গাজীপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২
Published: 28th, March 2025 GMT
গাজীপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন রাজু ও জিয়ারু। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হোতাপাড়া এলাকায় একটি মুরগীবাহী পিকআপ ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। ধারণা করা হচ্ছে পিকআপটি দ্রুত গতিতে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মদ বলেন, ‘‘সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’
রেজাউল//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চবির ৫ শিক্ষার্থীকে উদ্ধারে খাগড়াছড়িতে অভিযান চলছে
খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে অপহৃত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও একজন টমটম চালককে ৬ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল থেকে অপহৃতদের উদ্ধারে খাগড়াছড়ি সদরের সুরেন্দ্র মাস্টার পাড়া, পূর্ণ চন্দ্র কারবারী পাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। এসময় সন্দেহভাজন ৭ জন আটক হওয়ার খবর পাওয়া গেছে। তবে তfদের নাম পরিচয় জানা যায়নি।
এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ’র ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা আজ (সোমবার) সকালে যৌথবাহিনীর অভিযানের খবর নিশ্চিত করেছেন। অপহৃতরা উদ্ধার না হওয়া পর্যন্ত যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গত বুধবার (১৬ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও একজন টমটম চালক অপহৃত হন।
ঢাকা/রূপায়ন/টিপু