গণঅভ্যুত্থান বৃথা হতে দেওয়া যাবে না: গিয়াস উদ্দিন
Published: 28th, March 2025 GMT
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। শেখ হাসিনা এ দেশকে ধ্বংস করে দিয়েছে। অনেক ত্যাগ লড়াই করে ফ্যাসিবাদী বিদায় করে আজ আমরা মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি।’
বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গিয়াস উদ্দিন। ইকরা ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ সংস্থার উদ্যাগে আর্থিক অসচ্ছল ও পাঁচ শাতাধিক দরিদ্র পরিবারের মধ্যে এসব বিতরণ করা হয়।
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, সমাজে যারা অসহায় বিপদগ্রস্ত রয়েছে, তাদের খুঁজে খুঁজে বের করতে হবে। তাদের পাশে গিয়ে সাহায্য সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।
সংস্থার সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিদ্দিকীয়া ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হোসাইন আহমদ, মাহাদ আব্দুল লতিফ, মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব এনপ গণঅভ য ত থ ন
এছাড়াও পড়ুন:
ফ্যাসিস্ট সরকার আর এক বছর থাকলে আমাকে ঝুলিয়ে দিত: বাবর
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ফ্যাসিস্ট সরকার আরও এক বছর ক্ষমতায় থাকলে আমাকে ঝুলিয়ে দিত।
শুক্রবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত করতে ছাত্রদের ভূমিকা ছিল অসাধারণ। তবে এখানে কারো একার কৃতিত্ব দেওয়া ঠিক হবে না।
লুৎফুজ্জামান বাবর বলেন, গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দেওয়া আমাদের দায়িত্ব।
তিনি বলেন, সাড়ে ১৭ বছর কারাগারে থাকার পর যে আমি এখানে এসেছি তা কল্পনাও করতে পারি নি।
দীর্ঘ সময় কারাবাসের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান লুৎফুজ্জামান বাবর। এর আগে ১৪ জানুয়ারি চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান তিনি।