গাজীপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন রাজু ও জিয়ারু। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হোতাপাড়া এলাকায় একটি মুরগীবাহী পিকআপ ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। ধারণা করা হচ্ছে পিকআপটি দ্রুত গতিতে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মদ বলেন, ‘‘সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’

রেজাউল//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আগারগাঁওয়ে ঈদ আনন্দ মিছিল শুরু

রাজধানীর আগারগাঁওয়ে মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল শুরু হয়েছে। এ আনন্দ মিছিলে অংশ নিয়েছেন অসংখ্য মানুষ।

সোমবার সকালে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এ আনন্দ মিছিল শুরু হয়। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হবে।

ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা, বাজতে থাকে সেই মধুর সুর ‘ও মোর রমজানের ওই রোজার শেষে’। এসময় হাজার হাজার মানুষ একত্রে ঈদ আনন্দের মেতে ওঠেন। মিছিলের শুরুতে ছিল পাঁচটি ঘোড়ার গাড়ি। মিছিলে থাকছে মোট ১৫টি ঘোড়ার গাড়ি।

এর আগে ঢাকা উত্তর কর্পোরেশনের আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে বিশেষ প্রার্থনা করা হয়।

সম্পর্কিত নিবন্ধ