অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ মে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শুক্রবার এ ঘোষণা দিয়েছেন। জলবায়ু পরিবর্তনজনিত উদ্যোগ, পরমাণু শক্তি ও আবাসন খাতের ইস্যু এই নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে খবর- বিবিসি

মধ্য-বামপন্থি লেবার পার্টির নেতা আলবানিজের নেতৃত্বাধীন সরকারের তিন বছরের মেয়াদ প্রায় শেষের দিকে। ১৭ মে এর মধ্যে এ সরকারকে সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। জরিপে দেখা যাচ্ছে, বর্তমান সরকার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সমানে সমানে লড়াই করছে। লেবার পার্টি ২০২২ সালের মে মাসে ক্ষমতা গ্রহণ করে। প্রায় এক দশক ক্ষমতায় থাকার পর জনপ্রিয়তা হারানো কনজারভেটিভ সরকারকে ক্ষমতাচ্যুত করে তার দল। শুরুতে আলবানিজের সরকারকে ঘিরে আশা-প্রত্যাশা ও উৎসাহ থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে জনপ্রিয়তা হারাতে শুরু করেছে তার দল।

জনমত জরিপে ডানপন্থি নেতা পিটার ডাটন ও বর্তমান প্রধানমন্ত্রী আলবানিজ প্রায় একই ধরনের জনপ্রিয়তা অর্জন করেছেন। আসন্ন নির্বাচনে এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষকরা।

৬২ বছর বয়সী সরকার প্রধান আলবানিজ চলতি সপ্তাহের শুরুতে তাদের বার্ষিক বাজেট প্রকাশ করেছেন। এতে আশ্চর্যজনকভাবে কর কমনো ও বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়েছে, যাতে ভোটারদের আকৃষ্ট করা যায়। অপরদিকে বিরোধী দলের রক্ষণশীল নেতা পিটার ডাটন আলবানিজের সমালোচনা করে তার সরকারকে ‘দুর্বল’ নেতৃত্ব বলে আখ্যায়িত করেছেন এবং সরকারি অনুদানের মাধ্যমে মুদ্রাস্ফীতি উসকে দেওয়ার অভিযোগ করেন।

২০২২ সালের মে মাসে আলবেনিজদের সরকার দায়িত্ব নেওয়ার পর ডিসেম্বরে মুদ্রাস্ফীতি ৭ দশমিক ৮ শতাংশ থেকে  ২ দশমিক ৪ শতাংশে নেমে আসে। তবুও অনেক পরিবার এখনো খাদ্য, জ্বালানি ও বিদ্যুতের উচ্চমূল্যের সঙ্গে লড়াই করছে। বার্ষিক ডেমোগ্রাফিয়া ক্রয়ক্ষমতা সূচক অনুসারে, সিডনি ও মেলবোর্নের প্রধান শহরগুলো এখন সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বিশ্বের শীর্ষ ১০ আবাসন বাজারের মধ্যে স্থান পেয়েছে।

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আলব ন জ ক ষমত সরক র

এছাড়াও পড়ুন:

বেলার হাসি, অ্যাঞ্জেলের শূন্যতা: রোনালদোর আনন্দ-বেদনার দিন

সেদিন আবেগের দ্বিমুখী লড়াইয়ে পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। তাঁদের ঘর আলোকিত করে জন্মেছে নতুন এক শিশু, কিন্তু মনে আনন্দ ছিল না। সেই নবজাতকেরই যমজ ভাই যে মারা গেছেন। মা–বাবার জন্য এমন দিন কতটা কঠিন!

রোনালদো শুধু আবেগ নয় বুকে পাথরচাপাও দিয়ে রাখতে জানেন। ২০২২ সালের সেই দিনটি পার করার পরদিন ইনস্টাগ্রামে একই সঙ্গে সুখের ও দুঃখের সংবাদটি জানিয়েছিলেন পর্তুগিজ কিংবদন্তি, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের ছেলেশিশুটি মারা গেছে। যেকোনো মা–বাবার জন্য এটাই গভীরতম দুঃখ। কিছুটা আশা এবং সুখ নিয়ে এই মুহূর্তটি পার করার শক্তি আমরা পাচ্ছি মেয়েশিশুটির জন্ম নেওয়ায়।’

আরও পড়ুনফন ডাইক কি তাহলে এখন বিশ্বের সবচেয়ে বেশি বেতনের ডিফেন্ডার৪৯ মিনিট আগে

২০২১ সালের ২৮ অক্টোবর ইনস্টাগ্রামে জর্জিনার সঙ্গে নিজের হাসিমুখের একটি ছবি এবং আলট্রাসনোগ্রামের ছবি পোস্ট করে যমজ সন্তানের অপেক্ষায় থাকার সুখবরটি জানিয়েছিলেন রোনালদো। কিন্তু ভাগ্য পুরোপুরি তাঁদের সহায় হয়নি। কন্যাশিশু বেলা সুস্থ অবস্থায় জন্ম নিলেও পুত্রসন্তান অ্যাঞ্জেল বেবিকে বাঁচানো যায়নি।

