Prothomalo:
2025-04-20@10:07:22 GMT

সুগন্ধি তৈরির উদ্যোগ জরুরি

Published: 28th, March 2025 GMT

ফুলের জন্য বিখ্যাত যশোর অঞ্চল। তবে দেশের আরও কিছু জায়গায়  ফুলের চাষ হয়। যেমন কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে কয়েকটি গ্রামে শতাধিক একর জমিতে চাষ হয় গোলাপ; কিন্তু লোকসান দিতে দিতে ফুল চাষে হতাশ দুই শতাধিক কৃষক পরিবার। প্রতিবছর গাছেই নষ্ট হয় ৩০ লাখের বেশি গোলাপ। ফলে এই উপজেলায় সুগন্ধি তৈরির উদ্যোগ গ্রহণ করতে পারলে ফুল চাষের এ সাফল্যকে আরও বিস্তৃত করা সম্ভব। অর্থনৈতিকভাবেও নতুন ক্ষেত্র তৈরি হবে এলাকাটিতে।

প্রথম আলোর প্রতিবেদন জানা যাচ্ছে, কক্সবাজার শহর থেকে ৭৫ কিলোমিটার দূরে বরইতলীতে গোলাপের বাগান আছে ১০৩টি। একসময় গোলাপ কেবল শীতকালীন ফুল হিসেবেই পরিচিত ছিল। তবে এখন সারা বছরই এর চাষ হয়। কিন্তু বিশেষ কিছু দিবসে ন্যায্যমূল্যে গোলাপ বিক্রি হলেও অধিকাংশ চাষি সারা বছর লোকসান দিয়ে ফুল বিক্রি করেন। কিন্তু ক্রেতার অভাবে প্রতিবছর গাছে নষ্ট হচ্ছে বিপুলসংখ্যক গোলাপ। ফুল সংরক্ষণের ব্যবস্থা থাকলে এবং সুগন্ধি তৈরির উদ্যোগ গ্রহণ করা গেলেই এসব ফুল নষ্ট হওয়া রোধ করা সম্ভব।

বিভিন্ন দিবস বা অনুষ্ঠান উপলক্ষে উপহার বা সৌন্দর্যবর্ধন ছাড়াও গোলাপের বহুমুখী ব্যবহার আছে। যেমন গোলাপের পাপড়ি থেকে নানা ধরনের সুগন্ধি, প্রসাধন, গোলাপজল, খাবারের নানা উপাদান তৈরি হয় বিদেশে। ফ্রান্স, তুরস্ক, ভারত, পাকিস্তান, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশেই এ ধরনের সুগন্ধি তৈরি হচ্ছে। তবে এ জন্য বিশেষ জাত নির্বাচন করে চাষিদের প্রশিক্ষণও দেওয়া হয়; কিন্তু তিন দশক ধরে চকরিয়ায় গোলাপের চাষ হলেও এমন কোনো উদ্যোগ সরকারি কিংবা বেসরকারিভাবে নেওয়া হয়নি।

বরইতলীর ফুলচাষিদের বক্তব্য, গোলাপ দিয়ে সুগন্ধি উৎপাদনের উদ্যোগ নেওয়া হলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হতো, তেমনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো। শিক্ষিত বেকার যুবকেরা গোলাপ চাষে উৎসাহিত হতেন। উপজেলা কৃষি কর্মকর্তাও বলছেন, ফুল থেকে সুগন্ধি তৈরিতে বিদেশে বহু কারখানা আছে। বেসরকারি উদ্যোগে কক্সবাজার কিংবা চট্টগ্রামে গোলাপসহ বিভিন্ন ফুলের নির্যাস দিয়ে সুগন্ধি তৈরির ল্যাব কিংবা কারখানা তৈরি করা গেলে গোলাপচাষিরা লাভবান হতেন।

বেসরকারি খাতে সুগন্ধি তৈরির উদ্যোগ গ্রহণে সরকারের পক্ষ থেকেও কি করণীয় নেই? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ জন্য প্রচার–প্রচারণা, প্রশিক্ষণ ও ঋণসহায়তা দিতে পারে। ব্যবসায়িক গোষ্ঠীগুলোকে এখানে বিনিয়োগের জন্য আকৃষ্ট করা যেতে পারে। প্রতিবছর বিপুল ফুল নষ্ট হয়ে যাচ্ছে, তা তো মানা যায় না। এভাবে চলতে থাকলে তো গোলাপ চাষ করাই বন্ধ করে দেবেন চাষিরা। এলাকাটিকে কয়েক দশকের এই কৃষিঐতিহ্য হারিয়ে যাক, তা আমরা চাই না। 

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

খুলনায় আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের নীরবতায় ক্ষুব্ধ এনসিপি 

খুলনায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতা–কর্মীরা। রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জিরো পয়েন্ট এলাকায় ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখার’ ব্যানারে মিছিল করে। তবে মিছিলে দলের নগর, জেলা বা ডুমুরিয়া উপজেলা শাখার পদ-পদবীধারী কাউকে দেখা যায়নি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হলো। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিও এবং ছবি থেকে দেখা যায়, একদল লোক ব্যানার নিয়ে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি আছে। এ সময় ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

আরো পড়ুন:

আ.লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়া মুরাদ রিমান্ডে

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবির কারাগারে 

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের কেউ কথা বলতে রাজি হননি। তবে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘‘আমাদের নির্দেশনা ছিল মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না। এ কারণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপরিচিত নেতা–কর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে।’’ 

এ বিষয়ে  খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল বাশার বলেন, হঠাৎ গাড়ি থেকে নেমে ঝটিকা মিছিল করে পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সকালের দিকে হওয়ায় সেই সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে।

গণহত্যা ও গুম, খুনসহ বিভিন্ন অভিযোগে পালিয়ে যাওয়া শেখ হাসিনার নেতৃত্বাধীন এ দলটি প্রকাশ্যে মিছিল করা এবং পুলিশের নীরব ভূমিকার প্রতিবাদে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে জাতীয় নাগরিক কমিটি- এনসিপি। আজ রবিবার (২০ এপ্রিল) বিকেলে খুলনা প্রেসক্লাবে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের খুলনার সংগঠক আহাম্মদ হামিম রাহাত।
 

ঢাকা/নুরুজ্জামান/বকুল

সম্পর্কিত নিবন্ধ