Prothomalo:
2025-03-31@03:36:47 GMT

নতুন গান নিয়ে নাফিস

Published: 28th, March 2025 GMT

নব্বইয়ের দশকের শেষ ভাগে ‘এই দেশে এক শহর ছিল’ গানটি দিয়ে আলোচনায় আসেন নাফিস কামাল। গানটি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রচারিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর গত ফেব্রুয়ারিতে আবার গানে ফিরেছেন নাফিস। চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের স্মরণে প্রয়াত কাওসার আহমেদ চৌধুরীর লেখা ‘স্মরণে ঋত্বিক’ গানে কণ্ঠ দেন তিনি। তখনই জানিয়েছিলেন, এবার নিয়মিতই দর্শকদের জন্য গাইবেন।

কথা রেখেছেন নাফিস, প্রকাশ পেতে যাচ্ছে তাঁর নতুন গান ‘এখনো সেই পথে’। আজ ২৮ মার্চ সন্ধ্যায় গানটি প্রকাশ পাবে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেল, প্রথম আলো ইউটিউব ও ফেসবুক পেজ এবং শিল্পী নাফিস কামালের ইউটিউব চ্যানেলে।

সংগীতশিল্পী নাফিস কামাল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সুসংবাদের সঙ্গে দুঃসংবাদও পেল সিটি

সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ মোবারক জানিয়ে গতকাল মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। এফএ কাপ কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের ঘরে ২১ মিনিটে পিছিয়েও পড়ে পেপ গার্দিওলার দল। তখন কি ম্যানচেস্টার সিটির সমর্থকদের মনে হয়েছিল, ২০১৬–১৭ মৌসুমের পর এবারই হয়তো প্রথমবারের মতো খালি হাতে মৌসুম শেষ করতে হবে!

আরও পড়ুনস্কালোনির কাছে হারলেই চাকরি যায় ব্রাজিল কোচদের১০ ঘণ্টা আগে

মনের মধ্যে এমন কোনো শঙ্কা জেগে থাকলেও তা কেটে গেছে বিরতির পর। ৪৯ মিনিটে আর্লিং হলান্ড ও ৬৩ মিনিটে ওমর মারমৌশের গোলে ঠিকই ২–১ গোলের জয় তুলে নেয় সিটি। সেমিফাইনালে আগামী ২৬ এপ্রিল ওয়েম্বলিতে সিটির প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট। ছেলেদের এফএ কাপের ইতিহাসে প্রথম দল হিসেবে এই টুর্নামেন্টে টানা সপ্তমবার সেমিফাইনালে উঠল সিটি।

দুর্দান্ত খেলা নিকো ও’রেইলিকে এভাবেই অভিনন্দন জানান গার্দিওলা

সম্পর্কিত নিবন্ধ