বাবা–মা হিসেবে স্বাভাবিকভাবেই দিনটি রোনালদো ও জর্জিনা কখনো ভুলতে পারবেন না। তিন বছর বয়সী বেলার জন্মদিন ছিল গতকাল। আবার এই দিনটাই অ্যাঞ্জেল বেবির মৃত্যুদিন, বেঁচে থাকলে যার বয়সও হতো তিন বছর। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এই দিনটি স্মরণ করে একটি ছবি পোস্ট করেন রোনালদো। সবুজ মাঠে বেলার সঙ্গে খুনসুটিতে মেতে ওঠার সেই ছবির ক্যাপশন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা! আমাদের ভালোবাসা সব সময়ই তোমার সঙ্গে আছে।#অ্যাঞ্জেল বেবি।’

রোনালদোর এই ক্যাপশন আসলে মিশ্র অনুভূতির। একই সঙ্গে বেলাকে তার জন্মদিনের শুভেচ্ছা কিংবা ভালোবাসা জানানোর পাশাপাশি অ্যাঞ্জেল বেবিকেও স্মরণ করেছেন বুকে পাথর বেঁধে। ক্যাপশনে যে ভালোবাসার কথা তিনি বলেছেন সেটা আসলে তাঁর এই দুই সন্তানের ক্ষেত্রে দুরকম অনুভূতির সঙ্গেই মানানসই—একটি আনন্দের আরেকটি দুঃখের।

আরও পড়ুনযাঁরা মেসিকে ‘মেসি’ বানিয়েছেন—কেমন সেই দুই কোচ১২ ঘণ্টা আগে

জর্জিনাও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে রোনালদোর সঙ্গে বেলার একটি ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানান জন্মদিনের। অ্যাঞ্জেল বেবিকেও যে মনে রেখেছেন সেটা বোঝা যায় তাঁর ক্যাপশনেই, ‘আজ আমার বাচ্চাদের বয়স তিন বছর হলো। আমার সমস্ত হৃদয় দিয়ে আমি তোমাদের ভালোবাসি। বাবার সঙ্গে এই ভিডিওটি আমার অন্যতম পছন্দের। অভিনন্দন এবং আমাকে মা হিসেবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ।’

আনন্দ–বেদনার এ দিন কাটিয়ে মাঠে সময়টা ভালো যায়নি রোনালদোর। সৌদি প্রো লিগে গতকাল রাতে আল কাদিশার কাছে ২–১ গোলে হেরেছে আল নাসর। পুরো সময় মাঠে থেকেও গোল পাননি রোনালদো। এই হারে সৌদি লিগ জয়ের দৌড়ে বড় ধাক্কাই খেল আল নাসর। ২৮ ম্যাচে তাদের সংগ্রহ ৫৭ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইতিহাদ। হাতে ৬ ম্যাচ রেখে ইতিহাদের চেয়ে ৮ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে তৃতীয় আল নাসর।

অ্যাঞ্জেল বেবিকে রোনালদো ও জর্জিনা প্রতিবছর স্মরণ করেন। প্রথম মৃত্যুবার্ষিকীতে এলে ম্যাগাজিনকে জর্জিনা বলেছিলেন, ‘এ বছরটা আমার জীবনের সবচেয়ে কঠিন বছর। সবচেয়ে সুখের মুহূর্ত সবচেয়ে দুঃখে পরিণত হয়েছে এবং এটা সারা জীবনই থাকবে।’

অ্যাঞ্জেল বেবিসহ রোনালদোর মোট ছয় সন্তান। ২০১০ সালে জন্ম নেয় ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। ২০১৭ সালের জুনে যুক্তরাষ্ট্রে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান এভা ও মাতেওয়ের বাবা হন রোনালদো। সে বছরই নভেম্বরে জর্জিনার গর্ভে জন্ম নেয় অ্যালানা। এরপর ২০২২ সালে জন্ম নেয় বেলা। সব মিলিয়ে জুনিয়ররা দুই ভাই ও তিন বোন। পরপারে পাড়ি জমানো অ্যাঞ্জেল বেবিকে ধরলে অবশ্য জুনিয়ররা ছয় ভাই–বোন।

সম্পর্কিত নিবন্ধ

  • চলতি সপ্তাহেই ইউক্রেনে যুদ্ধবিরতি, আশা ট্রাম্পের
  • ‘ইলিশের বাড়ি’ সংরক্ষণে নজর দিন আগে
  • বাংলার কণ্ঠে বিশ্ব মুগ্ধ, আমেরিকায় রয়া চৌধুরীকে সম্মাননা
  • আবারও শুরু হচ্ছে ‘ঢাকা রক ফেস্ট’
  • বেলার হাসি, অ্যাঞ্জেলের শূন্যতা: রোনালদোর আনন্দ-বেদনার দিন