন্ন গাড়ির চালকদের মধ্যে ঝামেলার কারণে ফেরিতে গাড়ি উঠতে দেরি হয়েছে। তাই দেড় ঘণ্টা দেরিতে ফেরি ছাড়তে হয়েছে। আজ প্রথম ট্রিপে ৪টি বাস, ২টি ট্রাক, ২৪টি প্রাইভেট কার, ৩৬টি মোটরসাইকেল ও দেড় শতাধিক যাত্রী নিয়ে বাঁশবাড়িয়া ঘাট থেকে ফেরি ছেড়েছে।
স্পিডবোটের জন্য দীর্ঘ সারি
ফেরিঘাটে মানুষের অপেক্ষা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চবির ৫ শিক্ষার্থীকে উদ্ধারে খাগড়াছড়িতে অভিযান চলছে
খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে অপহৃত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও একজন টমটম চালককে ৬ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল থেকে অপহৃতদের উদ্ধারে খাগড়াছড়ি সদরের সুরেন্দ্র মাস্টার পাড়া, পূর্ণ চন্দ্র কারবারী পাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। এসময় সন্দেহভাজন ৭ জন আটক হওয়ার খবর পাওয়া গেছে। তবে তfদের নাম পরিচয় জানা যায়নি।
এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ’র ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা আজ (সোমবার) সকালে যৌথবাহিনীর অভিযানের খবর নিশ্চিত করেছেন। অপহৃতরা উদ্ধার না হওয়া পর্যন্ত যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গত বুধবার (১৬ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও একজন টমটম চালক অপহৃত হন।
ঢাকা/রূপায়ন/টিপু